IN PICS: মুঙ্গেরে ২২৫ ফুট কুয়োয় পড়ে গেল ৩ বছরের শিশু, চলছে উদ্ধারকাজ

Last Updated:
মুঙ্গেরে ২২৫ ফুট কুয়োর ১১০ফুটে আটকে আছে ৩ বছরের সানা, উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা ৷
1/8
বাড়ির সামনে খেলা করছিল ৩ বছরের সানা  । খেলতে খেলতেই প্রায় ২২৫ ফুট গভীর একটি নির্মীয়মাণ কুয়োর মধ্যে পড়ে যায় ৩ বছরের ওই শিশু । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের মুঙ্গের জেলায় । (Image: ANI)
বাড়ির সামনে খেলা করছিল ৩ বছরের সানা । খেলতে খেলতেই প্রায় ২২৫ ফুট গভীর একটি নির্মীয়মাণ কুয়োর মধ্যে পড়ে যায় ৩ বছরের ওই শিশু । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের মুঙ্গের জেলায় । (Image: ANI)
advertisement
2/8
প্রায় ২২৫ ফুট গভীর কুয়োর ১১০ফুটে আটকে আছে  সানা । সন্তানকে ক্রমাগত অভয় দিয়ে যাচ্ছেন সান্নোর মা । (Image: News18)
প্রায় ২২৫ ফুট গভীর কুয়োর ১১০ফুটে আটকে আছে সানা । সন্তানকে ক্রমাগত অভয় দিয়ে যাচ্ছেন সান্নোর মা । (Image: News18)
advertisement
3/8
৩১ জুলাই, মঙ্গলবার দুপুরবেলায় এই দুর্ঘটনার যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ । উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা ।
৩১ জুলাই, মঙ্গলবার দুপুরবেলায় এই দুর্ঘটনার যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ । উদ্ধারকাজ চালাচ্ছে রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনীর সদস্যরা ।
advertisement
4/8
ওই কুয়োর চারপাশে রডের বেষ্টনী লাগানো আছে যাতে শিশুটি আরও গভীরে না পড়ে যায় ।
ওই কুয়োর চারপাশে রডের বেষ্টনী লাগানো আছে যাতে শিশুটি আরও গভীরে না পড়ে যায় ।
advertisement
5/8
উদ্ধারকাজ সম্পূর্ণ হতে আরও ৪-৫ ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন মোকাবিলা বাহিনী
উদ্ধারকাজ সম্পূর্ণ হতে আরও ৪-৫ ঘন্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন মোকাবিলা বাহিনী
advertisement
6/8
সানা এই মুহূর্তে নিরাপদেই আছে বলে জানিয়েছেন মুঙ্গেরের ডিআইজি জীতেন্দ্র মিশ্র । তার মায়ের ডাকেও সে সাড়া দিচ্ছে ।
সানা এই মুহূর্তে নিরাপদেই আছে বলে জানিয়েছেন মুঙ্গেরের ডিআইজি জীতেন্দ্র মিশ্র । তার মায়ের ডাকেও সে সাড়া দিচ্ছে ।
advertisement
7/8
গ্লুকোজের জল দেওয়া হচ্ছে সানাকে।
গ্লুকোজের জল দেওয়া হচ্ছে সানাকে।
advertisement
8/8
প্রায় ২২৫ ফুট গভীর কুয়োর ১১০ফুটে আটকে আছে সানা । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের মুঙ্গের জেলায়
প্রায় ২২৫ ফুট গভীর কুয়োর ১১০ফুটে আটকে আছে সানা । এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিহারের মুঙ্গের জেলায়
advertisement
advertisement
advertisement