Yamaha YZF-R15V ও R15M Launched: স্পোর্টস বাইকপ্রেমীদের চোখ ধাঁধিয়ে দেবে R15V 4.0, R15M! Yamaha আনল ম্য়াক্সি স্কুটার

Last Updated:
Yamaha YZF-R15V ও R15M: গত কয়েক বছরে ভারতের বাজার কাঁপিয়েছে Yamaha YZF-R15. এবার নতুন লুকে এল এই জনপ্রিয় স্পোর্টস বাইক। আবার নতুন স্টাইলের ম্যাক্সি স্কুটারও লঞ্চ করল Yamaha.
1/6
ভারতের বাজারে গত কয়েক বছরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে Yamaha YZF-R15. স্পোর্টস বাইক সেগমেন্ট-এ এই বাইক সাড়া জাগিয়েছে। গত কয়েক বছরে এই সিরিজ-এর তিনটি মডেল লঞ্চ হয়েছে। আর তিনটিই সুপারহিট। তাই R15V 4.0 বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছিল Yamaha. মঙ্গলবার ভারতের বাজারে লঞ্চ হল Yamaha YZF-R15V ও R15M.
ভারতের বাজারে গত কয়েক বছরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে Yamaha YZF-R15. স্পোর্টস বাইক সেগমেন্ট-এ এই বাইক সাড়া জাগিয়েছে। গত কয়েক বছরে এই সিরিজ-এর তিনটি মডেল লঞ্চ হয়েছে। আর তিনটিই সুপারহিট। তাই R15V 4.0 বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছিল Yamaha. মঙ্গলবার ভারতের বাজারে লঞ্চ হল Yamaha YZF-R15V ও R15M.
advertisement
2/6
সবার প্রথম লঞ্চ হয়েছিল R15 S। তার পর R15 V2 A R15 V3 ব্যাপক বিক্রি হয়েছিল ভারতে। স্পোর্টস বাইক হিসাবে YZF-R15 Series-এর প্রতিটি মডেল দারুন পছন্দ করেছিলেন বাইকপ্রেমীরা। তাই এবার এই সিরিজের আরও দুটি মডেল লঞ্চ করল Yamaha. R15 V4.0 এল রেসিং ব্লু, ডার্ক নাইট ও মেটালিক গ্রে কালার অপশন-এ।
সবার প্রথম লঞ্চ হয়েছিল R15 S। তার পর R15 V2 A R15 V3 ব্যাপক বিক্রি হয়েছিল ভারতে। স্পোর্টস বাইক হিসাবে YZF-R15 Series-এর প্রতিটি মডেল দারুন পছন্দ করেছিলেন বাইকপ্রেমীরা। তাই এবার এই সিরিজের আরও দুটি মডেল লঞ্চ করল Yamaha. R15 V4.0 এল রেসিং ব্লু, ডার্ক নাইট ও মেটালিক গ্রে কালার অপশন-এ।
advertisement
3/6
Yamaha YZF-R15V ও R15M দুটিরই ১৫৫ সিসি ইঞ্জিন। তবে R15M  কিছুটা ট্র্যাক ফোকাস্ড বাইক। ফোর স্ট্রোক লিকুইড কুলড SOHC ফোর-ভালভ ইঞ্জিন। ১০,০০০ আরপিএমে ১৮.১ বিএইচপি পাওয়ার ও ৭৫০০ আরপিএমে ১৪.২ এনএম সর্বোচ্চ টর্ক থাকছে। ভি থ্রি-র থেকে ০.১ এনএম টর্ক কম রাখা হয়েছে। আর সেটা অবশ্যই বিএসসিক্স ইঞ্জিন-এর জন্য। তবে আগের মতোই থাকবে সিক্স স্পিড গিয়ারবক্স।
