সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি দিলেও হ্যাক হতে পারে অ্যাকাউন্ট, কীভাবে ? জানাচ্ছেন বিশেষজ্ঞ
- Published by:Ananya Chakraborty
Last Updated:
হ্যাশট্যাগের সূত্র ধরেই প্রথমে আমাদের সোশ্যাল মিডিয়ার বৃত্তটি ছকে নেয় হ্যাকাররা। তার পর খতিয়ে দেখে যে পরিচিত কারা সক্রিয় আছে এবং ক?
সম্প্রতি বিশ্বের সব চেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া Facebook-এর ৫৩৫ মিলিয়ন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য লি হয়ে গিয়েছে অনলাইনে। সংস্থা দাবি করছে যে এই তথ্যগুলো ২০১৯ সালের। কিন্তু পরীক্ষা করে দেখা গিয়েছে যে লিক হওয়া ফোন নম্বর, ই-মেইলের অনেকগুলোই এখনও সক্রিয় রয়েছে। সেই সূত্র ধরে এবার ইউনিভার্সিটি অফ কেন্টের সাইবার সিকিউরিটি বিভাগের অধ্যাপক জেসন নার্স সোফোজ নেকেড নামের এক সিকিউরিটি ব্লগে অ্যাকাউন্ট হ্যাক হওয়া সংক্রান্ত আরও একটি আতঙ্কজনক তথ্য প্রকাশ্যে এনেছেন।
advertisement
advertisement
নার্স জানিয়েছেন যে সাধারণত আমরা যে সব ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকি আর তা যদি ব্যক্তিগত হয়, তবে এগুলো থেকে আমাদের গতিবিধি, ফ্রেন্ড সার্কল সম্পর্কে অবহিত হতে পারে হ্যাকাররা। এক্ষেত্রে একটার পর একটা পোস্ট জুড়ে একটা সামগ্রিক তথ্য হাতে পায় হ্যাকাররা। এই কাজে তাদের প্রধান সহায়ক হয় পোস্টের সঙ্গে থাকা হ্যাশট্যাগ।
advertisement
advertisement
নার্স বলছেন যে এই সব ক্ষেত্রে একেবারে সরাসরি অ্যাকাউন্ট যাঁর নামে রয়েছে, সেই নাম ব্যবহার করে মেইল পাঠানো হয়। তাতে ব্যবহারকারীর মনে ওই মেইলের বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা জায়গা তৈরি হয়। অনেক সময়ে সেই সব মেইল ক্লিক করা মাত্রই অ্যাকাউন্ট হ্যাক হতে শুরু করে। তবে বেশির ভাগ সময়েই এই সব মেইলে অ্যাকাউন্ট আপডেট রাখা, স্টোরেজ ক্লিয়ার করা, ভাইরাস ঠেকানোর মতো নানা পরিষেবা প্রদানের টোপ ফেলা হয় কিছু লিঙ্ক পাঠিয়ে।
advertisement