advertisement

Turtle Rescue: পথ ভুলে নদীতে সামুদ্রিক কচ্ছপ! ৩ দিনের ব্যবধানে একই ঘটনা, প্রাণ বাঁচিয়ে সমুদ্রে ফেরাল হাওড়ার সহৃদয় যুবকরা

Last Updated:
Howrah Turtle Rescue: হাওড়ার নদীতে পথ ভুলে চলে এল সামুদ্রিক কচ্ছপ! গত ৩ দিনে পর পর এমন দুটি ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। কচ্ছপ দু'টিকে সুস্থ অবস্থায় সমুদ্রে ফেরাল হাওড়ার একদল সহৃদয় যুবক।
1/7
তিনদিনের ব্যবধানে দু'টি সামুদ্রিক কাছিম পথ ভুলে নদীতে! দিশেহারা অলিভ রিডলে দুই সামুদ্রিক কাছিমকে নদী থেকে ফেরান হল সমুদ্রে। তিন দিনের ব্যবধানে দু'টি কাছিম দিক ভুলে নদীতে চলে আসে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
তিনদিনের ব্যবধানে দু'টি সামুদ্রিক কাছিম পথ ভুলে নদীতে! দিশেহারা অলিভ রিডলে দুই সামুদ্রিক কাছিমকে নদী থেকে ফেরান হল সমুদ্রে। তিন দিনের ব্যবধানে দু'টি কাছিম দিক ভুলে নদীতে চলে আসে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/7
নদীতে ভুল করে চলে আসা দু'টি অলিভ রিডলে সামুদ্রিক কাছিমকে বন বিভাগের তৎপরতায় ফিরিয়ে দেওয়া হল সমুদ্রে।
নদীতে ভুল করে চলে আসা দু'টি অলিভ রিডলে সামুদ্রিক কাছিমকে বন বিভাগের তৎপরতায় ফিরিয়ে দেওয়া হল সমুদ্রে।
advertisement
3/7
আমতার ভাটোরা ও কাশমলি থেকে দু'টি বিশালাকার অলিভ রিডলে সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে পরিবেশ কর্মী সৌরভ মন্ডল ও জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও সংগঠনের সদস্যরা।
আমতার ভাটোরা ও কাশমলি থেকে দু'টি বিশালাকার অলিভ রিডলে সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে পরিবেশ কর্মী সৌরভ মন্ডল ও জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও সংগঠনের সদস্যরা।
advertisement
4/7
কাছিম দু'টি হাওড়া বন বিভাগ উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। যেহেতু এই কাছিমগুলি গভীর সমুদ্রে বসবাস করে, তাই হাওড়া বন বিভাগের বিভাগীয় বন আধিকারিক সুজিত কুমার দাস ও রেঞ্জ অফিসার রাজেশ মুখার্জীর তত্ত্বাবধানে দু'টি কাছিম কেই সমুদ্রে মুক্ত করে দেওয়া হয়।
কাছিম দু'টি হাওড়া বন বিভাগ উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। যেহেতু এই কাছিমগুলি গভীর সমুদ্রে বসবাস করে, তাই হাওড়া বন বিভাগের বিভাগীয় বন আধিকারিক সুজিত কুমার দাস ও রেঞ্জ অফিসার রাজেশ মুখার্জীর তত্ত্বাবধানে দু'টি কাছিম কেই সমুদ্রে মুক্ত করে দেওয়া হয়।
advertisement
5/7
বন বিভাগের একটি টিম দু'দিন আগেই একটি অলিভ রিডলে কাছিমকে পূর্ব মেদিনীপুরের কাঁথি রেঞ্জের অন্তর্গত একটি নির্জন সমুদ্রতটে মুক্ত করে। অপর কাছিমটিও পূর্ব মেদিনীপুরের কাঁথি রেঞ্জে বঙ্গোপসাগরে মুক্ত করে দেওয়া হয়।
বন বিভাগের একটি টিম দু'দিন আগেই একটি অলিভ রিডলে কাছিমকে পূর্ব মেদিনীপুরের কাঁথি রেঞ্জের অন্তর্গত একটি নির্জন সমুদ্রতটে মুক্ত করে। অপর কাছিমটিও পূর্ব মেদিনীপুরের কাঁথি রেঞ্জে বঙ্গোপসাগরে মুক্ত করে দেওয়া হয়।
advertisement
6/7
হাওড়া বন বিভাগের টিমের সঙ্গে ছিলেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক। চিত্রক বলেন, সমুদ্র থেকে এই প্রাচীন পথ বলে নদীতে চলে আসার ঘটনা এটা প্রথম নয়। গত কয়েকমাস আগেও ঘটেছে।
হাওড়া বন বিভাগের টিমের সঙ্গে ছিলেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক। চিত্রক বলেন, সমুদ্র থেকে এই প্রাচীন পথ বলে নদীতে চলে আসার ঘটনা এটা প্রথম নয়। গত কয়েকমাস আগেও ঘটেছে।
advertisement
7/7
তিনি আরও বলেন, জানুয়ারি থেকে মার্চ এদের ডিম পাড়ার সময়। যেহেতু এরা নোনা জলের প্রাণী, মিষ্টি জলে এদের কিছুটা সমস্যা হয়। 'জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও' স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যেভাবে কাচিং দুটিকে উদ্ধার করেছে এবং হাওড়া বন বিভাগের ডিএফও ও রেঞ্জ অফিসার যেভাবে গুরুত্ব সহকারে কাছিম দুটিকে গুরুত্ব সহকারে যেভাবে সমুদ্রে ফিরিয়ে দিল, এটা অত্যন্ত প্রশংসনীয়। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
তিনি আরও বলেন, জানুয়ারি থেকে মার্চ এদের ডিম পাড়ার সময়। যেহেতু এরা নোনা জলের প্রাণী, মিষ্টি জলে এদের কিছুটা সমস্যা হয়। 'জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও' স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যেভাবে কাচিং দুটিকে উদ্ধার করেছে এবং হাওড়া বন বিভাগের ডিএফও ও রেঞ্জ অফিসার যেভাবে গুরুত্ব সহকারে কাছিম দুটিকে গুরুত্ব সহকারে যেভাবে সমুদ্রে ফিরিয়ে দিল, এটা অত্যন্ত প্রশংসনীয়। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
advertisement
advertisement