Job News: চাকরি শিবিরের আয়োজন জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রে! জানুন বিস্তারিত
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Suman Biswas
Last Updated:
Job News: দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকা যুবক যুবতীদের জন্য এটি সুবর্ণ সুযোগ।
জেলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এসেছে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরির সুযোগ। কোনও লিখিত পরীক্ষা নয়। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। দেশের একটি মাইক্রো ফাইনান্স সংস্থা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকা যুবক যুবতীদের জন্য এটি সুবর্ণ সুযোগ। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার এগরা জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের উদ্যোগেই এই বিশেষ চাকরি শিবিরের আয়োজন করা হয়েছে। কর্ম বিনিয়োগ কেন্দ্র সূত্রে জানা গেছে, নিয়োগকারী সংস্থা হিসেবে উপস্থিত থাকবে দেশের অন্যতম মাইক্রো ফাইনান্স সংস্থা আরোহন। এই সংস্থা দেশের বিভিন্ন প্রান্তে কর্মসংস্থানের সুযোগ দিয়ে থাকে। এবার সেই সুযোগ নিয়ে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার চাকরিপ্রার্থীদের জন্য।
advertisement
এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে ছেলেদের ক্ষেত্রে ২১ থেকে ৩০ বছরের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে। স্নাতক ডিগ্রি থাকলে সেই অনুযায়ী পদে নিয়োগ করা হবে। সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেই উপযুক্ত প্রার্থীদের বেছে নেওয়া হবে। বেতনও থাকবে আকর্ষণীয়।
advertisement
এগরা জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রের অফিসার ইনচার্জ এম ডি হাসিম জানান, “জেলার চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরেই চাকরির জন্য আবেদন জানিয়ে আসছিলেন। সেই কারণেই তাদের জন্য এই চাকরি শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। এবারে নিয়োগ করে সংস্থা হিসেবে উপস্থিত থাকবে দেশের অন্যতম মাইক্রো ফাইন্যান্স কোম্পানি।”
advertisement
নথিপত্র হিসেবে কী কী লাগবে তাও জানিয়েছে জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্র। প্রার্থীদের সঙ্গে রাখতে হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রেজিস্ট্রেশন কপি। সম্পূর্ণ জীবনপঞ্জি এবং শিক্ষাগত যোগ্যতার শংসাপত্রও আনতে হবে। এছাড়াও পাসপোর্ট সাইজের দু'টি ফটো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রার্থীকে অবশ্যই আগে থেকেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত থাকতে হবে। (তথ্য ও ছবি : মদন মাইতি)







