Kaushiki Amavasya Temple: বটগাছের নীচে জাগ্রত কালীমন্দির, কৌশিকী অমাবস্যায় পুজো দিতে উপচে পড়ে ভক্তদের ভিড়
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kaushiki Amavasya Temple: এই মন্দিরের পুজো দিলে মনস্কামনা পূর্ণ হবে আপনার, তাই ঘুরে আসুন।
আসানসোল শহর। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে পরিচিত এই আসানসোল। মূলত কয়লা ও ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত। এই আসানসোল স্টেশনে বহু দূর দুরান্ত থেকে লোকজন আসেন। কেউ আসেন কর্মসূত্রে কেউবা আসেন ঘুরতে। তাই প্রত্যেকদিনই হাজার লোকের সমাগম ঘটে এই আসানসোল স্টেশনে।(ছবি ও তথ্য- রিন্টু পাঁজা আসানসোল)
advertisement
আসানসোল শহর থেকে হাতে গোনা মাত্র ১৫ কিলোমিটারের মধ্যে রয়েছে সালানপুর কালী তলা মন্দির। প্রায় ১০০ বছরের কাছাকাছি পুরনো মন্দির বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে । মন্দির ঢুকতেই সামনে একটি তোরণ করা রয়েছে। যে তোরণের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন হাতের কাজ এর নকশা দিয়ে দেবদেবীদের ছবি। এ মন্দিরে পাবেন এক যুগে বেশ কয়েকটি দেবদেবীর দর্শন। তাই দেরি না করে আজই চলে আসুন।(ছবি ও তথ্য -রিন্টু পাঁজা আসানসোল)
advertisement
মন্দির গেট ঢুকেই বামদিকে একদম সামনেই আছে বজরংবালি মন্দির। পাশে রয়েছে একটি প্রাচীন বটগাছ। বটগাছের পাশেই রয়েছে এই মন্দিরটি। বড় গাছের ঝুড়ি নেমেছে চারিদিকে। এই মন্দিরের পাশে বট গাছ সংলগ্ন এলাকায় রয়েছে সিদ্ধিদাতা গণেশ এর মন্দির।(ছবি ও তথ্য- রিন্টু পাঁজা আসানসোল)
advertisement
মন্দির ঢুকেই বামদিকে রয়েছে একটি শিবের মন্দির এটিও বটগাছের নিচে রয়েছে। পাশাপাশি রয়েছে একটি গণেশের মন্দির। এই মন্দিরে আসলেই আপনার মন জুড়িয়ে যাবে বটগাছের শান্ত ও স্নিগ্ধ ঠাণ্ডা বাতাসের পরিবেশে। গ্রীষ্মকালে এলাকার সাধারণ মানুষ ওখানে বসে সময় কাটান। এই মন্দিরে শ্রাবণ মাসের পাশাপাশি প্রত্যেক দিনই একরকম ভক্তরা এসে শিবের পুজো করেন কেউ কেউ আবার জলও ঢালেন।(ছবি ও তথ্য- রিন্টু পাঁজা আসানসোল)
advertisement
মন্দিরের শেষ প্রান্তে রয়েছে একটি জাগ্রত কালী মন্দির। যেখানে প্রত্যেক অমাবস্যা তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। দুর্গাপুর থেকে পুরোহিত এসে এখানে পুজো করেন। এই কৌশিকী অমাবস্যার তিথিতে এখানে আপনি এসে মায়ের পুজো দিতে পারেন। যারা হয়ত কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যেতে পারে না তারা এই জাগ্রত কালীমন্দিরে পুজো দিতে পারেন। কথিত আছে এখানে পুজো দিলে মনষ্কামনা পূর্ণ হয়।(ছবি ও তথ্য- রিন্টু পাঁজা আসানসোল)