WhatsApp Tips: বদলে যাবে WhatsApp-এর মেসেজিং! কী হতে চলেছে? জানুন

Last Updated:
WhatsApp-এর এই নতুন ফিচারের অধীনে ইউজাররা তাঁদের চ্যাটে একটি বার্তা কতক্ষণ পিন করা উচিত তা বেছে নিতে সক্ষম হবেন।
1/5
WhatsApp হল বিশ্বের সবথেকে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এদের অসংখ্য ইউজার। WhatsApp তাদের ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। এর ফলে ইউজারদের WhatsApp ব্যবহারের অভিজ্ঞতা ধীরে ধীরে ভাল হচ্ছে। WhatsApp প্রায় প্রতিদিন এক একটি নতুন ফিচার যুক্ত করে চলেছে।
WhatsApp হল বিশ্বের সবথেকে জনপ্রিয় অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম। সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এদের অসংখ্য ইউজার। WhatsApp তাদের ইউজারদের কথা মাথায় রেখে লঞ্চ করে চলেছে একটার পর একটা নতুন ফিচার। এর ফলে ইউজারদের WhatsApp ব্যবহারের অভিজ্ঞতা ধীরে ধীরে ভাল হচ্ছে। WhatsApp প্রায় প্রতিদিন এক একটি নতুন ফিচার যুক্ত করে চলেছে।
advertisement
2/5
জানা গিয়েছে যে, এখন জনপ্রিয় মেসেজিং সার্ভিস WhatsApp তাদের অ্যাপে একটি নতুন ফিচার ‘পিন ডিউরেশন’ নিয়ে আসার কাজ করছে। WABetaInfo এই সম্পর্কে তথ্য দিয়েছে এবং জানিয়েছে যে, বর্তমানে এই ফিচার পরীক্ষার পর্যায়ে রয়েছে। এটি অ্যান্ড্রয়েড বিটা ২.২৩.১২.১১ আপডেটে উপলব্ধ। এক নজরে দেখে নেওয়া যাক এই পিনের মেয়াদ এবং তা কীভাবে কাজ করবে।
জানা গিয়েছে যে, এখন জনপ্রিয় মেসেজিং সার্ভিস WhatsApp তাদের অ্যাপে একটি নতুন ফিচার ‘পিন ডিউরেশন’ নিয়ে আসার কাজ করছে। WABetaInfo এই সম্পর্কে তথ্য দিয়েছে এবং জানিয়েছে যে, বর্তমানে এই ফিচার পরীক্ষার পর্যায়ে রয়েছে। এটি অ্যান্ড্রয়েড বিটা ২.২৩.১২.১১ আপডেটে উপলব্ধ। এক নজরে দেখে নেওয়া যাক এই পিনের মেয়াদ এবং তা কীভাবে কাজ করবে।
advertisement
3/5
WhatsApp-এর এই নতুন ফিচারের অধীনে ইউজাররা তাঁদের চ্যাটে একটি বার্তা কতক্ষণ পিন করা উচিত তা বেছে নিতে সক্ষম হবেন। WABetaInfo-র শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে, ইউজাররা একটি নির্দিষ্ট সময় বেছে নেওয়ার সুবিধা পাবেন, যার পরে পিন করা বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে আনপিন হয়ে যাবে।
WhatsApp-এর এই নতুন ফিচারের অধীনে ইউজাররা তাঁদের চ্যাটে একটি বার্তা কতক্ষণ পিন করা উচিত তা বেছে নিতে সক্ষম হবেন। WABetaInfo-র শেয়ার করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে যে, ইউজাররা একটি নির্দিষ্ট সময় বেছে নেওয়ার সুবিধা পাবেন, যার পরে পিন করা বার্তাটি স্বয়ংক্রিয়ভাবে আনপিন হয়ে যাবে।
advertisement
4/5
জানা গিয়েছে যে, বর্তমানে ইউজাররা এই ফিচারে তিনটি আলাদা সময় পাবেন – ২৪ ঘন্টা, ৭ দিন এবং ৩০ দিন। এর মধ্য থেকে একটি সময় বেছে নিয়ে ইউজাররা একটি নির্দিষ্ট সময়ের জন্য যে কোনও বার্তা পিন করতে পারবেন।
জানা গিয়েছে যে, বর্তমানে ইউজাররা এই ফিচারে তিনটি আলাদা সময় পাবেন – ২৪ ঘন্টা, ৭ দিন এবং ৩০ দিন। এর মধ্য থেকে একটি সময় বেছে নিয়ে ইউজাররা একটি নির্দিষ্ট সময়ের জন্য যে কোনও বার্তা পিন করতে পারবেন।
advertisement
5/5
প্রতিবেদনে বলা হয়েছে যে, ইউজারদের কাছে যে কোনও সময় পিন করা বার্তাটি আনপিন করার বিকল্প থাকবে। অর্থাৎ, মেসেজ পিনের জন্য নির্বাচিত সময়কাল শেষ হওয়ার আগেই তাঁরা বার্তাটি আনপিন করতে পারবেন।
প্রতিবেদনে বলা হয়েছে যে, ইউজারদের কাছে যে কোনও সময় পিন করা বার্তাটি আনপিন করার বিকল্প থাকবে। অর্থাৎ, মেসেজ পিনের জন্য নির্বাচিত সময়কাল শেষ হওয়ার আগেই তাঁরা বার্তাটি আনপিন করতে পারবেন।
advertisement
advertisement
advertisement