Yamaha YZF-R15V ও R15M দুটিরই ১৫৫ সিসি ইঞ্জিন। তবে R15M কিছুটা ট্র্যাক ফোকাস্ড বাইক। ফোর স্ট্রোক লিকুইড কুলড SOHC ফোর-ভালভ ইঞ্জিন। ১০,০০০ আরপিএমে ১৮.১ বিএইচপি পাওয়ার ও ৭৫০০ আরপিএমে ১৪.২ এনএম সর্বোচ্চ টর্ক থাকছে। ভি থ্রি-র থেকে ০.১ এনএম টর্ক কম রাখা হয়েছে। আর সেটা অবশ্যই বিএসসিক্স ইঞ্জিন-এর জন্য। তবে আগের মতোই থাকবে সিক্স স্পিড গিয়ারবক্স।
advertisement
4/6
ভি থ্রি লঞ্চ করেছিল ২০১৮ সালে। ২০২১ সালে ভি ফোর আনল ইয়ামাহা। Yamaha R15V 4.0-র দাম হবে ১.৬৮ থেকে ১.৭২ লক্ষ টাকা (এক্স শোরুম, দিল্লি)। R15M-এর দাম শুরু হবে ১.৭৮ লক্ষ থেকে। কালার ভ্যারিয়েশন-এর উপর দাম নির্ভর করবে। ইউএসডি ফ্রন্ট ফর্কস, বাই ফাংশানাল ক্লাস-ডি এলইডি হেডলাইট, এলইডি ডিআরএলস, কুইক শিফটার-এর জন্য দাম অনেকটাই বাড়বে। তবে দুটি মডেলের সাসপেনশন সেটআপ পুরোটাই বদলে দেওয়া হয়েছে।
ভি থ্রি লঞ্চ করেছিল ২০১৮ সালে। ২০২১ সালে ভি ফোর আনল ইয়ামাহা। Yamaha R15V 4.0-র দাম হবে ১.৬৮ থেকে ১.৭২ লক্ষ টাকা (এক্স শোরুম, দিল্লি)। R15M-এর দাম শুরু হবে ১.৭৮ লক্ষ থেকে। কালার ভ্যারিয়েশন-এর উপর দাম নির্ভর করবে। ইউএসডি ফ্রন্ট ফর্কস, বাই ফাংশানাল ক্লাস-ডি এলইডি হেডলাইট, এলইডি ডিআরএলস, কুইক শিফটার-এর জন্য দাম অনেকটাই বাড়বে। তবে দুটি মডেলের সাসপেনশন সেটআপ পুরোটাই বদলে দেওয়া হয়েছে।
advertisement
5/6
এবার ম্যাক্সি স্কুটার Aerox 155 ভারতের বাজারে আনল Yamaha. অনেকদিন ধরেই এই স্কুটা লঞ্চ করবে বলে জল্পনা ছিল। সাধারণ স্কুটারের থেকে আকারে কিছুটা বড় হয় ম্যাক্সি স্কুটার। সুজুকি বার্গম্যান স্ট্রিটকে এবার কড়া টক্কর দেবে ইয়ামাহার এই নতুন ম্যাক্সি স্কুটার।
এবার ম্যাক্সি স্কুটার Aerox 155 ভারতের বাজারে আনল Yamaha. অনেকদিন ধরেই এই স্কুটা লঞ্চ করবে বলে জল্পনা ছিল। সাধারণ স্কুটারের থেকে আকারে কিছুটা বড় হয় ম্যাক্সি স্কুটার। সুজুকি বার্গম্যান স্ট্রিটকে এবার কড়া টক্কর দেবে ইয়ামাহার এই নতুন ম্যাক্সি স্কুটার।
advertisement
6/6
ইয়ামাহার এই স্কুটারে 15 bhp পাওয়ার ও 14 Nm পিক টর্ক থাকবে। রিয়ার ও ফ্রন্টে এবিএস ব্রেকিং সিস্টেম থাকছে। সিটের নিচে ২৪.৫ লিটার স্পেস থাকবে। অর্থাত্ চালক অনেকটাই জায়গা পাবেন প্রয়োজনীয় জিনিস রাখার জন্য। সিট ও হ্যান্ডেলবার বেশ চওড়া। যা চালককে আরামদায়ক সওয়ারিতে সাহায্য করবে।
ইয়ামাহার এই স্কুটারে 15 bhp পাওয়ার ও 14 Nm পিক টর্ক থাকবে। রিয়ার ও ফ্রন্টে এবিএস ব্রেকিং সিস্টেম থাকছে। সিটের নিচে ২৪.৫ লিটার স্পেস থাকবে। অর্থাত্ চালক অনেকটাই জায়গা পাবেন প্রয়োজনীয় জিনিস রাখার জন্য। সিট ও হ্যান্ডেলবার বেশ চওড়া। যা চালককে আরামদায়ক সওয়ারিতে সাহায্য করবে।
advertisement
advertisement
advertisement