YZF-R15S V3.0: Yamaha R15S-এর কথা ভোলেননি তো? আবার আসছে বাজারে, সিট সেই আগের মতোই

Last Updated:
YZF-R15S V3.0 Launched: স্পোর্টস বাইকে সাধারণত স্প্লিট সিট থাকে। তবে এই মডেলের আগের ভার্সনে ছিল ইউনিবডি সিট। ফলে পিলিয়ন-এর সফর আরামদায়ক হবে আবার।
1/6
R15S. Yamaha-র এই মডেল-এর খোঁজ এখনও অনেকে করেন। তবে ইয়ামাহা এই মডেলের উত্পাদন বন্ধ করে দিয়েছিল। ফলে অনেক বাইকপ্রেমীর মন খারাপ হয়েছিল। এবার সেই পুরনো মডেল নতুন রূপে ফিরছে আবার। ভার্সন ফোর হিসাবে।
R15S. Yamaha-র এই মডেল-এর খোঁজ এখনও অনেকে করেন। তবে ইয়ামাহা এই মডেলের উত্পাদন বন্ধ করে দিয়েছিল। ফলে অনেক বাইকপ্রেমীর মন খারাপ হয়েছিল। এবার সেই পুরনো মডেল নতুন রূপে ফিরছে আবার। ভার্সন ফোর হিসাবে।
advertisement
2/6
ভার্সন থ্রি আরওয়ান ফাইভ এস মডেলের দাম রাখা হয়েছে ১,৫৭,৬০০ টাকা (এক্স শোরুম)। এই মডেলে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। আগের মতোই ১৫৫ সিসি রাখা হয়েছে ইঞ্জিন ক্যাপাসিটি।
ভার্সন থ্রি আরওয়ান ফাইভ এস মডেলের দাম রাখা হয়েছে ১,৫৭,৬০০ টাকা (এক্স শোরুম)। এই মডেলে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। আগের মতোই ১৫৫ সিসি রাখা হয়েছে ইঞ্জিন ক্যাপাসিটি।
advertisement
3/6
আগের ভার্সন-এর মতোই ভার্সন থ্রি-তেও  4-স্ট্রোক লিকুইড কুলড, SOHC, 4-ভাল্ভ ইঞ্জিন থাকবে।10,000 rpm-এ 18.34 bhp পাওয়ার ও 8,500 rpm-এ 14.1 Nm পিক টর্ক উতপন্ন হবে। ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম থাকবে। থাকছে সিক্স স্পিড গিয়ার বক্স।
আগের ভার্সন-এর মতোই ভার্সন থ্রি-তেও 4-স্ট্রোক লিকুইড কুলড, SOHC, 4-ভাল্ভ ইঞ্জিন থাকবে।10,000 rpm-এ 18.34 bhp পাওয়ার ও 8,500 rpm-এ 14.1 Nm পিক টর্ক উতপন্ন হবে। ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম থাকবে। থাকছে সিক্স স্পিড গিয়ার বক্স।
advertisement
4/6
কিছুদিন আগেই R15 V4 লঞ্চ করেছিল Yamaha. এবার সেই পুরনো R15S নতুনভাবে লঞ্চ করল জাপানি মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা। ভারতে R15S-এর জনপ্রিয়তার কথা ভেবেই এটি লঞ্চ করা হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
কিছুদিন আগেই R15 V4 লঞ্চ করেছিল Yamaha. এবার সেই পুরনো R15S নতুনভাবে লঞ্চ করল জাপানি মোটরসাইকেল প্রস্তুতকারক সংস্থা। ভারতে R15S-এর জনপ্রিয়তার কথা ভেবেই এটি লঞ্চ করা হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
advertisement
5/6
পুরনো এই ইয়ামাহার মডেল আসলে জনপ্রিয় হয়েছিল ইউনিবডি সিট-এর জন্য। এখন বেশিরভাগ স্পোর্টস বাইকে স্প্লিট সিট দেওয়া হয়। ফলে পিলিয়ন রাইডার-এর কমফোর্ট নেই। তবে আরওয়ান ফাইভ এস মডেলে ইউনিবডি সিট হওয়ায় পিলিয়ন রাইডার আরামদায়ক সফর পেতেন।
পুরনো এই ইয়ামাহার মডেল আসলে জনপ্রিয় হয়েছিল ইউনিবডি সিট-এর জন্য। এখন বেশিরভাগ স্পোর্টস বাইকে স্প্লিট সিট দেওয়া হয়। ফলে পিলিয়ন রাইডার-এর কমফোর্ট নেই। তবে আরওয়ান ফাইভ এস মডেলে ইউনিবডি সিট হওয়ায় পিলিয়ন রাইডার আরামদায়ক সফর পেতেন।
advertisement
6/6
India Yamaha Motor ভারতের বাজারে YZF-R15S V3.0 আবার লঞ্চ করল। আপাতত শুধু রেসিং ব্লু রঙের অপশন-এ পাওয়া যাবে এই মডেল। তবে এই মডেল লঞ্চ হওয়ায় স্পোর্টস বাইকপ্রেমীদের অনেকেই বেশ খুশি হবেন।
India Yamaha Motor ভারতের বাজারে YZF-R15S V3.0 আবার লঞ্চ করল। আপাতত শুধু রেসিং ব্লু রঙের অপশন-এ পাওয়া যাবে এই মডেল। তবে এই মডেল লঞ্চ হওয়ায় স্পোর্টস বাইকপ্রেমীদের অনেকেই বেশ খুশি হবেন।
advertisement
advertisement
advertisement