আপনার মোবাইলে নেই তো এই ২১টি অ্যাপ, সর্বনাশ হওযার আগে এখনই করুন ডিলিট
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
জেনে নিন সেই অ্যাপগুলি কী কী আর ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচতে আজই করুন ডিলিট
advertisement
সম্প্রতি অ্যান্টিভাইরাস নির্মাতা অ্যাভাস্ট (Avast), এই ধরণের প্রায় ২১টি ম্যালওয়্যার অ্যাপ্লিকেশন আবিষ্কার করেছে, যা নির্বিঘ্নে প্লে স্টোরে উপলব্ধ ছিল। অ্যাভাস্ট দাবি করেছে যে, এই সংক্রামিত অ্যাপ্লিকেশনগুলিতে HiddenAds নামের অ্যাডওয়্যার ছিল, যা ব্যবহারকারীদের ক্রমাগত বিজ্ঞাপন দেখিয়ে বিরক্ত করত।
advertisement
advertisement
জেনে নিন ব্যান হওয়া ২১টি অ্যাপ্লিকেশনের নাম - Shoot Them, Crush Car, Rolling Scroll, Helicopter Attack – New, Assasin Legend – 2020 New, Helicopter Shoot, Rugby Pass, Flying Skateboard, Iron it, Shooting Run, Plant Monster, Find Hidden, Rotate Shape, Jump Jump, Sway Man, Dessert Against, Cream Trip – New, Props Rescue।
advertisement
Avast আরও জানিয়েছে যে অনেক সময় ম্যালওয়্যার অ্যাপগুলি অ্যাপ ড্রয়ার বা হোম স্ক্রিন থেকে নিজেদের আইকনটিকে লুকিয়ে রাখে। এক্ষেত্রে, লুকিয়ে থাকা অ্যাপ্লিকেশন আনইনস্টল করতে ফোনের সেটিংসে গিয়ে অ্যাপগুলিকে ডিলিট বা রিমুভ করতে হবে, এর জন্য ফোনের সেটিংসে গিয়ে অ্যাপ্লিকেশন - অ্যাপস বা মাই অ্যাপস সেকশনে যান এবং অ্যাপের নাম সার্চ করুন। যদি আপটি কুজে প্যান তাহলে সেটিকে ডিলিট করুন।
advertisement
advertisement
এ বছর এখনও পর্যন্ত গুগল তাদের প্লে স্টোর থেকে ৩৬টি এমন অ্যাপ্লিকেশনকে সরিয়ে দিয়েছে। ম্যালওয়্যার থাকার কারণে এই অ্যাপগুলিকে প্লে স্টোর থেকে বার করে দেওয়া হয়েছে। এই অ্যাপগুলি ফোনের মধ্যে ম্যালওয়ার জোকার ঢুকিয়ে দিছিল ব্যবহারকারীদের অজান্তেই। জুলাই মাসে প্লে স্টোরের ১১ টি অ্যাপ কে ইনফেক্ট করেছিল, পরে সেপ্টেম্বর মাসে আরও ৬ টি অ্যাপে এই ম্যালওয়্যারকে খুঁজে পাওয়া যায়।