advertisement

North Sikkim Snowfall: সিকিম না সুইৎজারল্যান্ড? বরফে মোড়া লাচুংয়ে ভারী তুষারপাত, আনন্দে আত্মহারা পর্যটকরা

Last Updated:
North Sikkim Snowfall: উত্তর সিকিমে প্রবল তুষারপাত হলেও সেখানে বিপর্যয়ের ছবি নয়, বরং আনন্দ আর উৎসবের আবহই চোখে পড়ছে। নাথুলা, লাচুং-সহ একাধিক এলাকায় চারপাশ ঢেকে গেছে সাদা বরফে, আর সেই দৃশ্য উপভোগ করতেই ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।
1/5
সিকিম, ঋত্বিক ভট্টাচার্য : উত্তর সিকিমে প্রবল তুষারপাত হলেও সেখানে বিপর্যয়ের ছবি নয়, বরং আনন্দ আর উৎসবের আবহই চোখে পড়ছে। নাথুলা, লাচুং-সহ একাধিক এলাকায় চারপাশ ঢেকে গেছে সাদা বরফে, আর সেই দৃশ্য উপভোগ করতেই ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।
সিকিম, ঋত্বিক ভট্টাচার্য : উত্তর সিকিমে প্রবল তুষারপাত হলেও সেখানে বিপর্যয়ের ছবি নয়, বরং আনন্দ আর উৎসবের আবহই চোখে পড়ছে। নাথুলা, লাচুং-সহ একাধিক এলাকায় চারপাশ ঢেকে গেছে সাদা বরফে, আর সেই দৃশ্য উপভোগ করতেই ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।
advertisement
2/5
হিমেল হাওয়া আর বরফে মোড়া পাহাড়ি রাস্তায় অনেক পর্যটকই থেমে থেমে ছবি তুলছেন, ভিডিও করছেন, কেউ আবার বরফ নিয়ে খেলায় মেতেছেন। পর্যটকদের কাছে এই তুষারপাত যেন শীতের ছুটির বাড়তি উপহার।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
হিমেল হাওয়া আর বরফে মোড়া পাহাড়ি রাস্তায় অনেক পর্যটকই থেমে থেমে ছবি তুলছেন, ভিডিও করছেন, কেউ আবার বরফ নিয়ে খেলায় মেতেছেন। পর্যটকদের কাছে এই তুষারপাত যেন শীতের ছুটির বাড়তি উপহার।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
3/5
বরফ পড়ার সময় কয়েকটি পর্যটকবাহী গাড়ি সাময়িকভাবে আটকে পড়লেও আতঙ্কের কোনও পরিস্থিতি তৈরি হয়নি। ভারতীয় সেনা, সিকিম পুলিশ, বিআরও (BRO) ও স্থানীয়দের সহযোগিতায় তিনটি গাড়িই নিরাপদে সহায়তা পায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
বরফ পড়ার সময় কয়েকটি পর্যটকবাহী গাড়ি সাময়িকভাবে আটকে পড়লেও আতঙ্কের কোনও পরিস্থিতি তৈরি হয়নি। ভারতীয় সেনা, সিকিম পুলিশ, বিআরও (BRO) ও স্থানীয়দের সহযোগিতায় তিনটি গাড়িই নিরাপদে সহায়তা পায়।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
4/5
উদ্ধার অভিযানের সময়ও পর্যটকদের মুখে ছিল হাসি। অনেকেই বলছেন, জীবনে প্রথমবার এমন ঘন তুষারপাত দেখার সুযোগ পেয়ে তাঁরা দারুণ উচ্ছ্বসিত।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
উদ্ধার অভিযানের সময়ও পর্যটকদের মুখে ছিল হাসি। অনেকেই বলছেন, জীবনে প্রথমবার এমন ঘন তুষারপাত দেখার সুযোগ পেয়ে তাঁরা দারুণ উচ্ছ্বসিত।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
5/5
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা ও নজরদারি বজায় রেখেই পর্যটকদের উত্তর সিকিমের বরফঢাকা সৌন্দর্য উপভোগ করতে দেওয়া হচ্ছে। তুষারপাতের মাঝে আনন্দে ভরা উত্তর সিকিম এখন যেন পর্যটকদের স্বপ্নের গন্তব্য।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নিরাপত্তা ও নজরদারি বজায় রেখেই পর্যটকদের উত্তর সিকিমের বরফঢাকা সৌন্দর্য উপভোগ করতে দেওয়া হচ্ছে। তুষারপাতের মাঝে আনন্দে ভরা উত্তর সিকিম এখন যেন পর্যটকদের স্বপ্নের গন্তব্য।ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য
advertisement
advertisement
advertisement