এসে গেল WhatsApp -এর সবথেকে বড় ফিচার, মাত্র ৪ নয় আরও বেশি মানুষকে করা যাবে গ্রুপ ভিডিও কল

Last Updated:
আর মাত্র ৪ নয় এবার আরও বেশি লোককে একসঙ্গে করা যাবে ভিডিও কল
1/6
করোনা সংক্রমণ রুখতে প্রায় সারা বিশ্বেই এখন লকডাউন পরিস্থিতি। সেই অবস্থায় প্রায় সব জায়গার অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম। আর এই পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সিং প্ল্যাটফর্ম হিসেবে বেশ জনপ্রিয় হয়ে ওঠে জুম।  কিন্ত এই অ্যাপ-এর নিরাপত্তা নিয়ে সতর্ক করেছে খোদ কেন্দ্রই৷ তাই মুশকিল আসানে এ বার আসরে হোয়াটসঅ্যাপ৷
করোনা সংক্রমণ রুখতে প্রায় সারা বিশ্বেই এখন লকডাউন পরিস্থিতি। সেই অবস্থায় প্রায় সব জায়গার অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম। আর এই পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সিং প্ল্যাটফর্ম হিসেবে বেশ জনপ্রিয় হয়ে ওঠে জুম। কিন্ত এই অ্যাপ-এর নিরাপত্তা নিয়ে সতর্ক করেছে খোদ কেন্দ্রই৷ তাই মুশকিল আসানে এ বার আসরে হোয়াটসঅ্যাপ৷
advertisement
2/6
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবার যাতে গ্রুপ ভিডিওতে অংশগ্রহনকারীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ-এ এখন ভিডিও কলিংয়ে ৪ জনের বেশি কথা বলা যায় না৷ রিপোর্ট অনুযায়ী এবার একসঙ্গে হোয়াটসঅ্যাপে দ্বিগুণ লক কথা বলতে পাড়বে।
হোয়াটসঅ্যাপ (WhatsApp) ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। নিত্য নতুন ফিচার নিয়ে এসে আরও জনপ্রিয় হয়ে উঠছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। এবার যাতে গ্রুপ ভিডিওতে অংশগ্রহনকারীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ-এ এখন ভিডিও কলিংয়ে ৪ জনের বেশি কথা বলা যায় না৷ রিপোর্ট অনুযায়ী এবার একসঙ্গে হোয়াটসঅ্যাপে দ্বিগুণ লক কথা বলতে পাড়বে।
advertisement
3/6
WABetaInfo জানিয়েছে যে iOS আর android-এর বিটা ভার্সনে এখন গ্রুপ ভিডিও কলিং-এ ৮ জন অংশগ্রহন করতে পারছে। WABetaInfo দাবি করছে যে নতুন আপডেট Android বিটা (v 2.20.133) আর iOS বিটা (v2.20.50.25) -এর হাত ধ্রে এই ফিচারটি পৌঁছে যাচ্ছে। তো আপনি যদি বিটা টেষ্টার হ্ন আর এখনও আপনি এই আপডেটটি পাননি তাহলে অ্যাপ আনইন্সটল করে ফের ইন্সটল করুন।
WABetaInfo জানিয়েছে যে iOS আর android-এর বিটা ভার্সনে এখন গ্রুপ ভিডিও কলিং-এ ৮ জন অংশগ্রহন করতে পারছে। WABetaInfo দাবি করছে যে নতুন আপডেট Android বিটা (v 2.20.133) আর iOS বিটা (v2.20.50.25) -এর হাত ধ্রে এই ফিচারটি পৌঁছে যাচ্ছে। তো আপনি যদি বিটা টেষ্টার হ্ন আর এখনও আপনি এই আপডেটটি পাননি তাহলে অ্যাপ আনইন্সটল করে ফের ইন্সটল করুন।
advertisement
4/6
রিপোর্টের সঙ্গে একটি স্ক্রিনসটও শেয়ার করেছে, যাতে বলা হয়েছে যে এই ফিচারটিকে ব্যবহার করার জন্য প্রত্যেক অংশগ্রহণকারীর আছে লেটেস্ট আর আপডেটেড ভার্সন থাকতে হবে। মানে যার কাছে লেটেস্ট আর আপডেটেড ভার্সন তাহবে না সে এই গ্রুপ কলে যোগ দিতে পাড়বে না।
রিপোর্টের সঙ্গে একটি স্ক্রিনসটও শেয়ার করেছে, যাতে বলা হয়েছে যে এই ফিচারটিকে ব্যবহার করার জন্য প্রত্যেক অংশগ্রহণকারীর আছে লেটেস্ট আর আপডেটেড ভার্সন থাকতে হবে। মানে যার কাছে লেটেস্ট আর আপডেটেড ভার্সন তাহবে না সে এই গ্রুপ কলে যোগ দিতে পাড়বে না।
advertisement
5/6
ভয়েস আর ভিডিও কলিং করার জন্য রয়েছে দুটি অপশন। প্রথমে গ্রুপে কলিংয়ের বাটনে ক্লিক করে (এটা তখনই সম্ভব যদি আপানার সেই গ্রুপে শুধু ওই ৪  জন রয়েছে যাদের সঙ্গে আপনি কথা বলতে চান)। দ্বিতীয়, একজন কে কল করে, পরে এক এক করে যোগ করা।
ভয়েস আর ভিডিও কলিং করার জন্য রয়েছে দুটি অপশন। প্রথমে গ্রুপে কলিংয়ের বাটনে ক্লিক করে (এটা তখনই সম্ভব যদি আপানার সেই গ্রুপে শুধু ওই ৪ জন রয়েছে যাদের সঙ্গে আপনি কথা বলতে চান)। দ্বিতীয়, একজন কে কল করে, পরে এক এক করে যোগ করা।
advertisement
6/6
৮ জনকে একসঙ্গে কল করার এই ফিচার সবার কছা কবে পৌঁছাবে যা এখনও জানা যায়নি। কিন্তু বিটা ভার্সনে পৌঁছে যাবার পর আশা ক্রয়া হচ্ছে যে খুব শীঘ্রই সবার জন্য এই ফিচার রোলআউট করতে শুরু করবে হোয়াটশঅ্যাপ।
৮ জনকে একসঙ্গে কল করার এই ফিচার সবার কছা কবে পৌঁছাবে যা এখনও জানা যায়নি। কিন্তু বিটা ভার্সনে পৌঁছে যাবার পর আশা ক্রয়া হচ্ছে যে খুব শীঘ্রই সবার জন্য এই ফিচার রোলআউট করতে শুরু করবে হোয়াটশঅ্যাপ।
advertisement
advertisement
advertisement