advertisement

দুঃসংবাদ! এবার WhatsApp ও Instagram ব্যবহারে গুনতে হবে টাকা! সামনে এল মেটার নতুন প্ল্যান, আসতে চলেছে প্রিমিয়াম ভার্সন

Last Updated:
WhatsApp, Instagram ও Facebook-এর জন্য নতুন Premium সাবস্ক্রিপশন আনতে চলেছে Meta। এই প্ল্যানে থাকতে পারে অ্যাডভান্স AI ফিচার ও এক্সক্লুসিভ টুল। তবে ফ্রি ইউজাররা আগের মতোই পরিষেবা ব্যবহার করতে পারবেন
1/8
Meta এবার তাদের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম WhatsApp, Instagram ও Facebook-এর ক্ষেত্রে বড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, এই অ্যাপগুলির জন্য আলাদা করে একটি Premium সাবস্ক্রিপশন মডেল চালুর পরিকল্পনা করছে সংস্থা। উল্লেখযোগ্য বিষয় হলো, এই নতুন প্ল্যানটি বর্তমান Meta Verified সাবস্ক্রিপশনের থেকে সম্পূর্ণ আলাদা হবে এবং এতে এমন কিছু এক্সক্লুসিভ ফিচার থাকবে, যা ফ্রি ইউজাররা পাবেন না।
Meta এবার তাদের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম WhatsApp, Instagram ও Facebook-এর ক্ষেত্রে বড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, এই অ্যাপগুলির জন্য আলাদা করে একটি Premium সাবস্ক্রিপশন মডেল চালুর পরিকল্পনা করছে সংস্থা। উল্লেখযোগ্য বিষয় হলো, এই নতুন প্ল্যানটি বর্তমান Meta Verified সাবস্ক্রিপশনের থেকে সম্পূর্ণ আলাদা হবে এবং এতে এমন কিছু এক্সক্লুসিভ ফিচার থাকবে, যা ফ্রি ইউজাররা পাবেন না।
advertisement
2/8
এতদিন পর্যন্ত WhatsApp, Instagram ও Facebook সম্পূর্ণ বিনামূল্যেই ব্যবহার করা যেত। তবে AI ফিচারের ক্রমবর্ধমান ব্যবহার এবং বিপুল বিনিয়োগের পর Meta এবার এই প্ল্যাটফর্মগুলিকে আয়ের নতুন উৎস হিসেবে গড়ে তুলতে চাইছে। TechCrunch-এর রিপোর্ট অনুযায়ী, Premium প্ল্যানে Meta তাদের অ্যাডভান্স AI টুল যুক্ত করতে পারে।
এতদিন পর্যন্ত WhatsApp, Instagram ও Facebook সম্পূর্ণ বিনামূল্যেই ব্যবহার করা যেত। তবে AI ফিচারের ক্রমবর্ধমান ব্যবহার এবং বিপুল বিনিয়োগের পর Meta এবার এই প্ল্যাটফর্মগুলিকে আয়ের নতুন উৎস হিসেবে গড়ে তুলতে চাইছে। TechCrunch-এর রিপোর্ট অনুযায়ী, Premium প্ল্যানে Meta তাদের অ্যাডভান্স AI টুল যুক্ত করতে পারে।
advertisement
3/8
WhatsApp ও Instagram Premium-এ কী কী থাকতে পারে?
