Asus VivoBook 15 - এই ল্যাপটপে রয়েছে ৭ জেনারেশন intel core i3 প্রসেসর। Asus VivoBook 15-এ রয়েছে ১৫.৬ ইঞ্ছির ডিসপ্লে আর এতে রয়েছে উইন্ডোস ১০ অপারেটিং সিস্টেম। ল্যাপটপে রয়েছে ৪জিবি RAM। Asus VivoBook 15-এর দাম ২৯,৯৯০ টাকা কিন্তু ফ্লিপকার্টে স্পেশাল অফারে এই ল্যাপটপটির দাম ২৭,৯৯০ টাকা।