WhatsApp-এ আসছে নতুন ফিচার, ইউজাররা এবার কী কী সুবিধা পাবেন জেনে নিন
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WhatsApp Update: খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপের চেহারা পাল্টাতে চলেছে। আসতে চলেছে থিম ফিচার। এমনটা জানিয়েছে WABetaInfo-ও।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ইউজার যখন কোনও থিম বাছবেন তখন ওয়ালপেপার এবং চ্যাট বাবলের রঙও তার সঙ্গে সামঞ্জস্য রেখে বদলে যাবে। কারণ প্রতিটা থিমেরই স্বতন্ত্র ওয়ালপেপার থাকছে। বাবল রঙের সঙ্গে ওয়ালপেপার যাতে মানানসই হয়, সেদিকে বিশেষ নজর রেখেছে হোয়াটসঅ্যাপ। দেখা হচ্ছে, সামগ্রিক লুক যেন আকর্ষণীয় হয়। তবে ইউজার পছন্দসই বাবল রঙের সঙ্গে আলাদা ওয়ালপেপার নিতে পারেন। সেই স্বাধীনতাও দেবে হোয়াটসঅ্যাপ।
advertisement






