দোষী সাব্যস্ত গুরমিত রাম রহিম, রায় ঘোষণার পর অশান্তিতে জ্বলছে পঞ্জাব-হরিয়ানা-দিল্লি

Last Updated:
ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ‘গডম্যান’ গুরমিত রাম রহিম সিং ৷ পাঁচকুলায় সিবিআই-এর বিশেষ আদালত এই রায় দিয়েছে শুক্রবার ৷ আগামী ২৮ অগাস্ট গুরমিতের সাজা ঘোষণা করবে আদালত ৷
1/7
ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ‘গডম্যান’ গুরমিত রাম রহিম সিং ৷ পাঁচকুলায় সিবিআই-এর বিশেষ আদালত এই রায় দিয়েছে শুক্রবার ৷ আগামী ২৮ অগাস্ট গুরমিতের সাজা ঘোষণা করবে আদালত ৷
ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত ‘গডম্যান’ গুরমিত রাম রহিম সিং ৷ পাঁচকুলায় সিবিআই-এর বিশেষ আদালত এই রায় দিয়েছে শুক্রবার ৷ আগামী ২৮ অগাস্ট গুরমিতের সাজা ঘোষণা করবে আদালত ৷
advertisement
2/7
রায় ঘোষণার পরই দিকে দিকে ছড়িয়ে পড়ে অশান্তি ৷ ডেরা সাচ্চা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের অনুরাগীদের তাণ্ডবে অশান্ত পঞ্জাব-হরিয়ানা ৷
রায় ঘোষণার পরই দিকে দিকে ছড়িয়ে পড়ে অশান্তি ৷ ডেরা সাচ্চা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের অনুরাগীদের তাণ্ডবে অশান্ত পঞ্জাব-হরিয়ানা ৷
advertisement
3/7
ইতিমধ্যেই অশান্তিতে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে ৷ জখম ২০০-এরও বেশি ৷ পাঁচকুলা ও লাগোয়া এলাকায় হিংসার ঘটনায় জরুরি বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷
ইতিমধ্যেই অশান্তিতে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে ৷ জখম ২০০-এরও বেশি ৷ পাঁচকুলা ও লাগোয়া এলাকায় হিংসার ঘটনায় জরুরি বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷
advertisement
4/7
ধারালো অস্ত্র হাতে হামলা ডেরা অনুগামীরা একাধিক জায়গায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় ৷ চণ্ডীগড়ে একটি সিনেমা হল, শপিং মলে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ দিল্লিতেও সাতটি জায়গা থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে ৷ আনন্দ বিহার স্টেশনে ট্রেনে আগুন ধরিয়ে দেয় রাম রহিমের অনুগামীরা ৷
ধারালো অস্ত্র হাতে হামলা ডেরা অনুগামীরা একাধিক জায়গায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় ৷ চণ্ডীগড়ে একটি সিনেমা হল, শপিং মলে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ দিল্লিতেও সাতটি জায়গা থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে ৷ আনন্দ বিহার স্টেশনে ট্রেনে আগুন ধরিয়ে দেয় রাম রহিমের অনুগামীরা ৷
advertisement
5/7
রায় ঘোষণার পরই বিদ্যুৎহীন হয়ে যায় হরিয়ানা ৷ পঞ্জাব ও হরিয়ানায় ২টি রাজ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে ৷ দিল্লি, উত্তর প্রদেশেও জারি হাই অ্যালার্ট ৷ উত্তপ্ত সিরসায় মোতায়েন বাড়তি বাহিনী ৷ ভাটিন্ডা, সাংরুর,পাতিয়ালায় জারি কার্ফু ৷
রায় ঘোষণার পরই বিদ্যুৎহীন হয়ে যায় হরিয়ানা ৷ পঞ্জাব ও হরিয়ানায় ২টি রাজ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে ৷ দিল্লি, উত্তর প্রদেশেও জারি হাই অ্যালার্ট ৷ উত্তপ্ত সিরসায় মোতায়েন বাড়তি বাহিনী ৷ ভাটিন্ডা, সাংরুর,পাতিয়ালায় জারি কার্ফু ৷
advertisement
6/7
পাঁচকুলায় অতিরিক্ত ৬ কলাম সেনা মোতায়েন করা হয়েছে ৷ অশান্তি সামলাতে শূন্যে গুলি চালানোর সঙ্গে সঙ্গে কাঁদানে গ্যাসের শেলও ছুঁড়ছে পুলিশ ৷ পঞ্জাবের দুটি রেলস্টেশনে আগুন ধরিয়ে দেয় ।
পাঁচকুলায় অতিরিক্ত ৬ কলাম সেনা মোতায়েন করা হয়েছে ৷ অশান্তি সামলাতে শূন্যে গুলি চালানোর সঙ্গে সঙ্গে কাঁদানে গ্যাসের শেলও ছুঁড়ছে পুলিশ ৷ পঞ্জাবের দুটি রেলস্টেশনে আগুন ধরিয়ে দেয় ।
advertisement
7/7
অন্যদিকে, রোহতকে নিয়ে যাওয়া হল রাম রহিমকে ৷ স্পেশাল চপারে করে সুনরিয়া জেলে আনা হয়েছে তাঁকে ৷ জেলের এক কিমি ঘিরে রেখেছে সিআইএসএফ ৷ ২০০২ সালে ঘটে ধর্ষণের ঘটনাটি। বহুদিন ধরে মামলা চলার পর অবশেষে আজ, শুক্রবার হল মামলার রায়দান
অন্যদিকে, রোহতকে নিয়ে যাওয়া হল রাম রহিমকে ৷ স্পেশাল চপারে করে সুনরিয়া জেলে আনা হয়েছে তাঁকে ৷ জেলের এক কিমি ঘিরে রেখেছে সিআইএসএফ ৷ ২০০২ সালে ঘটে ধর্ষণের ঘটনাটি। বহুদিন ধরে মামলা চলার পর অবশেষে আজ, শুক্রবার হল মামলার রায়দান
advertisement
advertisement
advertisement