WhatsApp-এর নতুন চমক! এবার অ্যাপ না থাকলেও মেসেজ পাঠানো যাবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই ফিচারটি
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
WhatsApp এমন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে যা দিয়ে অ্যাপ ইন্সটল করা নেই এমন ব্যক্তির সিঙ্গেও চ্যাট করা যাবে। জেনে নিন কীভাবে কাজ করবে এই ফিচারটি
advertisement
advertisement
ওই রিপোর্টে বলা হয়েছে যে, একটি ইউনিক ইনভিটেশন লিঙ্কের মাধ্যমে WhatsApp ব্যবহারকারী এবং নন-ইউজারদের মধ্যে ওয়ান-অন-ওয়ান চ্যাট এনেবল করবে এই ফিচারটি। তবে নিমন্ত্রিত ব্যক্তির WhatsApp ডাউনলোড করার প্রয়োজন হবে না। কিংবা অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে হবে না। তাঁদের চ্যাটিং শুরু করার জন্য একটি ওয়েব ব্রাউজারে ওই লিঙ্কটি খুলতে হবে। WhatsApp Web-এর মতো কাজ করার জন্যই এটি ডিজাইন করা হয়েছে। যার লক্ষ্য হল, সহজ এবং ঝঞ্ঝাটমুক্ত অভিজ্ঞতা উপভোগ করা।
advertisement
advertisement
এক্ষেত্রে একজন WhatsApp ইউজার একটি লিঙ্ক জেনারেট এবং শেয়ার করতে পারবে, যা প্রাপকের ব্রাউজারের সিকিওর চ্যাট উইন্ডোয় খুলে যাবে। এটি রিয়েল-টাইম কমিউনিকেশনের অনুমতি দেবে। যার ফলে অতিথিকে সাইন-আপ কিংবা অ্যাপ ইনস্টল করতে হবে না। এটি যোগাযোগ ব্যবস্থাকে আরও প্রসারিত করে তুলবে। তবে এর কিছু সমস্যাও রয়েছে।
advertisement
রিপোর্টে বলা হয়েছে যে, টেক্সট-অনলি কনভার্সেশনের ক্ষেত্রেই শুধুমাত্র সীমাবদ্ধ থাকবে গেল্ট চ্যাটস। মিডিয়া শেয়ারিং (ফটো, ভিডিও, GIF এবং ভয়েস নোট) পাওয়া যাবে না। এর পাশাপাশি এই গেস্ট মোডে গ্রুপ চ্যাট এবং ভয়েস অথবা ভিডিও কলও সাপোর্ট করবে না। আসলে এই বিধিনিষেধগুলি WhatsApp-এর নেওয়া এক সূক্ষ্ম সিদ্ধান্ত। মূলত অস্থায়ী ইউজারদের জন্য নিরাপত্তাজনিত উদ্বেগ কমাতে এবং সহজ-সরল বিষয়টা বজায় রাখতেই এহেন সিদ্ধান্ত গ্রহণ করেছে সংশ্লিষ্ট অ্যাপ।
advertisement