WhatsApp-এ আসছে নতুন ফিচার, ফিরে পাওয়া যাবে ডিলিট হয়ে যাওয়া মেসেজ
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
WhatsApp-এর নতুন ফিচার লক্ষ্য করা গিয়েছে অ্যান্ড্রয়েড বিটা আপডেটে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
WhatsApp এর নতুন এই ফিচার ছাড়াও আরও একটি ফিচার সম্পর্কে জানা গিয়েছে। যা আগামী দিনে লঞ্চ করা হবে। WhatsApp এর নতুন এই ফিচারের মাধ্যমে ইউজাররা তাদের ফোন নম্বর লুকিয়ে রাখতে পারবেন অচেনা-অজানা ইউজারদের কাছ থেকে। WABetainfo-র রিপোর্ট অনুযায়ী WhatsApp নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। খুব তাড়াতাড়ি সকল ইউজারদের জন্য চালু করে দেওয়া হবে নতুন এই ফিচার।
advertisement
জানা গিয়েছে যে বর্তমানে WhatsApp অ্যান্ড্রয়েড ডিভাইসে নতুন ফিচার পরীক্ষা-নিরীক্ষা করছে। কিন্তু আইওএস ডিভাইসেও ভবিষ্যতে এই ফিচার চালু করা হতে পারে। WhatsApp এর সিইও উইল কাটহার্ট জানিয়েছেন যে, ইউজাররা কোনও কমিউনিটি বা গ্রুপে যুক্ত হলে অ্যাডমিন ছাড়া অন্য কেউ তার নম্বর দেখতে পাবে না নতুন ফিচারের মাধ্যমে।