Jatra Utsav: পাঁশকুড়ায় শীত জমে ক্ষীর! সরকারি উদ্যোগে শুরু জমাটি যাত্রা উৎসব, পছন্দের যাত্রাপালা দেখার সুযোগ মাত্র কয়েকদিন
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Jatra Utsav: এই যাত্রা উৎসবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার যাত্রা সংস্থার যাত্রাপালা মঞ্চস্থ হবে। এর পাশাপাশি পুতুল নাচ, বাউল সহ নানা ধরনের লোকশিল্পের আধারও অনুষ্ঠিত হবে।
advertisement
কালের নিয়মে অনেক কিছু হারিয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলা ও বাঙালির বিভিন্ন লোকশিল্প আজ হারিয়ে যাওয়ার পথে। এর মধ্যে অন্যতম হল বাংলার যাত্রাশিল্প। আধুনিকতার যুগে এই শিল্প অনেকটাই ব্যাকফুটে। সাধারণ মানুষের মনে যাত্রাশিল্প নিয়ে আবার উৎসাহ ফিরিয়ে আনার জন্য যাত্রা উৎসবের আসর বসেছে। সরকারি উদ্যোগে এই যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে।
advertisement
পাঁশকুড়ার গুমাই কিশলয় সংঘ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই যাত্রা উৎসব। সামনের মাঠে দক্ষিণবঙ্গ যাত্রা সংস্থার পক্ষ থেকে ৩ দিনের উৎসবের আয়োজন করা হয়েছে। যেখানে শুধু পূর্ব মেদিনীপুর জেলার যাত্রা সংস্থা নয়, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার যাত্রা সংস্থার যাত্রাপালা মঞ্চস্থ হবে। এর পাশাপাশি পুতুল নাচ, বাউল সহ নানা ধরনের লোকশিল্পের আধার অনুষ্ঠিত হবে।
advertisement
advertisement
advertisement
গ্রামবাংলা তথা বাঙালির প্রাচীন বিনোদনের মাধ্যম যদি কিছু থাকে তা হল যাত্রাশিল্প। এই শিল্পের বিস্তার ও ব্যাপ্তি বাঙালির মননে। কিন্তু একটা সময় পর যাত্রাশিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সাধারণ মানুষ। শিল্পীদের কথায়, বর্তমান সময়েও যাত্রাশিল্প অন্যান্য শিল্প মাধ্যমের থেকে অনেকটাই এগিয়ে। কারণ এর মাধ্যমে সমাজের বিভিন্ন দিক পরিস্ফুটিত হয়। ঘরের কাছে যাত্রাপালা দেখার এই সুযোগে খুশি পাঁশকুড়াবাসী। (ছবি ও তথ্যঃ সৈকত শী)






