World Emoji Day 2024: রোজ মেসেজ আর ইমোজিতে ডুবে থাকেন! জানেন আজ বিশ্ব ইমোজি ডে? এ প্রয়োজনীয়তা জানেন কি

Last Updated:
আজ সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে নেটিজেনদের বিশ্ব ইমোজি দিবস পালনের ছবি। এই দিনটি সর্ব প্রথম ২০১৪ সালের ১৭ জুলাই ইমোজি পিডিআর প্রতিষ্ঠাতা জেরিমি বার্গ-এর উদ্যোগে শুরু হয়।
1/6
সোশ্যাল মিডিয়ার যুগে দ্রুততার সঙ্গে ভাব বিনিময় করে যোগাযোগ সম্পন্ন করার ক্ষেত্রে ইমোজি এখন গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। কেউ ইমোজি কী তা জানেন আবার অনেকে ব্যবহার করেন ঠিকই কিন্তু নামই জানেন না। কিন্তু, জানেন আজ ১৭ জুলাই বিশ্ব ইমোজি দিবস পালন করা হয়!
সোশ্যাল মিডিয়ার যুগে দ্রুততার সঙ্গে ভাব বিনিময় করে যোগাযোগ সম্পন্ন করার ক্ষেত্রে ইমোজি এখন গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। কেউ ইমোজি কী তা জানেন আবার অনেকে ব্যবহার করেন ঠিকই কিন্তু নামই জানেন না। কিন্তু, জানেন আজ ১৭ জুলাই বিশ্ব ইমোজি দিবস পালন করা হয়!
advertisement
2/6
ইন্সটাগ্রাম, হোয়াটস অ্যাপ, এক্স থেকে শুরু করে ফেসবুক-সহ সব ধরনের সোশ্যাল মিডিয়াতেই কথোপকথনে ছোট্ট ছোট্ট ভাবধারা প্রকাশের জন্যে হলুদ রঙা মুখের অবয়ব ব্যবহার করা হয়
ইন্সটাগ্রাম, হোয়াটস অ্যাপ, এক্স থেকে শুরু করে ফেসবুক-সহ সব ধরনের সোশ্যাল মিডিয়াতেই কথোপকথনে ছোট্ট ছোট্ট ভাবধারা প্রকাশের জন্যে হলুদ রঙা মুখের অবয়ব ব্যবহার করা হয়
advertisement
3/6
বর্তমানে ইমোজি এখন মেসেজে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেকোনও কথা বলা শেষে কোনও রিয়্যাকশন দেওয়ার জন্য সম্পূর্ণ কথা বলতে হয় না। শুধু সঠিক ইমোজিটিকে ব্যবহার করলেই সহজেই বোঝা যায়।
বর্তমানে ইমোজি এখন মেসেজে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেকোনও কথা বলা শেষে কোনও রিয়্যাকশন দেওয়ার জন্য সম্পূর্ণ কথা বলতে হয় না। শুধু সঠিক ইমোজিটিকে ব্যবহার করলেই সহজেই বোঝা যায়।
advertisement
4/6
নতুন প্রজন্মের ছেলে, মেয়েরা ইমোজিকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গে জড়িয়ে নিয়েছে। রাগ হোক কী দুঃখ এবং আনন্দ সমস্ত কিছুর ভাব প্রকাশে এখন ইমোজির দেখা মিলবেই।
নতুন প্রজন্মের ছেলে, মেয়েরা ইমোজিকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গে জড়িয়ে নিয়েছে। রাগ হোক কী দুঃখ এবং আনন্দ সমস্ত কিছুর ভাব প্রকাশে এখন ইমোজির দেখা মিলবেই।
advertisement
5/6
Bobble AI-এর ডেটা ইন্টেলিজেন্স অনুসারে, স্মার্টফোন ব্যবহারকারীরা প্রতিদিন ৭০ বিলিয়নেরও বেশি চ্যাট বার্তা পাঠায় যার মধ্যে ১০ বিলিয়নেরও বেশি ইমোজি এবং ৭০০ মিলিয়ন স্টিকার এবং gif রয়েছে।
Bobble AI-এর ডেটা ইন্টেলিজেন্স অনুসারে, স্মার্টফোন ব্যবহারকারীরা প্রতিদিন ৭০ বিলিয়নেরও বেশি চ্যাট বার্তা পাঠায় যার মধ্যে ১০ বিলিয়নেরও বেশি ইমোজি এবং ৭০০ মিলিয়ন স্টিকার এবং gif রয়েছে।
advertisement
6/6
আজ সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে নেটিজেনদের বিশ্ব ইমোজি দিবস পালনের ছবি। এই দিনটি সর্ব প্রথম ২০১৪ সালের ১৭ জুলাই ইমোজি পিডিআর প্রতিষ্ঠাতা জেরিমি বার্গ-এর উদ্যোগে শুরু হয়। সেই থেকেই প্রত্যেকবছর নেটিজেনরা আনন্দের সঙ্গে ডিজিটালি পালন করে আসছে এই ইমোজি দিবস
আজ সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে নেটিজেনদের বিশ্ব ইমোজি দিবস পালনের ছবি। এই দিনটি সর্ব প্রথম ২০১৪ সালের ১৭ জুলাই ইমোজি পিডিআর প্রতিষ্ঠাতা জেরিমি বার্গ-এর উদ্যোগে শুরু হয়। সেই থেকেই প্রত্যেকবছর নেটিজেনরা আনন্দের সঙ্গে ডিজিটালি পালন করে আসছে এই ইমোজি দিবস
advertisement
advertisement
advertisement