Indian Railways: রেলের বড় ঘোষণা! সিউড়ি-সহ বীরভূমে একগুচ্ছ ট্রেনের নতুন স্টপেজ, দেখে নিন কোন ট্রেন কোথায় থামবে
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
সিউড়ি-সহ বীরভূমের একাধিক স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের নতুন স্টপেজের ঘোষণা করেছে রেল। এতে দক্ষিণ ভারতের সঙ্গে জেলার রেল যোগাযোগ আরও মজবুত হবে
advertisement
রেলের ঘোষণায় জানানো হয়েছে, কামাখ্যা - বেঙ্গালুরু এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি - চেন্নাই এক্সপ্রেস ট্রেন সিউড়ি স্টেশনে থামবে। পাশাপাশি ভবিষ্যতে কামাখ্যা- বেঙ্গালুরু এসি এক্সপ্রেস এবং এনজিপি-চেন্নাই এক্সপ্রেসেরও সিউড়ি স্টপেজ চালু হতে চলেছে। কোন তারিখ থেকে এই পরিষেবা কার্যকর হবে, তা পরে জানানো হবে।
advertisement
advertisement
advertisement








