WhatsApp Update: WhatsApp-এ এই অপশনটি দেখেছেন! ৯০ শতাংশ মানুষই জানেন না এর প্রকৃত অর্থ

Last Updated:
WhatsApp Update: অ্যাপটি আপডেট করলেই সেই নতুন ফিচারগুলি পাওয়া যেতে পারে
1/8
 WhatsApp একটি জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। এই অ্যাপের কল্যাণে মানুষের সঙ্গে কথোপকথন অনেক সহজ হয়ে গিয়েছে।
WhatsApp একটি জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। এই অ্যাপের কল্যাণে মানুষের সঙ্গে কথোপকথন অনেক সহজ হয়ে গিয়েছে।
advertisement
2/8
এখন যখন খুশি চ্যাট করা যেতে পারে, যেকোনও দেশ বা যে কোনও অবস্থান থেকে। দু’জন ব্যবহারকারী একে অপরকে ছবি, ভিডিও পাঠাতে পারেন।
এখন যখন খুশি চ্যাট করা যেতে পারে, যেকোনও দেশ বা যে কোনও অবস্থান থেকে। দু’জন ব্যবহারকারী একে অপরকে ছবি, ভিডিও পাঠাতে পারেন।
advertisement
3/8
এমনকী গুগলে মাধ্যমে অবস্থান জানানোও এখন খুবই সহজ। Whatsapp-এ নিত্য নতুন ফিচার লঞ্চ করছে। অ্যাপটি আপডেট করলেই সেই নতুন ফিচারগুলি পাওয়া যেতে পারে।
এমনকী গুগলে মাধ্যমে অবস্থান জানানোও এখন খুবই সহজ। Whatsapp-এ নিত্য নতুন ফিচার লঞ্চ করছে। অ্যাপটি আপডেট করলেই সেই নতুন ফিচারগুলি পাওয়া যেতে পারে।
advertisement
4/8
কিন্তু খুব কম মানুষই লক্ষ্য করেছেন যে এর মধ্যে রয়েছে একটি 'i' বোতাম রয়েছে। Whatsapp খুললে সম্পূর্ণ তালিকা ব্যবহারকারীর সামনে উপস্থিত করা হবে।
কিন্তু খুব কম মানুষই লক্ষ্য করেছেন যে এর মধ্যে রয়েছে একটি 'i' বোতাম রয়েছে। Whatsapp খুললে সম্পূর্ণ তালিকা ব্যবহারকারীর সামনে উপস্থিত করা হবে।
advertisement
5/8
এখানে কারও প্রোফাইল ফোটোতে ট্যাপ করলে i বোতাম দেখা যেতে পারে। এর সঙ্গে আরও নানা অপশন পাওয়া যাবে। প্রথমটি মেসেজের আইকন, দ্বিতীয়টি ভয়েস কল, তৃতীয়টি ভিডিও কল এবং চতুর্থ নম্বরে আপনি i বাটন আসবে।
এখানে কারও প্রোফাইল ফোটোতে ট্যাপ করলে i বোতাম দেখা যেতে পারে। এর সঙ্গে আরও নানা অপশন পাওয়া যাবে। প্রথমটি মেসেজের আইকন, দ্বিতীয়টি ভয়েস কল, তৃতীয়টি ভিডিও কল এবং চতুর্থ নম্বরে আপনি i বাটন আসবে।
advertisement
6/8
 এই i-এর মানে কী? এই i-এর মানে তথ্য বা ইনফরমেশন। এই i অপশনটি ক্লিক করলে সেই ব্যক্তির প্রোফাইল খুলে যাবে। প্রোফাইলে গিয়ে এর স্ট্যাটাস, মিডিয়া ভিজিবিলিটি, মিউট নোটিফিকেশনের মতো সব অপশন পাওয়া যাবে।
এই i-এর মানে কী? এই i-এর মানে তথ্য বা ইনফরমেশন। এই i অপশনটি ক্লিক করলে সেই ব্যক্তির প্রোফাইল খুলে যাবে। প্রোফাইলে গিয়ে এর স্ট্যাটাস, মিডিয়া ভিজিবিলিটি, মিউট নোটিফিকেশনের মতো সব অপশন পাওয়া যাবে।
advertisement
7/8
এখানে অনেক অপশন দেওয়া হবে, যা থেকে কাজ করা যেতে পারে। দু’জনের মধ্যে সাধারণ কোন কোন বিষয় রয়েছে তাও দেখা যেতে পারে। Whatsapp সম্প্রতি ঘোষণা করেছে যে সংস্থাটি ব্যবহারকারীর নেম ফিচার নিয়ে কাজ করছে, যা ব্যবহারকারীকে তাদের অ্যাকাউন্টের জন্য একটি মৌলিক ‘ইউজার নেম’ রাখতে দেবে।
এখানে অনেক অপশন দেওয়া হবে, যা থেকে কাজ করা যেতে পারে। দু’জনের মধ্যে সাধারণ কোন কোন বিষয় রয়েছে তাও দেখা যেতে পারে। Whatsapp সম্প্রতি ঘোষণা করেছে যে সংস্থাটি ব্যবহারকারীর নেম ফিচার নিয়ে কাজ করছে, যা ব্যবহারকারীকে তাদের অ্যাকাউন্টের জন্য একটি মৌলিক ‘ইউজার নেম’ রাখতে দেবে।
advertisement
8/8
Instagram-এর মতো অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য যেভাবে রাখা হয় সেভাবেই কাজ করবে। Whatsapp ট্র্যাকার WABetaInfo অনুসারে, এই ফিচারটি নিয়ে কাজ চলছে। এটি অ্যাপ সেটিংসের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। এটি ব্যবহারকারীদের কনট্যাক্ট নম্বর না দিয়ে শুধুমাত্র তাদের ইউজার নেম দিয়েই সংযুক্ত থাকতে দেবে।
Instagram-এর মতো অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য যেভাবে রাখা হয় সেভাবেই কাজ করবে। Whatsapp ট্র্যাকার WABetaInfo অনুসারে, এই ফিচারটি নিয়ে কাজ চলছে। এটি অ্যাপ সেটিংসের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে। এটি ব্যবহারকারীদের কনট্যাক্ট নম্বর না দিয়ে শুধুমাত্র তাদের ইউজার নেম দিয়েই সংযুক্ত থাকতে দেবে।
advertisement
advertisement
advertisement