Xiaomi Mix 5: ডিসপ্লে থেকে স্টোরেজ চমকের ছড়াছড়ি! Xiaomi Mix 5 ফোনের ফিচার হয়েছে লিকড, এক নজরে দেখে নিন সমস্ত খুঁটিনাটি

Last Updated:
অনলাইনে ফাঁস হওয়া তথ্য থেকে জনপ্রিয় মোবাইল কোম্পানি Xiaomi-র নতুন ফোন Xiaomi Mix 5-এর বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার জানা গিয়েছে।
1/7
জনপ্রিয় মোবাইল কোম্পানি Xiaomi ভারতের বাজারে তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। মনে করা হচ্ছে Xiaomi এই বছরের শেষের দিকেই ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। Xiaomi-র নতুন ডিভাইস Xiaomi Mix 5 খুব শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
জনপ্রিয় মোবাইল কোম্পানি Xiaomi ভারতের বাজারে তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। মনে করা হচ্ছে Xiaomi এই বছরের শেষের দিকেই ভারতের বাজারে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। Xiaomi-র নতুন ডিভাইস Xiaomi Mix 5 খুব শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
advertisement
2/7
এটি হবে Xiaomi Mix 4-এর পরবর্তী সংস্করণ, যা ২০২১ সালের অগাস্টে লঞ্চ করা হয়েছিল। সম্প্রতি Xiaomi Mix 5-এর কিছু ছবি এবং ফিচার অনলাইনে ফাঁস হয়েছে। অনলাইনে ফাঁস হওয়া তথ্য থেকে জনপ্রিয় মোবাইল কোম্পানি Xiaomi-র নতুন ফোন Xiaomi Mix 5-এর বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার জানা গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক Xiaomi Mix 5-এর ফাঁস হওয়া সেই সকল ফিচার।
এটি হবে Xiaomi Mix 4-এর পরবর্তী সংস্করণ, যা ২০২১ সালের অগাস্টে লঞ্চ করা হয়েছিল। সম্প্রতি Xiaomi Mix 5-এর কিছু ছবি এবং ফিচার অনলাইনে ফাঁস হয়েছে। অনলাইনে ফাঁস হওয়া তথ্য থেকে জনপ্রিয় মোবাইল কোম্পানি Xiaomi-র নতুন ফোন Xiaomi Mix 5-এর বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার জানা গিয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক Xiaomi Mix 5-এর ফাঁস হওয়া সেই সকল ফিচার।
advertisement
3/7
Xiaomi Mix 5 স্মার্টফোনটি আগের ৩২০০ x ১৪৪০ পিক্সেলের উচ্চতর রেজোলিউশনের তুলনায় পাতলা বেজেল এবং একটি বড় ৬.৭৩ ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ আসতে পারে।
Xiaomi Mix 5 স্মার্টফোনটি আগের ৩২০০ x ১৪৪০ পিক্সেলের উচ্চতর রেজোলিউশনের তুলনায় পাতলা বেজেল এবং একটি বড় ৬.৭৩ ইঞ্চি AMOLED ডিসপ্লে সহ আসতে পারে।
advertisement
4/7
Xiaomi-র এই নতুন ফোন Snapdragon 8 Gen 2 চিপসেটের সঙ্গে ১২ GB RAM এবং ২৫৬ GB ইনবিল্ট স্টোরেজের সঙ্গে আসবে বলে আশা করা হচ্ছে। Xiaomi Mix 5 ফোন Android 13 ভিত্তিক MIUI 14-এ বুট করবে বলে আশা করা হচ্ছে।
Xiaomi-র এই নতুন ফোন Snapdragon 8 Gen 2 চিপসেটের সঙ্গে ১২ GB RAM এবং ২৫৬ GB ইনবিল্ট স্টোরেজের সঙ্গে আসবে বলে আশা করা হচ্ছে। Xiaomi Mix 5 ফোন Android 13 ভিত্তিক MIUI 14-এ বুট করবে বলে আশা করা হচ্ছে।
advertisement
5/7
Xiaomi Mix 5-এ এর আগের ভ্যারিয়েন্ট, Xiaomi Mix 4-এ ব্যবহৃত ৪৫০০ mAh ব্যাটারির থেকে একটি বড় ৪৮২০ mAh ব্যাটারি ইউনিট থাকতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, বলা হচ্ছে যে ডিভাইসটি ২০০W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গেও লঞ্চ করা হতে পারে।
Xiaomi Mix 5-এ এর আগের ভ্যারিয়েন্ট, Xiaomi Mix 4-এ ব্যবহৃত ৪৫০০ mAh ব্যাটারির থেকে একটি বড় ৪৮২০ mAh ব্যাটারি ইউনিট থাকতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, বলা হচ্ছে যে ডিভাইসটি ২০০W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গেও লঞ্চ করা হতে পারে।
advertisement
6/7
এই ডিভাইসের সামনে সেলফির জন্য একটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। কারণ ফাঁস হওয়া ছবিতে সেলফি ক্যামেরার কোনও কাটআউট দেখা যাচ্ছে না। Xiaomi Mix 5 এই বছরের শেষে লঞ্চ করা হতে পারে।
এই ডিভাইসের সামনে সেলফির জন্য একটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে। কারণ ফাঁস হওয়া ছবিতে সেলফি ক্যামেরার কোনও কাটআউট দেখা যাচ্ছে না। Xiaomi Mix 5 এই বছরের শেষে লঞ্চ করা হতে পারে।
advertisement
7/7
এর আগে ২০২১ সালের অগাস্ট মাসে Xiaomi Mix 4 ফোন Qualcomm Snapdragon 888+ SoC প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। ডিভাইসটিতে একটি ৬.৬৭ ইঞ্চি ফুল-HD+ TrueColor AMOLED ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট ছিল।
এর আগে ২০২১ সালের অগাস্ট মাসে Xiaomi Mix 4 ফোন Qualcomm Snapdragon 888+ SoC প্রসেসরের সঙ্গে লঞ্চ করা হয়েছিল। ডিভাইসটিতে একটি ৬.৬৭ ইঞ্চি ফুল-HD+ TrueColor AMOLED ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট ছিল।
advertisement
advertisement
advertisement