একের পর এক ওবি ভ্যান জ্বলছে। প্রাণ হাতে করে পালাচ্ছেন সাংবাদিকরা। পালাচ্ছে পুলিশও। পাথর ছুড়তে ছুড়তে এগিয়ে আসছে বিক্ষোভকারীরা। সংঘর্ষে নিহতের লাশ পড়ে রইল রাস্তাতেই। পুড়ে ছাই অ্যাম্বুল্যান্স, সংবাদমাধ্যমের ওবি ভ্যান ৷ এমন ভয়াবহ দৃশ্যের সাক্ষী হরিয়ানা, শুধুমাত্র এক ‘বাবা’ ধর্ষক হিসেবে দোষী সাব্যস্ত হওয়ায় ৷ Photo: PTI