যানজটে আটকে থাকার দিন তা হলে শেষ! লঞ্চ হল উড়ন্ত বাইক। সর্বোচ্চ গতি ঘণ্টার ১০০ কিমি। জাপানের এটি স্টার্ট-আপ কোম্পানি AERWINS Technologies এই বাইক লঞ্চ করেছে। ডেট্রয়েট অটো শো-তে এই উড়ন্ত বাইক লঞ্চ হয়েছে। এই বাইকের নাম রাখা হয়েছে Xturismo. টেস্ট ড্রাইভ করে বিশেষজ্ঞরা দারুন খুশি। ৭ লাখ ৭৭ হাজার ডলার দাম রাখা হয়েছে এই উড়ন্ত বাইকের। দামী হলেও এই বাইকের চাহিদা থাকবে তুঙ্গে। এমনই আশা করছে প্রস্তুতকারক সংস্থা। ভারতীয় মুদ্রায় এই বাইকের দাম পড়বে প্রায় সাড়ে ৬ কোটি টাকা। ৩০০ কেজি ওজন এই বাইকের। ২০২৩ সাল থেকে আমেরিকায় এই বাইকের বিক্রি শুরু হতে পারে। আপাতত লাল, কালো ও নীল রঙের ভ্যারিয়েন্টে এই বাইক পাওয়া যাবে। ব্যাটারি চালিত এই বাইক জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করছে জাপানি সংস্থা।