Ancient Zamindar House: ১০০ বিঘা জমি জুড়ে ছড়িয়ে ১৭৫ বছরের ইতিহাস...বিদ্যাসাগর-সত্যজিতের স্মৃতিধন্য চকদিঘির জমিদারবাড়ির কড়িকাঠে বাজে সময়ের বাঁশি
- Reported by:Sayani Sarkar
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ancient Zamindar House:পূর্ব বর্ধমানের এই জমিদার বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে নানান ইতিহাস। একসময় এই বাড়িতেই আসতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এখানেই হয়েছে সত্যজিৎ রায়ের সিনেমার শুটিংও।
ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বকালে এই বাংলায় জমিদারি ব্যবস্থার পতন হয়। সেই সমসাময়িক কালের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে পূর্ব বর্ধমানের এই জমিদার বাড়ির নাম।এই বাড়িতেই আসতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হয়েছে সত্যজিৎ রায়ের সিনেমার শুটিংও। জানেন কোথায় এই জমিদার বাড়ি ?(ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘি জমিদার বাড়ি। দেশ স্বাধীন হওয়ার পর জমিদারি প্রথা বিলীন হয়ে গেলেও ৩৭৫ বছরেরও বেশি সময় ধরে চকদিঘি বাগানবাটি সেই জমিদারি ঐতিহ্যের স্বাক্ষর বহন করে চলেছে। প্রায় ১০০ বিঘা জমিজুড়ে রয়েছে জমিদারের বাগানবাটি,যার কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে জমিদারি রাজত্বের নানান নিদর্শন।
advertisement
একদা এই জমিদার বাড়ির দুর্গাপুজোয় আসতেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই জমিদার বংশের খ্যাতি শীর্ষে পৌঁছেছিল সারদাপ্রসাদ সিংহ রায়ের হাত ধরে। প্রজাবৎসল জমিদার সারদা প্রসাদ তার জমিদারি এলাকার প্রভূত উন্নতি সাধনে অগ্রগতি ভূমিকা নিয়েছিলেন। শিক্ষা বিস্তারের জন্য তিনি চকদিঘিতে তৈরি করেছিলেন বিদ্যালয়। সেই বিদ্যালয়ের উদ্বোধন করেছিলেন স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
advertisement
জমিদার পরিবারের অত্যন্ত কাছের মানুষ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই বাগানবাড়িতেই বিদ্যাসাগর মহাশয়ের থাকার জন্য একটি জলাশয়ের ধারে তৈরি হয়েছিল হাওয়াখানা ঘর। যে ঘরটির পরিচিতি হাওয়া মহল নামে। যদিও বর্তমানে ঘরটির প্রায় ভগ্নদশা। আর শুধু পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নন এই জমিদার বাড়িতে এসেছেন পরিচালক সত্যজিৎ রায়।
advertisement







