Indian Railways: রেলের বড় ঘোষণা! সিউড়ি-সহ বীরভূমে একগুচ্ছ ট্রেনের নতুন স্টপেজ, দেখে নিন কোন ট্রেন কোথায় থামবে

Last Updated:
সিউড়ি-সহ বীরভূমের একাধিক স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের নতুন স্টপেজের ঘোষণা করেছে রেল। এতে দক্ষিণ ভারতের সঙ্গে জেলার রেল যোগাযোগ আরও মজবুত হবে
1/5
বীরভূমবাসীর জন্য বড় সুখবর। শুক্রবার রেল মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে সিউড়ি সহ জেলার একাধিক স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের নতুন স্টপেজের ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তে জেলার রেল যোগাযোগ আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে।(ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
বীরভূমবাসীর জন্য বড় সুখবর। শুক্রবার রেল মন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে সিউড়ি সহ জেলার একাধিক স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের নতুন স্টপেজের ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তে জেলার রেল যোগাযোগ আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
2/5
রেলের ঘোষণায় জানানো হয়েছে, কামাখ্যা - বেঙ্গালুরু এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি - চেন্নাই এক্সপ্রেস ট্রেন সিউড়ি স্টেশনে থামবে। পাশাপাশি ভবিষ্যতে কামাখ্যা- বেঙ্গালুরু এসি এক্সপ্রেস এবং এনজিপি-চেন্নাই এক্সপ্রেসেরও সিউড়ি স্টপেজ চালু হতে চলেছে। কোন তারিখ থেকে এই পরিষেবা কার্যকর হবে, তা পরে জানানো হবে।
রেলের ঘোষণায় জানানো হয়েছে, কামাখ্যা - বেঙ্গালুরু এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি - চেন্নাই এক্সপ্রেস ট্রেন সিউড়ি স্টেশনে থামবে। পাশাপাশি ভবিষ্যতে কামাখ্যা- বেঙ্গালুরু এসি এক্সপ্রেস এবং এনজিপি-চেন্নাই এক্সপ্রেসেরও সিউড়ি স্টপেজ চালু হতে চলেছে। কোন তারিখ থেকে এই পরিষেবা কার্যকর হবে, তা পরে জানানো হবে।
advertisement
3/5
এই নতুন স্টপেজের ফলে বীরভূম থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে চিকিৎসার উদ্দেশ্যে যাতায়াতকারী মানুষদের বিশেষ সুবিধা হবে। দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন জেলার বহু মানুষ।
এই নতুন স্টপেজের ফলে বীরভূম থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে চিকিৎসার উদ্দেশ্যে যাতায়াতকারী মানুষদের বিশেষ সুবিধা হবে। দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন জেলার বহু মানুষ।
advertisement
4/5
লোকাল যাত্রীদের জন্যও রয়েছে সুখবর।সিউড়ি - শিয়ালদহ মেমু এক্সপ্রেস ট্রেনটি নতুন করে চিনপাই এবং উখড়া স্টেশনে থামবে। এর ফলে চিনপাই স্টপেজের দীর্ঘদিনের দাবি পূরণ হল।
লোকাল যাত্রীদের জন্যও রয়েছে সুখবর।সিউড়ি - শিয়ালদহ মেমু এক্সপ্রেস ট্রেনটি নতুন করে চিনপাই এবং উখড়া স্টেশনে থামবে। এর ফলে চিনপাই স্টপেজের দীর্ঘদিনের দাবি পূরণ হল।
advertisement
5/5
রেল সূত্রে জানা গেছে, সিউড়ির পাশাপাশি বীরভূমের মুরারই, রামপুরহাট সহ একাধিক স্টেশনেও কিছু ট্রেনের স্টপেজ দেওয়া হবে। রেলের এই সিদ্ধান্তে জেলার সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
রেল সূত্রে জানা গেছে, সিউড়ির পাশাপাশি বীরভূমের মুরারই, রামপুরহাট সহ একাধিক স্টেশনেও কিছু ট্রেনের স্টপেজ দেওয়া হবে। রেলের এই সিদ্ধান্তে জেলার সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। (ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই)
advertisement
advertisement
advertisement