Andal Airport: পুজোর আগেই শুরু হচ্ছে অন্ডাল-বাগডোগরা বিমান পরিষেবা, কত ভাড়া জেনে রাখুন
- Published by:Siddhartha Sarkar
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Andal-Bagdogra Flight | অন্ডাল বিমানবন্দর থেকে বাগডোগরা সরাসরি বিমান চালু হলে, তা যাত্রীদের জন্য অনেক সুবিধাজনক হবে।
নয়ন ঘোষ, দুর্গাপুর: পুজোয় উত্তরবঙ্গ বা পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে? কিন্তু টিকিট পাননি? আর চিন্তা করতে হবে না। এবার দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ আরও নিবিড় হচ্ছে। দক্ষিণবঙ্গের আরও কাছাকাছি আসছে উত্তরবঙ্গ। কারণ পুজোর আগে বাঙালির জন্য উপহার নিয়ে হাজির অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর। চলতি মাসেই শুরু হচ্ছে অন্ডাল বাগডোগরা বিমান পরিষেবা।
advertisement
আগামী ৩০ অগাস্ট থেকে অন্ডাল থেকে বাগডোগরা বিমান পরিষেবা চালু হবে। পুজোর মরশুম আসছে। এই সময় পর্যটকদের একটা বড় অংশ উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু ট্রেনের টিকিট পেতে গিয়ে সমস্যার অভিযোগ তোলেন পর্যটকরা। বিভিন্ন ট্রেনে এই সময় টিকিট পাওয়া দুষ্কর হয়ে ওঠে। বন্দে ভারতের মতো ট্রেন চলাচল করলেও অনেক যাত্রীর ট্রেনের সময়সূচি নিয়ে সমস্যা রয়েছে।
advertisement
সেই জায়গায় দাঁড়িয়ে অন্ডাল বিমানবন্দর থেকে বাগডোগরা সরাসরি বিমান চালু হলে, তা যাত্রীদের জন্য অনেক সুবিধাজনক হবে। বিশেষ করে এমন সময় বাড়তি পর্যটকদের ভিড় সামাল দিতে অন্ডাল থেকে নতুন এই বিমান পরিষেবা জনপ্রিয় হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। বিমানবন্দর সূত্রে খবর, আগামী ৩০ অগাস্ট থেকে অন্ডাল বাগডোগরা পরিষেবা শুরু হচ্ছে প্রাথমিকভাবে সপ্তাহে চারদিন এই বিমান পরিষেবা পাওয়া যাবে। অন্ডাল বাগডোগরা বিমান চলবে সোমবার, বুধবার শুক্রবার এবং রবিবার।
advertisement
জানা গিয়েছে, বিমানটি অন্ডালের কাজী নজরুল বিমানবন্দর থেকে ছাড়বে দুপুর ১:১৫ মিনিট নাগাদ। যা বাগডোগরা পৌঁছাবে ২:২০ মিনিটে। আবার ২:৫৫ মিনিটে বাগডোগরা থেকে ছেড়ে বিমানটি অন্ডাল পৌঁছবে বিকেল ৪:০৬ মিনিটে। কিন্তু অন্ডাল বাগডোগরা বিমানে ভাড়া কেমন রাখা হয়েছে? বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে অন্ডাল বাগডোগরা বিমানের ভাড়া ধার্য করা হয়েছে ৩৪৯৯ টাকা। তার সঙ্গে দিতে হবে ট্যাক্স।
advertisement