চোখ রাখুন ভালে, চার্জ থাকুক অটুক, WhatsApp নিয়ে এল ডার্ক মোড

Last Updated:
WhatsApp-এ ডার্ক মোড অন করবেন কীভাবে? জেনে নিন
1/8
অবশেষে WhatsApp-এ  পৌঁছল ডার্ক মোড।  WhatsApp ভার্সন 2.20.13 এর হাত ধরে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে পৌঁচছে ডার্ক মোড ।
অবশেষে WhatsApp-এ পৌঁছল ডার্ক মোড। WhatsApp ভার্সন 2.20.13 এর হাত ধরে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে পৌঁচছে ডার্ক মোড ।
advertisement
2/8
WAbetainfo ট্যুইট করে জানিয়েছে যে WhatsApp-এর বিটা ভার্সনের জন্য ডার্ক থিম লঞ্চ করে দিয়েছে। এবার কোনও ইউজার চাইলে নিজের চ্যাটের ব্যাকগ্রাউন্ডের রঙ বদল করতে পাড়বে। নতুন এই ডার্ক থিম কেমন দেখতে হবে সেটারও স্ক্রিনসট  ট্যুইটে শেয়ার করেছে WAbetainfo।
WAbetainfo ট্যুইট করে জানিয়েছে যে WhatsApp-এর বিটা ভার্সনের জন্য ডার্ক থিম লঞ্চ করে দিয়েছে। এবার কোনও ইউজার চাইলে নিজের চ্যাটের ব্যাকগ্রাউন্ডের রঙ বদল করতে পাড়বে। নতুন এই ডার্ক থিম কেমন দেখতে হবে সেটারও স্ক্রিনসট ট্যুইটে শেয়ার করেছে WAbetainfo।
advertisement
3/8
এই ফিচারটি ব্যাবহার করার জন্য বিটা গ্রাহকদের সবার আগে নিজের অ্যাপটিকে আপডেট করতে হবে। এরপর WhatsApp সেটিংসে গিয়ে Chats এ ক্লিক করতে হবে।
এই ফিচারটি ব্যাবহার করার জন্য বিটা গ্রাহকদের সবার আগে নিজের অ্যাপটিকে আপডেট করতে হবে। এরপর WhatsApp সেটিংসে গিয়ে Chats এ ক্লিক করতে হবে।
advertisement
4/8
এরপর ইউজার ৪টি অপশন দেখতে পাবে - Light theme, Dark theme, System Default আর Set by Battery Saver।  এখানে Dark অপশন দেখতে পাবেন। এই অপশন সিলেক্ট করলেই ডার্ক ইন্টারফেস দেখা যাবে।
এরপর ইউজার ৪টি অপশন দেখতে পাবে - Light theme, Dark theme, System Default আর Set by Battery Saver। এখানে Dark অপশন দেখতে পাবেন। এই অপশন সিলেক্ট করলেই ডার্ক ইন্টারফেস দেখা যাবে।
advertisement
5/8
Light theme: এই থিমটি অনেকটি ওয়াইট থিমটির মতো হয়, এমন যেটা সবাই এতো দিন ধরে ব্যাবহার করে আসছি।
Light theme: এই থিমটি অনেকটি ওয়াইট থিমটির মতো হয়, এমন যেটা সবাই এতো দিন ধরে ব্যাবহার করে আসছি।
advertisement
6/8
Dark theme: এটি কালো / ডার্ক ব্ল্যাক-এর মতো দেখতে, এর জন্য সবাই অনেক দিন ধরে অপেক্ষা করে আছে।
Dark theme: এটি কালো / ডার্ক ব্ল্যাক-এর মতো দেখতে, এর জন্য সবাই অনেক দিন ধরে অপেক্ষা করে আছে।
advertisement
7/8
System Default: এটা ইউজারের অ্যান্ড্রয়েড সিস্টেম (লাইট বা ডার্ক) থেকে   WhatsApp নিজের থিম সেট করবে। এটা ওই ইউজারদের জন্য ভাল যারা Android Q ব্যবহার করে।
System Default: এটা ইউজারের অ্যান্ড্রয়েড সিস্টেম (লাইট বা ডার্ক) থেকে WhatsApp নিজের থিম সেট করবে। এটা ওই ইউজারদের জন্য ভাল যারা Android Q ব্যবহার করে।
advertisement
8/8
Set by Battery Saver: এটা Android 9 বা তার থেকে কম ভার্সনের জন্য। এটা ব্যাটারি সেবার সেটিং-এর উপর নির্ভর করে লাইট বা ডার্ক থিম অ্যাডজাস্ট করবে।
Set by Battery Saver: এটা Android 9 বা তার থেকে কম ভার্সনের জন্য। এটা ব্যাটারি সেবার সেটিং-এর উপর নির্ভর করে লাইট বা ডার্ক থিম অ্যাডজাস্ট করবে।
advertisement
advertisement
advertisement