Winter Tips: নিশ্চিন্তে চালান গিজার, হিটার...তাও অনেক কম আসবে ইলেকট্রিক বিল! ৩ টিপসেই মুশকিল আসান, শীত বাড়ার আগে অবশ‍্যই জানুন

Last Updated:
How To Reduce Electricity Bill: এই বছর জাঁকিয়ে পড়বে শীত। তবে শীত আসা মানেই ব‍্যবহার বেড়ে যায় গিজার, হিটারের। আবার এইগুলি চললেই বেড়ে যায় ইলেকট্রিক বিল। কয়েকটি টিপস মেনে খুব সহজেই কমিয়ে ফেলতে পারবেন বিদ‍্যুতের খরচ।
1/9
একটু একটু করে কমতে পরিবেশের তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই বছর জাঁকিয়ে পড়বে শীত। তবে শীত আসা মানেই ব‍্যবহার বেড়ে যায় গিজার, হিটারের। আবার এইগুলি চললেই বেড়ে যায় ইলেকট্রিক বিল। কয়েকটি টিপস মেনে খুব সহজেই কমিয়ে ফেলতে পারবেন বিদ‍্যুতের বিল।
একটু একটু করে কমতে পরিবেশের তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই বছর জাঁকিয়ে পড়বে শীত। তবে শীত আসা মানেই ব‍্যবহার বেড়ে যায় গিজার, হিটারের। আবার এইগুলি চললেই বেড়ে যায় ইলেকট্রিক বিল। কয়েকটি টিপস মেনে খুব সহজেই কমিয়ে ফেলতে পারবেন বিদ‍্যুতের বিল।
advertisement
2/9
বর্তমানে প্রায় প্রতিটি মধ‍্যবিত্ত বাড়িতেই জায়গা করে নিয়েছে গিজার। অথবা অনেকেরই জল গরম করার জন‍্য ভরসা হিটার। এক সময় বিদ‍্যুতের বিল বেড়ে যাওয়ার চিন্তা গ্রাস করত কেবল গ্রীষ্ণে। তখনই চলে বেশি এসি, পাখা।
বর্তমানে প্রায় প্রতিটি মধ‍্যবিত্ত বাড়িতেই জায়গা করে নিয়েছে গিজার। অথবা অনেকেরই জল গরম করার জন‍্য ভরসা হিটার। এক সময় বিদ‍্যুতের বিল বেড়ে যাওয়ার চিন্তা গ্রাস করত কেবল গ্রীষ্ণে। তখনই চলে বেশি এসি, পাখা।
advertisement
3/9
কিন্তু সময় পাল্টেছে। অনেকটাই পাল্টে গিয়েছে জীবনযাত্রা। বর্তমানে শীতেও ব‍্যবহার গিজার, হিটারের মতো বৈদ‍্যুতিক জিনিসপত্রের। কিন্ত‍ু বৈদ‍্যুতিন এইসমস্ত সরঞ্জামে হু হু করে পোড়ে ইলেকট্রিক। ফলে প্রচুর বেড়ে যায় ইলেকট্রিক বিল।
কিন্তু সময় পাল্টেছে। অনেকটাই পাল্টে গিয়েছে জীবনযাত্রা। বর্তমানে শীতেও ব‍্যবহার গিজার, হিটারের মতো বৈদ‍্যুতিক জিনিসপত্রের। কিন্ত‍ু বৈদ‍্যুতিন এইসমস্ত সরঞ্জামে হু হু করে পোড়ে ইলেকট্রিক। ফলে প্রচুর বেড়ে যায় ইলেকট্রিক বিল।
advertisement
4/9
কিন্তু আধুনিক জীবনযাত্রার সঙ্গে নিবিড় ভাবে জড়িয়ে গিয়েছে এইসব যন্ত্রপাতি। তবে কয়েকটি সহজ টিপস মানলে গিজার, হিটার দিব‍্যি ব‍্যবহার করেও কমিয়ে ফেলতে পারবেন বিদ‍্যুতের বিল। মাত্র ৩ টি উপায় কাজে লাগিয়ে খুব সহজে কমিয়ে ফেলা যেতে পারে ইলেকট্রিকের খরচ।
কিন্তু আধুনিক জীবনযাত্রার সঙ্গে নিবিড় ভাবে জড়িয়ে গিয়েছে এইসব যন্ত্রপাতি। তবে কয়েকটি সহজ টিপস মানলে গিজার, হিটার দিব‍্যি ব‍্যবহার করেও কমিয়ে ফেলতে পারবেন বিদ‍্যুতের বিল। মাত্র ৩ টি উপায় কাজে লাগিয়ে খুব সহজে কমিয়ে ফেলা যেতে পারে ইলেকট্রিকের খরচ।
advertisement
5/9
আপনার বাড়ির জন্য কি কোন নতুন যন্ত্রপাতি কেনার পরিকল্পনা করছেন? নতুন গিজার বা হিটার? তাহলে অবশ‍্যই ৫ স্টার রেটিংকে অগ্রাধিকার দিন। এতে খরচ কমবে বিদ‍্যুতের।
আপনার বাড়ির জন্য কি কোনও নতুন যন্ত্রপাতি কেনার পরিকল্পনা করছেন? নতুন গিজার বা হিটার? তাহলে অবশ‍্যই ৫ স্টার রেটিংকে অগ্রাধিকার দিন। এতে খরচ কমবে বিদ‍্যুতের।
advertisement
6/9
হাই ক‍্যাপাসিটির গিজার রাখুন বাড়িতে। এতে সুবিধা হল, হাই ক‍্যাপাসিটি বা উচ্চ ক্ষমতাসম্পন্ন গিজার একবার জল গরম করলে, এটি কয়েক ঘণ্টার জন‍্য গরম রাখে।
হাই ক‍্যাপাসিটির গিজার রাখুন বাড়িতে। এতে সুবিধা হল, হাই ক‍্যাপাসিটি বা উচ্চ ক্ষমতাসম্পন্ন গিজার একবার জল গরম করলে, এটি কয়েক ঘণ্টার জন‍্য গরম রাখে।
advertisement
7/9
এতে একটি বড় সুবিধা হল একটানা গিজার চালিয়ে রাখতে হবে না। একবার জল গরম করলেই চলবে অনেকক্ষণ। গিজার কম সময় চললে অনেকখানি বিদ‍্যুত্‍ সাশ্রয় হবে।
এতে একটি বড় সুবিধা হল একটানা গিজার চালিয়ে রাখতে হবে না। একবার জল গরম করলেই চলবে অনেকক্ষণ। গিজার কম সময় চললে অনেকখানি বিদ‍্যুত্‍ সাশ্রয় হবে।
advertisement
8/9
গিজার ব্যবহারে বিদ্যুৎ খরচ বাড়ে, তবে আপনি স্মার্ট উপায়ে এই সমস্যার সমাধান করতে পারেন। উচ্চ ক্ষমতার গিজার কিনে বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন। এই গিজার একবার জল গরম করলে, এটি কয়েক ঘন্টার জন্য গরম রাখে, যাতে আপনাকে একটানা গিজার চালু করতে হবে না।
গিজার ব্যবহারে বিদ্যুৎ খরচ বাড়ে, তবে আপনি স্মার্ট উপায়ে এই সমস্যার সমাধান করতে পারেন। উচ্চ ক্ষমতার গিজার কিনে বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন। এই গিজার একবার জল গরম করলে, এটি কয়েক ঘন্টার জন্য গরম রাখে, যাতে আপনাকে একটানা গিজার চালু করতে হবে না।
advertisement
9/9
হিটার বা ব্লোয়ারের ব‍্যবহার যতটা সম্ভব কমিয়ে দিন। রুম হিটার বা ঘর গরম করার হিটার বেশিক্ষণ চালানোর প্রয়োজন। ঘর গরম হয়ে গেলে বন্ধ করে দিন।
হিটার বা ব্লোয়ারের ব‍্যবহার যতটা সম্ভব কমিয়ে দিন। রুম হিটার বা ঘর গরম করার হিটার বেশিক্ষণ চালানোর প্রয়োজন। ঘর গরম হয়ে গেলে বন্ধ করে দিন।
advertisement
advertisement
advertisement