WhatsApp-এ আসছে নতুন রঙের Wallpaper, জেনে নিন এর বিশেষত্ব

Last Updated:
1/5
অনেক দিন ধরেই সবাই অপেক্ষা করে আছে  WhatsApp-এ ডার্ক মোড-এর। কিন্তু এখনও এর স্টেবেল ভার্সন আসে নি। WABetaInfo-এ অনেকবার এই নিয়ে রিপোর্ট বার করেছে, যাতে এর বিটা ভার্সন-এর জন্য বেশ কিছু আপডেট সাপোর্টের কথাও আছে।
অনেক দিন ধরেই সবাই অপেক্ষা করে আছে WhatsApp-এ ডার্ক মোড-এর। কিন্তু এখনও এর স্টেবেল ভার্সন আসে নি। WABetaInfo-এ অনেকবার এই নিয়ে রিপোর্ট বার করেছে, যাতে এর বিটা ভার্সন-এর জন্য বেশ কিছু আপডেট সাপোর্টের কথাও আছে।
advertisement
2/5
এবার নতুন একটি রিপোর্টে WABetaInfo জানিয়েছে যে WhatsApp-এ এখন কাজ চলছে Default Dark Wallpaper-এর উপরে। সাথে এটাও বলা হয়েছে যে ডার্ক থীম লঞ্চ করার আগে এর সঙ্গে জড়িত এটি শেষ ফিচার, আর তারপরই লঞ্চ হবে Dark theme।
এবার নতুন একটি রিপোর্টে WABetaInfo জানিয়েছে যে WhatsApp-এ এখন কাজ চলছে Default Dark Wallpaper-এর উপরে। সাথে এটাও বলা হয়েছে যে ডার্ক থীম লঞ্চ করার আগে এর সঙ্গে জড়িত এটি শেষ ফিচার, আর তারপরই লঞ্চ হবে Dark theme।
advertisement
3/5
WABetaInfo-এর স্ক্রিনসটও সেয়ার করেছে, যাতে ডার্ক Wallpaper দেখা যাচ্ছে। এই ডার্ক থীম অনেকটা ব্লু রঙের স্কিমের মতো দেখতে। জানা গিয়েছে যে এটা লেটেস্ট বিটা আপডেট  2.19.327 জন্য।
WABetaInfo-এর স্ক্রিনসটও সেয়ার করেছে, যাতে ডার্ক Wallpaper দেখা যাচ্ছে। এই ডার্ক থীম অনেকটা ব্লু রঙের স্কিমের মতো দেখতে। জানা গিয়েছে যে এটা লেটেস্ট বিটা আপডেট 2.19.327 জন্য।
advertisement
4/5
এর আগে WABetaInfo ওয়েবসাইটে WhatsApp-এ ডার্ক মোড-এর তিনটি কনফিগারেশন সাপোর্টের কথা জানিয়েছিল। এর মধ্যে দুটি ইমপ্লিমেন্টও করেচ দিয়েছে। ওই সময় WABetaInfo একটি ছবিও সেয়ার করেছিল। সেই ছবি দুটি শেডের মধ্যে বেশি তফাৎ দেখা যায়নি।
এর আগে WABetaInfo ওয়েবসাইটে WhatsApp-এ ডার্ক মোড-এর তিনটি কনফিগারেশন সাপোর্টের কথা জানিয়েছিল। এর মধ্যে দুটি ইমপ্লিমেন্টও করেচ দিয়েছে। ওই সময় WABetaInfo একটি ছবিও সেয়ার করেছিল। সেই ছবি দুটি শেডের মধ্যে বেশি তফাৎ দেখা যায়নি।
advertisement
5/5
ডার্ক মোড ফিচার আশার পর WhatsApp-এর সাদা ব্যাকগ্রাউন্ড কালো/গ্রে হয়ে যাবে। আর কালো অক্ষর সাদা হয়ে যাবে। এর আগে এই খবরও এসেছিল যে ডার্ক মোডে অক্ষরের রঙ সাদা না হয়ে নীল রঙ হবে।
ডার্ক মোড ফিচার আশার পর WhatsApp-এর সাদা ব্যাকগ্রাউন্ড কালো/গ্রে হয়ে যাবে। আর কালো অক্ষর সাদা হয়ে যাবে। এর আগে এই খবরও এসেছিল যে ডার্ক মোডে অক্ষরের রঙ সাদা না হয়ে নীল রঙ হবে।
advertisement
advertisement
advertisement