Birbhum News:সিউড়ির জঙ্গল থেকে উদ্ধার শিশুকন্যা, নাম রাখা হল 'বনশ্রী', দত্তক প্রক্রিয়ার পথে প্রশাসন
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
স্থানীয় গ্রামবাসীরা রান্নার জন্য কাঠ কুড়োতে গিয়ে জঙ্গলের মধ্যে চাদরে মোড়া একটি সদ্যোজাত শিশুকন্যাকে পড়ে থাকতে দেখেন।
advertisement
জানা যায়, সেদিন শান্তনু দত্ত-সহ কয়েকজন যুবক জঙ্গলে পিকনিক করতে গিয়েছিলেন। গ্রামবাসীরা ছুটে গিয়ে তাঁদের শিশুটি সম্পর্কে জানান। তাঁরা দ্রুত শিশুটিকে দেখতে যান। যোগাযোগ করা হয় সিউড়ি থানার সঙ্গে। পুলিশের নির্দেশ মেনে শিশুটিকে উদ্ধার করে যুবকরা সিউড়ি স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অসুস্থ নবজাতক পরিচর্যা কেন্দ্র (SNCU) তে কয়েকদিন চিকিৎসাধীন ছিল শিশুটি। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
হোম কর্তৃপক্ষ শিশুটির নাম রেখেছে 'বনশ্রী'। জঙ্গল থেকে উদ্ধারের স্মৃতি মাথায় রেখেই এই নামকরণ করা হয়েছে বলে জানান আধিকারিকরা। জেলা শিশু সুরক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, গত ২০ তারিখ শিশুটিকে 'ফিট ফর অ্যাডপশন' ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই শিশুটির মা বাবাকে খুঁজে পাওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement









