

লকডাউন শেষ হলেও এখনই ওয়ার্ক ফ্রম হোম বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। এখনও বেশ কিছু অফিস কর্মীদের বাড়ি থেকেই কাজ করার পরামর্শ দিচ্ছে। আর এর জন্য প্রয়োজন ল্যাপটপ। এক নজরে জেনে নিন কিছু বাজেট ল্যাপটপ, যার ব্যাটারি ব্যাক আপও ব্যাল আর স্টোরেজও অনেক।


Lenovo ideaPad S145 - Lenovo-র ideaPad S145 ল্যাপটপে রয়েছে ৮ জেনারেশনের intel core i3 প্রসেসর। এতে ৪জিবি RAM-এর সঙ্গে রয়েছে ১টিবি স্টোরেজ। সঙ্গে রয়েছে ৫ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ। এই ল্যাপটপটির দাম ২৯,৯৯০ টাকা।


Asus VivoBook 15 - এই ল্যাপটপে রয়েছে ৭ জেনারেশন intel core i3 প্রসেসর। Asus VivoBook 15-এ রয়েছে ১৫.৬ ইঞ্ছির ডিসপ্লে আর এতে রয়েছে উইন্ডোস ১০ অপারেটিং সিস্টেম। ল্যাপটপে রয়েছে ৪জিবি RAM। Asus VivoBook 15-এর দাম ২৯,৯৯০ টাকা কিন্তু ফ্লিপকার্টে স্পেশাল অফারে এই ল্যাপটপটির দাম ২৭,৯৯০ টাকা।


Asus VivoBook 14 - Asus VivoBook এটি আরও একটি বাজেট ল্যাপটপ। এতে রয়েছে ১৪ ইঞ্ছির ফুল এইচডি ডিসপ্লে স্ক্রিন সঙ্গে থাকছে উইন্ডোস ১০ অপারেটিং সিস্টেম। ল্যাপটপে রয়েছে ৭ জেনারেশন intel core i3 প্রসেসর। Asus VivoBook 14-এর দাম হচ্ছে ৩১,৯৯০ টাকা।


Dell Vostro Laptop 3581-তে রয়েছে ৭ জেনারেশন intel core i3 প্রসেসর। এই ল্যাপটপটি উইন্ডোস ১০ অপারেটিং সিস্টেমের সঙ্গেই আসে। রতে রয়েছে ১৫.৬ ইঞ্ছির স্ক্রিন ডিসপ্লে আর ইন্টেল এইচডি গ্রাফিকস। এতে ৪জিবি RAM-এর সঙ্গে রয়েছে ১টিবি স্টোরেজ।