Winter Tips: কনকনে শীতে জবুথবু! রুম হিটার ছাড়াই ঘর গরম করে ফেলুন!​ রইল সেরা উপায়

Last Updated:
Winter Tips: ইতিমধ্যেই শীত যেন দোরগোড়ায় কড়া নাড়তে শুরু করেছে। কেবল হিটার কিংবা ব্লোয়ার চালিয়েই যে ঘর গরম রাখা যায়, এই ধারণা একেবারেই ভুল
1/6
তাপমাত্রার পারদ ইতিমধ্যেই নীচে নামতে শুরু করেছে। বইতে শুরু করেছে উত্তুরে হিমেল হাওয়াও। উত্তর ভারতের বেশ কিছু শহরে ইতিমধ্যেই শীত যেন দোরগোড়ায় কড়া নাড়তে শুরু করেছে। আসলে বহু জায়গায় এখন ভোরের দিকে কিংবা সন্ধ্যা নামলেই কিন্তু হালকা শীত-শীত ভাব অনুভূত হচ্ছে। এমনকী এবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার কথাও দাবি করা হচ্ছে।
তাপমাত্রার পারদ ইতিমধ্যেই নীচে নামতে শুরু করেছে। বইতে শুরু করেছে উত্তুরে হিমেল হাওয়াও। উত্তর ভারতের বেশ কিছু শহরে ইতিমধ্যেই শীত যেন দোরগোড়ায় কড়া নাড়তে শুরু করেছে। আসলে বহু জায়গায় এখন ভোরের দিকে কিংবা সন্ধ্যা নামলেই কিন্তু হালকা শীত-শীত ভাব অনুভূত হচ্ছে। এমনকী এবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার কথাও দাবি করা হচ্ছে।
advertisement
2/6
আর হাড়কাঁপানো ঠান্ডা থেকে বাঁচার জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। যার ফলে গিজার, হিটার এবং ব্লোয়ারের মতো বৈদ্যুতিক সামগ্রী কেনার জন্য ভিড় বাড়তে শুরু করেছে দোকানগুলিতে। আসলে এখন গিজার, হিটার এবং ব্লোয়ারের চাহিদা বৃদ্ধি পেতে শুরু করবে।
আর হাড়কাঁপানো ঠান্ডা থেকে বাঁচার জন্য ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। যার ফলে গিজার, হিটার এবং ব্লোয়ারের মতো বৈদ্যুতিক সামগ্রী কেনার জন্য ভিড় বাড়তে শুরু করেছে দোকানগুলিতে। আসলে এখন গিজার, হিটার এবং ব্লোয়ারের চাহিদা বৃদ্ধি পেতে শুরু করবে।
advertisement
3/6
যদিও এই ধরনের বৈদ্যুতিক সরঞ্জামে প্রচুর শক্তি ব্যবহৃত হয়। যার ফলে ইলেকট্রিক বিলের উপর চাপও পড়ে বেশ ভালই। আবার হিটার চালানোর ঝুঁকি এবং অপকারিতাও রয়েছে। তাই কেবল হিটার কিংবা ব্লোয়ার চালিয়েই যে ঘর গরম রাখা যায়, এই ধারণা একেবারেই ভুল। কারণ এমন অনেক সরঞ্জাম রয়েছে, যা ব্যবহার করে অনায়াসে ঘর গরম রাখা সম্ভব। সেই সব সরঞ্জামের তালিকাটাই দেখে নেওয়া যাক।
যদিও এই ধরনের বৈদ্যুতিক সরঞ্জামে প্রচুর শক্তি ব্যবহৃত হয়। যার ফলে ইলেকট্রিক বিলের উপর চাপও পড়ে বেশ ভালই। আবার হিটার চালানোর ঝুঁকি এবং অপকারিতাও রয়েছে। তাই কেবল হিটার কিংবা ব্লোয়ার চালিয়েই যে ঘর গরম রাখা যায়, এই ধারণা একেবারেই ভুল। কারণ এমন অনেক সরঞ্জাম রয়েছে, যা ব্যবহার করে অনায়াসে ঘর গরম রাখা সম্ভব। সেই সব সরঞ্জামের তালিকাটাই দেখে নেওয়া যাক।
