advertisement

Arijit Singh: তিনি স্রেফ মিউজিকের মানুষ! তৈরি করেছেন অদিতি সুর সাধনালয়! কোথায় জানেন?

Last Updated:
Arijit Singh: তিনি গায়ক অরিজিৎ সিং ।এখন শিরোনামে। কেরিয়ারের শুরুটাও ছিল দ্রুত। তবু সেই শুরুর দিনেই তিনি দেখিয়েছিলেন নির্মোহতা কী। অ্যাশ কিংয়ের গলায় ‘তি আ মো’ গানটি গাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, সুরকার প্রীতমকে রাজি করান।
1/6
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: তিনি গায়ক অরিজিৎ সিং ।এখন শিরোনামে। কেরিয়ারের শুরুটাও ছিল দ্রুত। তবু সেই শুরুর দিনেই তিনি দেখিয়েছিলেন নির্মোহতা কী। অ্যাশ কিংয়ের গলায় ‘তি আ মো’ গানটি গাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, সুরকার প্রীতমকে রাজি করান।
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: তিনি গায়ক অরিজিৎ সিং ।এখন শিরোনামে। কেরিয়ারের শুরুটাও ছিল দ্রুত। তবু সেই শুরুর দিনেই তিনি দেখিয়েছিলেন নির্মোহতা কী। অ্যাশ কিংয়ের গলায় ‘তি আ মো’ গানটি গাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, সুরকার প্রীতমকে রাজি করান।
advertisement
2/6
‘মোহ মোহ কে ধাগে’ গানটি পাপনের জন্য ছেড়ে দেওয়া। নিজের জায়গা ছেড়ে দেওয়ার সাহস খুব কম শিল্পীরই থাকে। অরিজিতের মনে হয়েছিল, এই গান অন্য কেউ আরও ভাল গাইবে। শিল্পসত্তা যদি নির্মোহ না হয়, এমন সিদ্ধান্ত সম্ভব নয়।
‘মোহ মোহ কে ধাগে’ গানটি পাপনের জন্য ছেড়ে দেওয়া। নিজের জায়গা ছেড়ে দেওয়ার সাহস খুব কম শিল্পীরই থাকে। অরিজিতের মনে হয়েছিল, এই গান অন্য কেউ আরও ভাল গাইবে। শিল্পসত্তা যদি নির্মোহ না হয়, এমন সিদ্ধান্ত সম্ভব নয়।
advertisement
3/6
আজ সেই মানুষটিই নিজের কেরিয়ারের শিখরে দাঁড়িয়ে সিনেমার প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন। অথচ প্রাপ্তির খাতায় কী নেই তাঁর? আটটি ফিল্মফেয়ার, কিশোর কুমারের পাশে তাঁর নাম। দুটি জাতীয় পুরস্কার। ২০২৫ সালে পদ্মশ্রী। আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি। প্রশ্ন ওঠে, আর কী পাওয়ার বাকি? হয়তো অস্কার, হয়তো গ্র্যামি। কিংবা তারও বেশি, নিজের সঙ্গীতকে নতুন ভাষা দেওয়া।
আজ সেই মানুষটিই নিজের কেরিয়ারের শিখরে দাঁড়িয়ে সিনেমার প্লেব্যাক থেকে সরে দাঁড়ালেন। অথচ প্রাপ্তির খাতায় কী নেই তাঁর? আটটি ফিল্মফেয়ার, কিশোর কুমারের পাশে তাঁর নাম। দুটি জাতীয় পুরস্কার। ২০২৫ সালে পদ্মশ্রী। আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি। প্রশ্ন ওঠে, আর কী পাওয়ার বাকি? হয়তো অস্কার, হয়তো গ্র্যামি। কিংবা তারও বেশি, নিজের সঙ্গীতকে নতুন ভাষা দেওয়া।
advertisement
4/6
ইতিমধ্যেই ইঙ্গিত মিলছে সেই পথের। ২০২৩ সালে তৈরি হয়েছে ‘অদিতি সুর সাধনালয়’ মায়ের নামে গড়া এক সঙ্গীত শিক্ষাকেন্দ্র, যেখানে শিশুদের প্রতিভা খুঁজে নিয়ে তাকে যত্নে বড় করার স্বপ্ন। পাটিয়ালা ঘরানার ক্লাসিক্যাল সংগীতে তাঁর গভীর আগ্রহ, অনুষ্কা শঙ্করের সঙ্গে বাইনারাল সাউন্ড নিয়ে পরীক্ষার পরিকল্পনা। সব মিলিয়ে স্পষ্ট, তিনি সিনেমার ইন্ডাস্ট্রির নন; তিনি স্রেফ মিউজিকের মানুষ।
ইতিমধ্যেই ইঙ্গিত মিলছে সেই পথের। ২০২৩ সালে তৈরি হয়েছে ‘অদিতি সুর সাধনালয়’ মায়ের নামে গড়া এক সঙ্গীত শিক্ষাকেন্দ্র, যেখানে শিশুদের প্রতিভা খুঁজে নিয়ে তাকে যত্নে বড় করার স্বপ্ন। পাটিয়ালা ঘরানার ক্লাসিক্যাল সংগীতে তাঁর গভীর আগ্রহ, অনুষ্কা শঙ্করের সঙ্গে বাইনারাল সাউন্ড নিয়ে পরীক্ষার পরিকল্পনা। সব মিলিয়ে স্পষ্ট, তিনি সিনেমার ইন্ডাস্ট্রির নন; তিনি স্রেফ মিউজিকের মানুষ।
advertisement
5/6
লাকি আলি এখন আর প্লেব্যাক করেন না, তবু তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। অনুষ্কা শঙ্কর সিনেমায় গান না গেয়েও বিশ্বমানের শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে মাইকেল জ্যাকসনের উদাহরণও সামনে আসে। সম্ভবত সেই পথেই হাঁটছেন অরিজিৎ—নিজের মতো করে, নিজের শর্তে শিল্পে অবদান রেখে যাওয়ার লক্ষ্যেই।
লাকি আলি এখন আর প্লেব্যাক করেন না, তবু তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। অনুষ্কা শঙ্কর সিনেমায় গান না গেয়েও বিশ্বমানের শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আন্তর্জাতিক ক্ষেত্রে মাইকেল জ্যাকসনের উদাহরণও সামনে আসে। সম্ভবত সেই পথেই হাঁটছেন অরিজিৎ—নিজের মতো করে, নিজের শর্তে শিল্পে অবদান রেখে যাওয়ার লক্ষ্যেই।
advertisement
6/6
অরিজিৎ অনুগামীদের কথায়, রাজসিংহাসন ছেড়ে দেওয়া মানেই হারিয়ে যাওয়া নয়। কখনও কখনও তা আরও বড় যাত্রার শুরু। হয়তো ঠিক সেই কারণেই এই বিদায় এতটা ভারী—কারণ এটা শেষ নয়। এক নতুন সুরের প্রথম রেওয়াজের মতো।
অরিজিৎ অনুগামীদের কথায়, রাজসিংহাসন ছেড়ে দেওয়া মানেই হারিয়ে যাওয়া নয়। কখনও কখনও তা আরও বড় যাত্রার শুরু। হয়তো ঠিক সেই কারণেই এই বিদায় এতটা ভারী—কারণ এটা শেষ নয়। এক নতুন সুরের প্রথম রেওয়াজের মতো।
advertisement
advertisement
advertisement