রিপোর্ট অনুযায়ী, Meta তাদের Manus AI Agent-কে Premium সাবস্ক্রিপশনের অংশ করতে পারে। এই AI টুল স্মার্ট রিপ্লাই, কনটেন্ট তৈরি এবং বিভিন্ন অটোমেশন সুবিধা দিতে সক্ষম হবে। পাশাপাশি Instagram-এ AI-চালিত টুল যেমন ‘Vibes’, যার মাধ্যমে ছোট AI ভিডিও তৈরি করা যাবে, সেগুলোও Premium ইউজারদের জন্য এক্সক্লুসিভ হতে পারে।
WhatsApp ও Instagram Premium-এ কী কী থাকতে পারে?রিপোর্ট অনুযায়ী, Meta তাদের Manus AI Agent-কে Premium সাবস্ক্রিপশনের অংশ করতে পারে। এই AI টুল স্মার্ট রিপ্লাই, কনটেন্ট তৈরি এবং বিভিন্ন অটোমেশন সুবিধা দিতে সক্ষম হবে। পাশাপাশি Instagram-এ AI-চালিত টুল যেমন ‘Vibes’, যার মাধ্যমে ছোট AI ভিডিও তৈরি করা যাবে, সেগুলোও Premium ইউজারদের জন্য এক্সক্লুসিভ হতে পারে।
advertisement
4/8
Instagram ইউজারদের দীর্ঘদিনের চাওয়া কিছু ফিচারও এই Premium প্ল্যানে যোগ হতে পারে, যেমন—
১. কে আপনাকে ফলো করছে না, তা জানার সুবিধা
২. সামনে থাকা ব্যক্তি না জানতেই Instagram Story দেখার অপশন
Instagram ইউজারদের দীর্ঘদিনের চাওয়া কিছু ফিচারও এই Premium প্ল্যানে যোগ হতে পারে, যেমন—১. কে আপনাকে ফলো করছে না, তা জানার সুবিধা২. সামনে থাকা ব্যক্তি না জানতেই Instagram Story দেখার অপশন
advertisement
5/8
WhatsApp Premium-এও অ্যাডভান্স AI ফিচার, উন্নত চ্যাট টুল এবং অতিরিক্ত কাস্টমাইজেশন সুবিধা দেওয়া হতে পারে, যদিও এই বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।
WhatsApp Premium-এও অ্যাডভান্স AI ফিচার, উন্নত চ্যাট টুল এবং অতিরিক্ত কাস্টমাইজেশন সুবিধা দেওয়া হতে পারে, যদিও এই বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।
advertisement
6/8
ফ্রি ইউজারদের উপর কী প্রভাব পড়বে?
Meta স্পষ্ট করেছে যে এই Premium প্ল্যান সম্পূর্ণ ঐচ্ছিক হবে। অর্থাৎ, ফ্রি ইউজাররা আগের মতোই অ্যাপ ব্যবহার করতে পারবেন। এই প্ল্যান মূলত তাঁদের জন্য, যাঁরা অতিরিক্ত ফিচার ও AI টুল ব্যবহারের জন্য টাকা খরচ করতে রাজি।
ফ্রি ইউজারদের উপর কী প্রভাব পড়বে?Meta স্পষ্ট করেছে যে এই Premium প্ল্যান সম্পূর্ণ ঐচ্ছিক হবে। অর্থাৎ, ফ্রি ইউজাররা আগের মতোই অ্যাপ ব্যবহার করতে পারবেন। এই প্ল্যান মূলত তাঁদের জন্য, যাঁরা অতিরিক্ত ফিচার ও AI টুল ব্যবহারের জন্য টাকা খরচ করতে রাজি।
advertisement
7/8
তবে প্রাইভেসি নিয়ে কিছু প্রশ্ন উঠছে। বিশেষ করে WhatsApp-এ সম্প্রতি বিজ্ঞাপন চালু হওয়ার পর ইউজারদের মধ্যে উদ্বেগ বেড়েছে—তাঁদের ডেটা কি AI ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হবে? Meta-র দাবি, ইউজার ডেটার গোপনীয়তা আগের মতোই সুরক্ষিত থাকবে।
তবে প্রাইভেসি নিয়ে কিছু প্রশ্ন উঠছে। বিশেষ করে WhatsApp-এ সম্প্রতি বিজ্ঞাপন চালু হওয়ার পর ইউজারদের মধ্যে উদ্বেগ বেড়েছে—তাঁদের ডেটা কি AI ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হবে? Meta-র দাবি, ইউজার ডেটার গোপনীয়তা আগের মতোই সুরক্ষিত থাকবে।
advertisement
8/8
মানুষ কি টাকা দিতে রাজি হবে?
এই বিষয়টি ভবিষ্যতেই স্পষ্ট হবে, কতজন ইউজার এই অ্যাপগুলোর জন্য সাবস্ক্রিপশন নিতে আগ্রহী হন। তবে এটুকু নিশ্চিত, Meta-র এই সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বড় পরিবর্তন আনতে চলেছে।
মানুষ কি টাকা দিতে রাজি হবে?এই বিষয়টি ভবিষ্যতেই স্পষ্ট হবে, কতজন ইউজার এই অ্যাপগুলোর জন্য সাবস্ক্রিপশন নিতে আগ্রহী হন। তবে এটুকু নিশ্চিত, Meta-র এই সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় বড় পরিবর্তন আনতে চলেছে।
advertisement
advertisement
advertisement