WABetaInfo ওয়েবসাইটে জানানো হয়েছে যে সাম্প্রতিক অ্যানড্রয়েড বিটা ভার্সনে গ্রুওপ কলে গ্রাহকের সংখ্যা বাড়ানোর ইঙ্গিত পাওয়া গিয়েছে। কারণ এই মুহূর্তে জুম, গুগল ডুও-তে এক সঙ্গে ১২ জন বা তাঁর থেকে বেশি জন ভিডিও কলে অংশগ্রহন করতে পারে। আর সামাজিক দূরত্ব বজায় রাখতে এই ফিচার খুবই কাজের হয়ে উঠেছে।