Bhutan Route: ঘুরপথের ভোগান্তি শেষ! সরাসরি পথে অল্প সময়ে পৌঁছন ভুটান, খুলছে নতুন রাস্তা! বাঁচবে সময় ও খরচ দুই-ই
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Bhutan Route: ভারত ও ভুটানের মাঝে সংযোগ মজবুত করতে পাশাখা শিল্পাঞ্চলের জন্য তৈরি হচ্ছে নতুন রাস্তা। এতে পণ্য পরিবহন, শ্রমিক যাতায়াত ও সীমান্ত বাণিজ্যে গতি আসবে। এলাকার আর্থসামাজিক উন্নয়নের নতুন দিগন্ত খুলছে
advertisement
ভুটানের পাশাখা শিল্পাঞ্চল এবং ভারতের বাঙ্গেএলাকার মাঝে তৈরি হচ্ছে রাস্তা। এই কাজ দেখে খুশি এলাকার বাসিন্দারা। এই এলাকায় বর্তমানে এসএসবি, কাস্টমস এর চেক পোস্ট রয়েছে। ভুটানের দিকে ভুটান পুলিশের চেকপোস্ট রয়েছে। ব্যবসায়িক দিক থেকে এই এলাকার গুরুত্বও অপরিসীম। পাশাখা শিল্পাঞ্চল যাওয়ার রাস্তায় ভারতের বাঙ্গে এলাকায় সরকারি দফতরের কার্যালয় গড়ে উঠছে
advertisement
advertisement
advertisement








