advertisement

Dilip Ghosh: চায়ে পে চর্চার পর কাটোয়ায় ফুলকপি হাতে! খোশ মেজাজে ধরা দিলেন দিলীপ ঘোষ 

Last Updated:
Dilip Ghosh: নিজের হাতে ফুলকপি তুলে নিয়ে বেশ খুশি হতে দেখা যায় দিলীপ ঘোষকে। তিনি বলেন, “ফুলকপিটা বেশ ভাল। মনে হয় দু’দিন আগের তোলা। খুবই টাটকা সবজি।”
1/5
সাত সকালেই কাটোয়া শহরের রাস্তায় মর্নিং ওয়াক করতে দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। সঙ্গে ছিলেন দলের বেশ কয়েকজন কর্মী-সমর্থক। হেঁটে হেঁটে শহর পরিদর্শনের ফাঁকে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
সাত সকালেই কাটোয়া শহরের রাস্তায় মর্নিং ওয়াক করতে দেখা গেল বিজেপি নেতা দিলীপ ঘোষকে। সঙ্গে ছিলেন দলের বেশ কয়েকজন কর্মী-সমর্থক। হেঁটে হেঁটে শহর পরিদর্শনের ফাঁকে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলতে দেখা যায় তাঁকে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
মর্নিং ওয়াকের পর কাটোয়া স্টেশন সংলগ্ন এলাকায় কর্মীদের নিয়ে শুরু হয় ‘চায়ে পে চর্চা’।খোশমেজাজে দুধ চায়ের চুমুকের সঙ্গে চলে বিস্কুট খাওয়া ও হালকা আড্ডা। রাজনৈতিক আলোচনার পাশাপাশি সকালবেলার এই চা পর্বে ছিল এক আলাদা আমেজ।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
মর্নিং ওয়াকের পর কাটোয়া স্টেশন সংলগ্ন এলাকায় কর্মীদের নিয়ে শুরু হয় ‘চায়ে পে চর্চা’।খোশমেজাজে দুধ চায়ের চুমুকের সঙ্গে চলে বিস্কুট খাওয়া ও হালকা আড্ডা। রাজনৈতিক আলোচনার পাশাপাশি সকালবেলার এই চা পর্বে ছিল এক আলাদা আমেজ।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
চা শেষ করে আবার হাঁটা শুরু করেন দিলীপ ঘোষ। সার্কাস ময়দান রোড ধরে এগোতেই চোখে পড়ে একেবারে অন্য ছবি। সকালবেলার রাস্তার ধারের বাজারে ঢুকে পড়ে সবজি কিনতে দেখা যায় তাঁকে। ফুলকপি, বাঁধাকপি, কাঁচালঙ্কা সহ একাধিক টাটকা সবজি কেনেন তিনি।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
চা শেষ করে আবার হাঁটা শুরু করেন দিলীপ ঘোষ। সার্কাস ময়দান রোড ধরে এগোতেই চোখে পড়ে একেবারে অন্য ছবি। সকালবেলার রাস্তার ধারের বাজারে ঢুকে পড়ে সবজি কিনতে দেখা যায় তাঁকে। ফুলকপি, বাঁধাকপি, কাঁচালঙ্কা সহ একাধিক টাটকা সবজি কেনেন তিনি।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
নিজের হাতে ফুলকপি তুলে নিয়ে বেশ খুশি হতে দেখা যায় দিলীপ ঘোষকে। তিনি বলেন, “ফুলকপিটা বেশ ভাল। মনে হয় দু’দিন আগের তোলা। খুবই টাটকা সবজি।” নেতার মুখে সবজির প্রশংসা শুনে আশপাশের মানুষজনের মধ্যেও হাসি-খুশির রেশ ছড়িয়ে পড়ে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
নিজের হাতে ফুলকপি তুলে নিয়ে বেশ খুশি হতে দেখা যায় দিলীপ ঘোষকে। তিনি বলেন, “ফুলকপিটা বেশ ভাল। মনে হয় দু’দিন আগের তোলা। খুবই টাটকা সবজি।” নেতার মুখে সবজির প্রশংসা শুনে আশপাশের মানুষজনের মধ্যেও হাসি-খুশির রেশ ছড়িয়ে পড়ে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
এরপর সার্কাস ময়দান রোড ধরেই হেঁটে নিজের গন্তব্যে পৌঁছে যান দিলীপ ঘোষ। তাঁকে দেখতে ও ছবি তুলতে সাধারণ মানুষের মধ্যেও ছিল স্পষ্ট উত্তেজনা। সব মিলিয়ে কাটোয়ায় মর্নিং ওয়াক, চায়ে পে চর্চা আর ফুলকপি কেনার মধ্য দিয়েই যেন একেবারে ঘরোয়া মেজাজে তাঁকে দেখা গেল।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
এরপর সার্কাস ময়দান রোড ধরেই হেঁটে নিজের গন্তব্যে পৌঁছে যান দিলীপ ঘোষ। তাঁকে দেখতে ও ছবি তুলতে সাধারণ মানুষের মধ্যেও ছিল স্পষ্ট উত্তেজনা। সব মিলিয়ে কাটোয়ায় মর্নিং ওয়াক, চায়ে পে চর্চা আর ফুলকপি কেনার মধ্য দিয়েই যেন একেবারে ঘরোয়া মেজাজে তাঁকে দেখা গেল।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
advertisement