advertisement

Indian Railways Stoppage Change: অফিস হোক বা স্কুল -কলেজ এবার নিজের স্টেশন থেকেই উঠতে পারবেন ট্রেনে, ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে ট্রেনের স্টপেজ

Last Updated:
Indian Railways Stoppage Change সিউড়ি থেকে অন্ডাল, বদলে গেল একগুচ্ছ ট্রেনের স্টপেজ! ফেব্রুয়ারি থেকেই নয়া সুবিধা দিচ্ছে পূর্ব রেল
1/5
রেল যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেস এবং মেমু ট্রেনের জন্য 'পরীক্ষামূলক স্টপেজ' ঘোষণা করা হয়েছে। মূলত অন্ডাল, সিউড়ি, উখরা এবং সীতারামপুরের মতো স্টেশনগুলোতে এই নতুন পরিষেবা চালু হচ্ছে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
রেল যাত্রীদের যাতায়াত আরও সহজ করতে বড় পদক্ষেপ নিল পূর্ব রেল। যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা পূরণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেস এবং মেমু ট্রেনের জন্য 'পরীক্ষামূলক স্টপেজ' ঘোষণা করা হয়েছে। মূলত অন্ডাল, সিউড়ি, উখরা এবং সীতারামপুরের মতো স্টেশনগুলোতে এই নতুন পরিষেবা চালু হচ্ছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
বীরভূমের সিউড়ি স্টেশনের গুরুত্ব বাড়িয়ে সেখানে দূরপাল্লার তিনটি বড় ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে। কামাখ্যা-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস (১২৫৫১/১২৫৫২) এবং চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস (২২৬১১/২২৬১২) এখন থেকে সিউড়ি স্টেশনে থামবে। এর ফলে দক্ষিণ ভারত এবং উত্তরবঙ্গের সাথে বীরভূম জেলার যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটবে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বীরভূমের সিউড়ি স্টেশনের গুরুত্ব বাড়িয়ে সেখানে দূরপাল্লার তিনটি বড় ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে। কামাখ্যা-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস (১২৫৫১/১২৫৫২) এবং চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস (২২৬১১/২২৬১২) এখন থেকে সিউড়ি স্টেশনে থামবে। এর ফলে দক্ষিণ ভারত এবং উত্তরবঙ্গের সাথে বীরভূম জেলার যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটবে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে মেমু ট্রেনের স্টপেজ বাড়ানো হয়েছে। শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেস (১৩১৭৯/১৩১৮০) এখন থেকে উখরা এবং চিনপাই উভয় স্টেশনেই থামবে। এছাড়াও বর্ধমান-আসানসোল প্যাসেঞ্জার ট্রেনের জন্য ঈশান চণ্ডী হল্ট এ স্টপেজ দেওয়া হয়েছে, যা স্থানীয় নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে মেমু ট্রেনের স্টপেজ বাড়ানো হয়েছে। শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেস (১৩১৭৯/১৩১৮০) এখন থেকে উখরা এবং চিনপাই উভয় স্টেশনেই থামবে। এছাড়াও বর্ধমান-আসানসোল প্যাসেঞ্জার ট্রেনের জন্য ঈশান চণ্ডী হল্ট এ স্টপেজ দেওয়া হয়েছে, যা স্থানীয় নিত্যযাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
উত্তর ভারতের সাথে সংযোগকারী রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস এখন থেকে অন্ডাল স্টেশনে রাত ২৩:৪৫ মিনিটে থামবে। পাশাপাশি, হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেসের জন্য সীতারামপুর স্টেশনে স্টপেজ বরাদ্দ করা হয়েছে। এই স্টেশনগুলিতে ট্রেন থামার ফলে শিল্পাঞ্চলের যাত্রীদের আর দূরবর্তী স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হবে না। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
উত্তর ভারতের সাথে সংযোগকারী রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস এখন থেকে অন্ডাল স্টেশনে রাত ২৩:৪৫ মিনিটে থামবে। পাশাপাশি, হাওড়া-কাঠগোদাম বাঘ এক্সপ্রেসের জন্য সীতারামপুর স্টেশনে স্টপেজ বরাদ্দ করা হয়েছে। এই স্টেশনগুলিতে ট্রেন থামার ফলে শিল্পাঞ্চলের যাত্রীদের আর দূরবর্তী স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হবে না।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পরিষেবাগুলি ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ধাপে ধাপে কার্যকর হবে। তবে চেন্নাই-এনজিপি রুটের ট্রেনগুলির স্টপেজ ৫ এবং ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্টপেজগুলি আপাতত পরীক্ষামূলক। যাত্রীদের সাড়া পাওয়া গেলে ভবিষ্যতে এগুলি স্থায়ী করার পরিকল্পনা রয়েছে। তবে এই নতুন স্টপেজ ছাড়া ট্রেনগুলোর বাকি স্টেশনের সময়সূচী অপরিবর্তিত থাকবে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পরিষেবাগুলি ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ধাপে ধাপে কার্যকর হবে। তবে চেন্নাই-এনজিপি রুটের ট্রেনগুলির স্টপেজ ৫ এবং ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্টপেজগুলি আপাতত পরীক্ষামূলক। যাত্রীদের সাড়া পাওয়া গেলে ভবিষ্যতে এগুলি স্থায়ী করার পরিকল্পনা রয়েছে। তবে এই নতুন স্টপেজ ছাড়া ট্রেনগুলোর বাকি স্টেশনের সময়সূচী অপরিবর্তিত থাকবে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement