একটা ছোট্ট ছিদ্র থাকে ইয়ারফোনের পিছনে, বড় কাজ করে! জানেন সেটা কী?

Last Updated:
Earphone holes reason: কেন ইয়ারফোনের পিছনের দিকে থাকে ছোট্ট ছিদ্র! রয়েছে বড় কারণ।
1/6
যে কোনও ইয়ারফোনের পিছনে থাকে একটি ছোট্ট ছিদ্র। যাঁরা ইয়ারফোন ব্যবহার করেন, তাঁরা লক্ষ্য করে থাকবেন।
যে কোনও ইয়ারফোনের পিছনে থাকে একটি ছোট্ট ছিদ্র। যাঁরা ইয়ারফোন ব্যবহার করেন, তাঁরা লক্ষ্য করে থাকবেন।
advertisement
2/6
ইয়ারফোন প্রায় সবাই ব্যবহার করেন। এখন এটি অনেক আকারে এসেছে। যেমন ব্লুটুথ ইয়ারফোন, ইয়ারবাড ইত্যাদি। কিন্তু আকারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। খুব কম লোকই লক্ষ্য করেছেন, ইয়ারফোন বা ইয়ারবাডের পিছনে একটি ছোট ছিদ্র থাকে। এটি শুধু ডিজাইনের অংশ নয়।
ইয়ারফোন প্রায় সবাই ব্যবহার করেন। এখন এটি অনেক আকারে এসেছে। যেমন ব্লুটুথ ইয়ারফোন, ইয়ারবাড ইত্যাদি। কিন্তু আকারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। খুব কম লোকই লক্ষ্য করেছেন, ইয়ারফোন বা ইয়ারবাডের পিছনে একটি ছোট ছিদ্র থাকে। এটি শুধু ডিজাইনের অংশ নয়।
advertisement
3/6
এই ছিদ্রটিকে বেস পোর্ট বা ভেন্ট বলা হয়। এই ছিদ্র একসঙ্গে অনেকগুলি কাজ করে। এই ছিদ্র না থাকলে ইয়ারফোন ব্যাবহারকারীর অনেক সমস্যা হতে পারে।
এই ছিদ্রটিকে বেস পোর্ট বা ভেন্ট বলা হয়। এই ছিদ্র একসঙ্গে অনেকগুলি কাজ করে। এই ছিদ্র না থাকলে ইয়ারফোন ব্যাবহারকারীর অনেক সমস্যা হতে পারে।
advertisement
4/6
ইয়ারফোন ব্যবহারে কানের ভিতর যে চাপ তৈরি হয় সেটি প্রশমিত করে এই ছিদ্র। আবার সাউন্ড ও বেস কোয়ালিটি উন্নত করে এটি।
ইয়ারফোন ব্যবহারে কানের ভিতর যে চাপ তৈরি হয় সেটি প্রশমিত করে এই ছিদ্র। আবার সাউন্ড ও বেস কোয়ালিটি উন্নত করে এটি।
advertisement
5/6
এই ছিদ্রের মাধ্যমে এয়ারফ্লো হতে থাকে। ফলে কানের ভিতর বাতাসের চাপ কম হয়।
এই ছিদ্রের মাধ্যমে এয়ারফ্লো হতে থাকে। ফলে কানের ভিতর বাতাসের চাপ কম হয়।
advertisement
6/6
ইয়ারফোনে সেই ছোট্ট ছিদ্রটি না হলে কানের ভিতর ব্যথা হতে পারে।
ইয়ারফোনে সেই ছোট্ট ছিদ্রটি না হলে কানের ভিতর ব্যথা হতে পারে।
advertisement
advertisement
advertisement