Artificial Intelligence: এআই দিয়ে ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন! নিজের অজান্তেই ডাকছেন বিপদ, সাবধান!

Last Updated:
Artificial Intelligence: অনেকে এআই দিয়ে ছবি, ভিডিও পোস্ট না করে যদি আসল ছবি পোস্ট করেন, সেক্ষেত্রে সেই ছবি দেখলেও যেন মনে হয় এই ছবি আসল নয়, এআই দিয়ে বানানো।
1/5
বীরভূম,সৌভিক রায়: একবিংশ শতাব্দী কার্যত ডিজিটালময়। আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত সেভাবে সোশ্যাল মিডিয়ার দাপট ছিলনা। তবে দিন যত এগিয়েছে সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম বা প্রাধান্য ততই বেড়েছে। আর সেই ডিজিটাল দুনিয়াকে অন্যমাত্রা এনে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট)। আর বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই এআই দিয়ে নির্মিত বিভিন্ন ছবি এবং ভিডিও ঘোরাফেরা করতে দেখা যায়।
একবিংশ শতাব্দী কার্যত ডিজিটাল। আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত সেভাবে সোশ্যাল মিডিয়ার দাপট ছিল না। তবে দিন যত এগিয়েছে সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম্য বা প্রাধান্য ততই বেড়েছে। আর সেই ডিজিটাল দুনিয়াকে অন্য মাত্রা এনে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্ত্বা (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্ট)। আর বর্তমানে সোশ্যাল মিডিয়া খুললেই এআই দিয়ে নির্মিত বিভিন্ন ছবি এবং ভিডিও ঘোরাফেরা করতে দেখা যায়। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
আবার অনেকে এ.আই দিয়ে ছবি ভিডিও পোস্ট না করে যদি আসল ছবি পোস্ট করে সেই ক্ষেত্রেও সেই ছবি দেখলেও যেন মনে হয় এই ছবি আসল নয় এটা এআই দিয়ে বানানো। মূলত মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকলে, যে কেউ তৈরি করতে পারে এমন 'হাইপার রিয়েলিস্টিক' বা অতিবাস্তব ছবি।
আবার অনেকে এআই দিয়ে ছবি, ভিডিও পোস্ট না করে যদি আসল ছবি পোস্ট করেন, সেক্ষেত্রে সেই ছবি দেখলেও যেন মনে হয় এই ছবি আসল নয়, এআই দিয়ে বানানো। মূলত মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ থাকলে যে কেউ তৈরি করতে পারেন এমন 'হাইপার রিয়েলিস্টিক' বা অতিবাস্তব ছবি। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
নিছক মজার ছলে এসব ছবি তৈরিতে ক্ষতি নেই বলে মনে করছেন নেটিজেনরা। কিন্তু এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মানুষ সেটাকে প্রকৃত ঘটনা বলে ধরে নিতে পারে, তাতে হুমকি তৈরি হতে পারে। এআই প্রযুক্তি নতুন বলে এখনও অনেকেই প্রকৃত ছবি ও এ.আই নির্মিত ছবির তফাৎ বুঝতে পারেন না। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যুবক-যুবতীরা এমন কিছু ছবি এআই দিয়ে বানিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্ট করছেন যেগুলি দেখে আতঙ্ক ছড়াচ্ছে এলাকায়।
নিছক মজার ছলে এসব ছবি তৈরিতে ক্ষতি নেই বলে মনে করছেন নেটিজেনরা। কিন্তু এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মানুষ সেটাকে প্রকৃত ঘটনা বলে ধরে নিতে পারে, তাতে সমস্যা তৈরি হতে পারে। এআই প্রযুক্তি নতুন বলে এখনও অনেকেই প্রকৃত ছবি ও এআই নির্মিত ছবির তফাৎ বুঝতে পারেন না। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী যুবক-যুবতীরা এমন কিছু ছবি এআই দিয়ে বানিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্ট করছেন যেগুলি দেখে আতঙ্ক ছড়াচ্ছে এলাকায়। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
আর সেই মতন এ.আই দিয়ে ছবি ব্যবহার করার জন্য বীরভূম জেলার বেশ কয়েকজনকে জেলের ভাত খেতে হয়েছে! কী শুনে অবাক হচ্ছে নিশ্চয়ই তবে এমনি ঘটেছে এই বীরভূম জেলাতেই। সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশাসনিক কর্তা জানান
আর সেই মতো এআই দিয়ে ছবি ব্যবহার করার জন্য বীরভূম জেলার বেশ কয়েকজনকে জেলের ভাত খেতে হয়েছে! কী শুনে অবাক হচ্ছেন! বীরভূম জেলাতেই ঘটেছে এমন ঘটনা। সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রশাসনিক কর্তা জানান, "বর্তমান সময়ে দাঁড়িয়ে এআই দিয়ে বিভিন্ন ছবি বানিয়ে অতিরিক্ত লাইক, কমেন্ট এবং শেয়ার পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন নেটিজেনরা। তবে তার মধ্যে এমন কিছু ছবি থাকছে যা কার্যত যিনি পোস্ট করছেন তাঁর এলাকার বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করছে। ফলে দিনের পর দিন সমস্যার সৃষ্টি হচ্ছে"। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
বীরভূমের এক বাসিন্দা সুব্রত মন্ডল বাবু জানান বেশ কয়েকদিন আগে তারই এলাকার এক যুবক সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবি পোস্ট করেছিলেন এ.আই দিয়ে বানিয়ে সেটি দেখে কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার মধ্যে। কারন সেই ছবিতে তিনি তুলে ধরেছিলেন একটি ছোট্ট কুমিরের ছবি। ক্যাপশনে লেখা ছিল
বীরভূমের এক বাসিন্দা সুব্রত মন্ডল জানান, বেশ কয়েকদিন আগে তারই এলাকার এক যুবক সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবি পোস্ট করেছিলেন যা দেখে কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার মধ্যে। কারণ সেই ছবিতে তিনি তুলে ধরেছিলেন একটি ছোট্ট কুমিরের ছবি। ক্যাপশনে লেখা ছিল, "আজ হঠাৎই পুকুরের পাড় থেকে খুব কাছেই এই কুমিরটি দেখতে পাওয়া যায়।" সেই ছবি পোস্ট হওয়া মাত্রই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তিনি জানান, পরবর্তীতে অবশ্য সেই যুবক এসে সকলের কাছে ক্ষমা চেয়ে নেন। আর ঠিক এমন ভাবেই এআই যেন আতঙ্ক সৃষ্টি করেছে সাধারণ মানুষের মধ্যে।  ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
advertisement
advertisement