AC Catches Fire: এসি মেশিনে ভয়ঙ্কর বিস্ফোরণ! বাবা-মা-মেয়ের মৃ*ত্যু! জানেন, এসিতে কেন আগুন লেগে যায় হঠাৎ করে?

Last Updated:
Air Conditioner maintenance- এসি সারাদিন চললে বিপদ। সারাদিন এসি বন্ধ না করেলে অতিরিক্ত গরম হতে পারে। প্রয়োজনের চেয়ে বেশি গরম হয়ে যেতে পারে। ফলে এসিতে আগুন লাগার সম্ভাবনা বেড়ে যায়।
1/9
এসি ছাড়া এখন অনেকেরই দিন কাটে না। ভাদ্র মাসের গরমে এসি ছাড়া অনেকের ঘুম আসে না। তবে এদিন যে  কাণ্ড হল, তাতে এসি ব্যবহারকারীদের বাড়তি সতর্ক থাকতে হবে।
এসি ছাড়া এখন অনেকেরই দিন কাটে না। ভাদ্র মাসের গরমে এসি ছাড়া অনেকের ঘুম আসে না। তবে এদিন যে কাণ্ড হল, তাতে এসি ব্যবহারকারীদের বাড়তি সতর্ক থাকতে হবে।
advertisement
2/9
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণের জেরে মৃত্যু একই পরিবারের তিন সদস্যের৷ সোমবার এই মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের ফরিদাবাদে৷ পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে আছেন সচিন কাপুর, তাঁর স্ত্রী রিঙ্কু এবং কন্যা সুজান৷ এসি বিস্ফোরণে প্রাণ চলে গিয়েছে কাপুর পরিবারের পোষ্য সারমেয়রও৷
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণের জেরে মৃত্যু একই পরিবারের তিন সদস্যের৷ সোমবার এই মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের ফরিদাবাদে৷ পুলিশ জানিয়েছে নিহতদের মধ্যে আছেন সচিন কাপুর, তাঁর স্ত্রী রিঙ্কু এবং কন্যা সুজান৷ এসি বিস্ফোরণে প্রাণ চলে গিয়েছে কাপুর পরিবারের পোষ্য সারমেয়রও৷
advertisement
3/9
গ্রীষ্মকালে এসি ফেটে যাওয়া বা আগুন ধরার ঘটনাও বেড়েছে গত কয়েক বছরে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন কারণে এসিতে আগুন লাগতে পারে! কীভাবে এসির রক্ষণাবেক্ষণের যত্ন নেবেন সেটাও জেনে নেওয়া যাক।
গ্রীষ্মকালে এসি ফেটে যাওয়া বা আগুন ধরার ঘটনাও বেড়েছে গত কয়েক বছরে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন কারণে এসিতে আগুন লাগতে পারে! কীভাবে এসির রক্ষণাবেক্ষণের যত্ন নেবেন সেটাও জেনে নেওয়া যাক।
advertisement
4/9
এসি সারাদিন চললে বিপদ। সারাদিন এসি বন্ধ না করেলে অতিরিক্ত গরম হতে পারে। প্রয়োজনের চেয়ে বেশি গরম হয়ে যেতে পারে। ফলেএসিতে আগুন লাগার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া এসিতে  নোংরা ফিল্টার থাকলে এবং বাইরে তাপপ্রবাহ চললে, আগুন ধরে যাওয়ার সম্ভাবনা বাড়ে।
এসি সারাদিন চললে বিপদ। সারাদিন এসি বন্ধ না করেলে অতিরিক্ত গরম হতে পারে। প্রয়োজনের চেয়ে বেশি গরম হয়ে যেতে পারে। ফলে এসিতে আগুন লাগার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া এসিতে নোংরা ফিল্টার থাকলে এবং বাইরে তাপপ্রবাহ চললে, আগুন ধরে যাওয়ার সম্ভাবনা বাড়ে।
