Yamaha YZF-R15V ও R15M Launched: স্পোর্টস বাইকপ্রেমীদের চোখ ধাঁধিয়ে দেবে R15V 4.0, R15M! Yamaha আনল ম্য়াক্সি স্কুটার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Yamaha YZF-R15V ও R15M: গত কয়েক বছরে ভারতের বাজার কাঁপিয়েছে Yamaha YZF-R15. এবার নতুন লুকে এল এই জনপ্রিয় স্পোর্টস বাইক। আবার নতুন স্টাইলের ম্যাক্সি স্কুটারও লঞ্চ করল Yamaha.
advertisement
advertisement
Yamaha YZF-R15V ও R15M দুটিরই ১৫৫ সিসি ইঞ্জিন। তবে R15M কিছুটা ট্র্যাক ফোকাস্ড বাইক। ফোর স্ট্রোক লিকুইড কুলড SOHC ফোর-ভালভ ইঞ্জিন। ১০,০০০ আরপিএমে ১৮.১ বিএইচপি পাওয়ার ও ৭৫০০ আরপিএমে ১৪.২ এনএম সর্বোচ্চ টর্ক থাকছে। ভি থ্রি-র থেকে ০.১ এনএম টর্ক কম রাখা হয়েছে। আর সেটা অবশ্যই বিএসসিক্স ইঞ্জিন-এর জন্য। তবে আগের মতোই থাকবে সিক্স স্পিড গিয়ারবক্স।
advertisement
ভি থ্রি লঞ্চ করেছিল ২০১৮ সালে। ২০২১ সালে ভি ফোর আনল ইয়ামাহা। Yamaha R15V 4.0-র দাম হবে ১.৬৮ থেকে ১.৭২ লক্ষ টাকা (এক্স শোরুম, দিল্লি)। R15M-এর দাম শুরু হবে ১.৭৮ লক্ষ থেকে। কালার ভ্যারিয়েশন-এর উপর দাম নির্ভর করবে। ইউএসডি ফ্রন্ট ফর্কস, বাই ফাংশানাল ক্লাস-ডি এলইডি হেডলাইট, এলইডি ডিআরএলস, কুইক শিফটার-এর জন্য দাম অনেকটাই বাড়বে। তবে দুটি মডেলের সাসপেনশন সেটআপ পুরোটাই বদলে দেওয়া হয়েছে।
advertisement
advertisement