advertisement
শুক্রবার অসমের কোকরাঝাড়ে জঙ্গি হানায় মৃত্যু হয়েছিল কমপক্ষে ১৪ জনের ৷ আচমকা গ্রেনেড বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা ৷ এরপরই এলোপাথারি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ সন্দেহভাজন ব্যক্তিকে বিস্ফোরণ হওয়ার কিছুক্ষণ আগে ওই এলাকায় ঘুরতে দেখা যায় ৷ পিঠে একটি ব্যাকপ্যাক ছিল তার ৷ তার হাতে একটি রাইফেল ছিল ৷
advertisement
advertisement
নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে সন্দেহভাজন ওই ব্যক্তির ৷ পুলিশ সূত্রে খবর, সেনার পোশাকে চার-পাঁচ জন জঙ্গি মিলে এই হামলা চালিয়েছে ৷ হামলার খবর পেয়ে পরিস্থিতি মোকাবিলায় তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তারক্ষীদের এক বিশেষ দল ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে ৷ বাকি জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুণি তল্লাশি চালাচ্ছে সেনা ৷ হামলার পিছনে NDFB (S) গোষ্ঠী অর্থাৎ বড়ো জঙ্গিদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে ৷