advertisement
5/9
এসি-তে ভুল ওয়্যারিং-এর কাজ করা থাকলে বিপদ হতে পারে। সেক্ষেত্রে এসিতে শর্ট সার্কিট হতে পারে। সাধারণত অদক্ষ কোনও মেকানিক এমন বিপদ ডেকে আনতে পারেন। এসিতে সব সময় স্ট্যান্ডার্ড ওয়্যারিং প্রয়োজন।
এসি-তে ভুল ওয়্যারিং-এর কাজ করা থাকলে বিপদ হতে পারে। সেক্ষেত্রে এসিতে শর্ট সার্কিট হতে পারে। সাধারণত অদক্ষ কোনও মেকানিক এমন বিপদ ডেকে আনতে পারেন। এসিতে সব সময় স্ট্যান্ডার্ড ওয়্যারিং প্রয়োজন।
advertisement
6/9
এসি যদি কোনও ওভারলোডেড সার্কিটে প্লাগ করা থাকে তা হলে বড়সড় সমস্যা হতে পারে। যেখানে ইতিমধ্যেই প্লাগ আছে, তাহলে কারেন্ট প্রবাহ অতিরিক্ত গরম হতে পারে এবং আগুন লাগার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। পুরনো বাড়িগুলিতে দেখা দেয় এমন সমস্যা।
এসি যদি কোনও ওভারলোডেড সার্কিটে প্লাগ করা থাকে তা হলে বড়সড় সমস্যা হতে পারে। যেখানে ইতিমধ্যেই প্লাগ আছে, তাহলে কারেন্ট প্রবাহ অতিরিক্ত গরম হতে পারে এবং আগুন লাগার সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে। পুরনো বাড়িগুলিতে দেখা দেয় এমন সমস্যা। কনডেন্সার কয়েলগুলি পরীক্ষা ও পরিষ্কার করা উচিত।
advertisement
7/9
ক্যাপাসিটর সাধারণত কম্প্রেসার এবং ফ্যান চালু করতে সাহায্য করে। ক্যাপাসিটর খারাপ হলে এবং অতিরিক্ত গরম হয়ে গেলে এসিতে আগুন লাগতে পারে। ফলে এই যন্ত্রাংশটি সব সময় নজরে রাখতে হবে।
ক্যাপাসিটর সাধারণত কম্প্রেসার এবং ফ্যান চালু করতে সাহায্য করে। ক্যাপাসিটর খারাপ হলে এবং অতিরিক্ত গরম হয়ে গেলে এসিতে আগুন লাগতে পারে। ফলে এই যন্ত্রাংশটি সব সময় নজরে রাখতে হবে।
advertisement
8/9
কম্প্রেসার, ফ্যান বা ক্যাপাসিটরে কোনও সমস্যা বা ত্রুটি হলে বিপদ হতে পারে। ফলে কোনও সস্তার এসি কিনবেন না। সব সময় ব্র্যান্ডেড সংস্থার এসি কিনবেন।
কম্প্রেসার, ফ্যান বা ক্যাপাসিটরে কোনও সমস্যা বা ত্রুটি হলে বিপদ হতে পারে। ফলে কোনও সস্তার এসি কিনবেন না। সব সময় ব্র্যান্ডেড সংস্থার এসি কিনবেন।
advertisement
9/9
এসির ভেন্টগুলি ব্লক থাকলে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে বায়ু চলাচলে বাধা পায়। ফলে ইউনিট অতিরিক্ত গরম হতে থাকে।
এসির ভেন্টগুলি ব্লক থাকলে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে বায়ু চলাচলে বাধা পায়। ফলে ইউনিট অতিরিক্ত গরম হতে থাকে। এসি সব সময় লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানকে দিয়ে ইনস্টল করানো উচিত। স্পেসিফিকেশন মেনে এসি ইনস্টল না হলে বিপদ ঘটতে পারে।
advertisement
advertisement
advertisement