advertisement
4/6
ওয়ার্ম লাইট:  ঘর গরম রাখার জন্য ভাল বিকল্প হতে পারে ওয়ার্ম আলো। এই পরিস্থিতিতে জোরালো আলো অথবা মোমবাতির আলোও ব্যবহার করা যেতে পারে। এই ধরনের আলো ঘরের তাপমাত্রা বৃদ্ধি করতে পারে। আর উজ্জ্বল আলোও ঘর গরম রাখতে সাহায্য় করে।
ওয়ার্ম লাইট: ঘর গরম রাখার জন্য ভাল বিকল্প হতে পারে ওয়ার্ম আলো। এই পরিস্থিতিতে জোরালো আলো অথবা মোমবাতির আলোও ব্যবহার করা যেতে পারে। এই ধরনের আলো ঘরের তাপমাত্রা বৃদ্ধি করতে পারে। আর উজ্জ্বল আলোও ঘর গরম রাখতে সাহায্য় করে।
advertisement
5/6
বাবল র‍্যাপের ব্যবহার:  শীতের মরশুমে গ্রিনহাউজের জানলা ইনস্যুলেট করার জন্য বাবল র‍্যাপ ব্যবহার করা হয়ে থাকে। এটা জানলার শেড ইনস্যুলেট করার জন্যও ব্যবহার করা যেতে পারে। এতে ঘরের তাপমাত্রা বাড়তে পারে। শীতের মরশুমে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য মেঝের উপর মোটা কার্পেট বিছিয়ে দিতে হবে এবং জানলা-দরজায় ভারী পর্দা লাগাতে হবে। এতে ঠান্ডা ঘরে প্রবেশ করতে বাধা পায়। সেই সঙ্গে ঘর গরমও থাকবে এবং ঘরদোর দেখতেও ভাল লাগবে।
বাবল র‍্যাপের ব্যবহার: শীতের মরশুমে গ্রিনহাউজের জানলা ইনস্যুলেট করার জন্য বাবল র‍্যাপ ব্যবহার করা হয়ে থাকে। এটা জানলার শেড ইনস্যুলেট করার জন্যও ব্যবহার করা যেতে পারে। এতে ঘরের তাপমাত্রা বাড়তে পারে। শীতের মরশুমে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য মেঝের উপর মোটা কার্পেট বিছিয়ে দিতে হবে এবং জানলা-দরজায় ভারী পর্দা লাগাতে হবে। এতে ঠান্ডা ঘরে প্রবেশ করতে বাধা পায়। সেই সঙ্গে ঘর গরমও থাকবে এবং ঘরদোর দেখতেও ভাল লাগবে।
advertisement
6/6
ওয়ার্ম বেডশিট: শীতের মরশুমে সুতির বিছানার চাদর না ব্যবহার করাই ভাল। তার পরিবর্তে বরং বিছানা গরম রাখার জন্য ওয়ার্ম বেডশিট ব্যবহার করা যেতে পারে। এটা বিছানার তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এর পাশাপাশি ঠান্ডার দিনে ঘর এবং বিছানা গরম রাখার জন্য হট ওয়াটার ব্যাগও ব্যবহার করা যেতে পারে।
ওয়ার্ম বেডশিট: শীতের মরশুমে সুতির বিছানার চাদর না ব্যবহার করাই ভাল। তার পরিবর্তে বরং বিছানা গরম রাখার জন্য ওয়ার্ম বেডশিট ব্যবহার করা যেতে পারে। এটা বিছানার তাপমাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এর পাশাপাশি ঠান্ডার দিনে ঘর এবং বিছানা গরম রাখার জন্য হট ওয়াটার ব্যাগও ব্যবহার করা যেতে পারে।
advertisement
advertisement
advertisement