পাঁচশো সাবস্ক্রাইবার হলেই অ্যাকাউন্টে টাকা! YouTube-এর বিরাট ঘোষণা, কামাইয়ের সুযোগ
- Published by:Suman Majumder
Last Updated:
YouTube: You tube-এ চ্যানেল খোলার ইচ্ছে? বিরাট সুযোগ। উপার্জনের নতুন রাস্তা খুলছে।
advertisement
ইউ টিউব পলিসি অনুযায়ী, কোনও চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা কমপক্ষে হতে হত ১০০০। তার উপর ওয়াচ আওয়ার হতে হত ৪০০০ ঘণ্টা। তবে ভিডিওতে ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার বা শর্টটে ১০ মিলিয়ন ভিউ হলেও চ্যানেলে মনিটাইজেশন হত। এবার কোনও চ্যানেলের সাবক্রাইবারের সংখ্যা পাঁচশো হলেই চ্যানেল মনিটাইজড হবে।ওয়াচ আওয়ার হতে হবে ৩০০০ ঘণ্টা। তবে আপাতত নির্দিষ্ট কয়েকটি দেশের ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন।
advertisement
advertisement
advertisement
advertisement