WhatsApp-এ সাইবার হানা হ্যাকারদের! সাবধান, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়নি তো?
- Published by:Ananya Chakraborty
- trending-desk
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp Hacking: ইজরায়েলি কোম্পানির বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টার অভিযোগ, টার্গেট সাংবাদিক-সমাজকর্মীরা
advertisement
মেটা-এর এক কর্তা জানিয়েছেন, হ্যাকিংয়ের চেষ্টার ঘটনা সামনে আসার পরই প্যারাগন সলিউশনের কাছে ‘সিজ-অ্যান্ড-ডিসিস্টের’ (হ্যাক থেকে বিরত থাকার বার্তা) চিঠি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ। আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, “ইউজারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে আপ্রাণ চেষ্টা করবে সংস্থা।” অবশ্য প্যারাগন সলিউশন এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।
advertisement
advertisement
advertisement
তিনি আরও জানিয়েছেন, ইজরায়েলি স্পাইওয়্যার কোম্পানির হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ। যাঁদের টার্গেট করা হয়েছিল, তাঁদের অ্যাকাউন্ট কানাডার ইন্টারনেট ওয়াচডগ গ্রুপ সিটিজেন ল্যাবে পাঠানো হবে। তবে প্যারাগন সলিউশনই যে হামলা চালিয়েছে সেটা মেটা কীভাবে জানল, সে সম্পর্কে কিছু বলতে রাজি হননি তিনি।
advertisement
advertisement
advertisement
আগেও বিভিন্ন দেশের সাংবাদিক, সমাজকর্মী এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ফোন হ্যাক করার চেষ্টার অভিযোগ উঠেছে। অনেকেই এই নিয়ে উদ্বিগ্ন। অ্যাক্সেস নাউ-এর সিনিয়র টেক লিগ্যাল কাউন্সেল নাতালিয়া ক্রাপিভা বলেছেন, “প্যারাগনকে আগে ভাল স্পাইওয়্যার কোম্পানি হিসেবে দেখা হতো, কিন্তু হোয়াটসঅ্যাপের সঙ্গে এই ঘটনার পর সবকিছু উল্টো মনে হচ্ছে।”