বিশ্বের প্রথম উড়ন্ত বাইক এল বাজারে, যানজটে আর আটকে থাকতে হবে না!

Last Updated:
Flying Bike: উড়ন্ত বাইক। কত দাম জেনে নিন।
1/7
যানজটে আটকে থাকার দিন তা হলে শেষ! লঞ্চ হল উড়ন্ত বাইক। সর্বোচ্চ গতি ঘণ্টার ১০০ কিমি।
যানজটে আটকে থাকার দিন তা হলে শেষ! লঞ্চ হল উড়ন্ত বাইক। সর্বোচ্চ গতি ঘণ্টার ১০০ কিমি।
advertisement
2/7
জাপানের এটি স্টার্ট-আপ কোম্পানি AERWINS Technologies এই বাইক লঞ্চ করেছে। ডেট্রয়েট অটো শো-তে এই উড়ন্ত বাইক লঞ্চ হয়েছে।
জাপানের এটি স্টার্ট-আপ কোম্পানি AERWINS Technologies এই বাইক লঞ্চ করেছে। ডেট্রয়েট অটো শো-তে এই উড়ন্ত বাইক লঞ্চ হয়েছে।
advertisement
3/7
এই বাইকের নাম রাখা হয়েছে Xturismo. টেস্ট ড্রাইভ করে বিশেষজ্ঞরা দারুন খুশি।
এই বাইকের নাম রাখা হয়েছে Xturismo. টেস্ট ড্রাইভ করে বিশেষজ্ঞরা দারুন খুশি।
advertisement
4/7
৭ লাখ ৭৭ হাজার ডলার দাম রাখা হয়েছে এই উড়ন্ত বাইকের। দামী হলেও এই বাইকের চাহিদা থাকবে তুঙ্গে। এমনই আশা করছে প্রস্তুতকারক সংস্থা।
৭ লাখ ৭৭ হাজার ডলার দাম রাখা হয়েছে এই উড়ন্ত বাইকের। দামী হলেও এই বাইকের চাহিদা থাকবে তুঙ্গে। এমনই আশা করছে প্রস্তুতকারক সংস্থা।
advertisement
5/7
ভারতীয় মুদ্রায় এই বাইকের দাম পড়বে প্রায় সাড়ে ৬ কোটি টাকা। ৩০০ কেজি ওজন এই বাইকের।
ভারতীয় মুদ্রায় এই বাইকের দাম পড়বে প্রায় সাড়ে ৬ কোটি টাকা। ৩০০ কেজি ওজন এই বাইকের।
advertisement
6/7
২০২৩ সাল থেকে আমেরিকায় এই বাইকের বিক্রি শুরু হতে পারে। আপাতত লাল, কালো ও নীল রঙের ভ্যারিয়েন্টে এই বাইক পাওয়া যাবে।
২০২৩ সাল থেকে আমেরিকায় এই বাইকের বিক্রি শুরু হতে পারে। আপাতত লাল, কালো ও নীল রঙের ভ্যারিয়েন্টে এই বাইক পাওয়া যাবে।
advertisement
7/7
ব্যাটারি চালিত এই বাইক জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করছে জাপানি সংস্থা।
ব্যাটারি চালিত এই বাইক জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করছে জাপানি সংস্থা।
advertisement
advertisement
advertisement