WhatsApp Ban in US: বন্ধ হচ্ছে WhatsApp? জারি সরকারের কড়া নির্দেশিকা, জানুন কেন ভয়ংকর বিপদের মুখে জনপ্রিয় এই অ্যাপ

Last Updated:
WhatsApp Ban in US: আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর সদস্যদের সরকারি স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপ WhatsApp অ্যাপ্লিকেশন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সাইবার সুরক্ষার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
1/7
ডেটা সিকিউরিটি বা তথ্য সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগের কথা মাথায় রেখেই কংগ্রেশনাল স্টাফদের ব্যবহৃত সমস্ত সরকার পরিচালিত ডিভাইস থেকে WhatsApp নিষিদ্ধ করার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে দিলেন মার্কিন হাউজের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। আসলে কংগ্রেসে উচ্চ-ঝুঁকিপূর্ণ প্রযুক্তির ব্যবহার সীমিত করার জন্য বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে। অবশ্য এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে কিছু এআই টুলকেও
ডেটা সিকিউরিটি বা তথ্য সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগের কথা মাথায় রেখেই কংগ্রেশনাল স্টাফদের ব্যবহৃত সমস্ত সরকার পরিচালিত ডিভাইস থেকে WhatsApp নিষিদ্ধ করার কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে দিলেন মার্কিন হাউজের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। আসলে কংগ্রেসে উচ্চ-ঝুঁকিপূর্ণ প্রযুক্তির ব্যবহার সীমিত করার জন্য বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে। অবশ্য এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে কিছু এআই টুলকেও
advertisement
2/7
মার্কিন হাউজ রিপ্রেজেন্টেটিভদের জন্য WhatsApp নিষিদ্ধ করার মেমো প্রকাশিত হয়েছে: সম্প্রতি DeepSeek, ByteDance প্রোডাক্ট ও Microsoft Copilot-এর মতো অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সংশ্লিষ্ট হাউজের তরফে। শুধু তা-ই নয়, ChatGPT-র পেইড ভার্সন ChatGPT Plus-এর ব্যবহারের ক্ষেত্রেও রাশ টানা হয়েছে।
মার্কিন হাউজ রিপ্রেজেন্টেটিভদের জন্য WhatsApp নিষিদ্ধ করার মেমো প্রকাশিত হয়েছে: সম্প্রতি DeepSeek, ByteDance প্রোডাক্ট ও Microsoft Copilot-এর মতো অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সংশ্লিষ্ট হাউজের তরফে। শুধু তা-ই নয়, ChatGPT-র পেইড ভার্সন ChatGPT Plus-এর ব্যবহারের ক্ষেত্রেও রাশ টানা হয়েছে।
advertisement
3/7
Axios কর্তৃক প্রাপ্ত ই-মেলে CAO বলেন যে, ব্যবহারকারীর ডেটা সুরক্ষায় স্বচ্ছতার অভাব, স্টোরড ডেটা এনক্রিপশনের অনুপস্থিতি এবং এর ব্যবহারের সঙ্গে যুক্ত সম্ভাব্য নিরাপত্তার আশঙ্কার কারণে সাইবার সিকিউরিটি অফিস WhatsApp-কে ব্যবহারকারীদের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ বলে গণ্য করছে।
Axios কর্তৃক প্রাপ্ত ই-মেলে CAO বলেন যে, ব্যবহারকারীর ডেটা সুরক্ষায় স্বচ্ছতার অভাব, স্টোরড ডেটা এনক্রিপশনের অনুপস্থিতি এবং এর ব্যবহারের সঙ্গে যুক্ত সম্ভাব্য নিরাপত্তার আশঙ্কার কারণে সাইবার সিকিউরিটি অফিস WhatsApp-কে ব্যবহারকারীদের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ বলে গণ্য করছে।
advertisement
4/7
সেখানে আরও বলা হয়েছে যে, যে কোনও মোবাইল, ডেস্কটপ অথবা ওয়েব ব্রাউজার ভার্সনের মতো হাউজের যে কোনও ডিভাইসে WhatsApp অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে অথবা রাখতে পারবেন না হাউজ স্টাফরা। ওই ইমেলে আরও বলা হয়েছে যে, যদি আপনার হাউজ-পরিচালিত ডিভাইসে WhatsApp অ্যাপ্লিকেশন থাকে, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করে তা রিমুভ করতে বলা হবে।
সেখানে আরও বলা হয়েছে যে, যে কোনও মোবাইল, ডেস্কটপ অথবা ওয়েব ব্রাউজার ভার্সনের মতো হাউজের যে কোনও ডিভাইসে WhatsApp অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে অথবা রাখতে পারবেন না হাউজ স্টাফরা। ওই ইমেলে আরও বলা হয়েছে যে, যদি আপনার হাউজ-পরিচালিত ডিভাইসে WhatsApp অ্যাপ্লিকেশন থাকে, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করে তা রিমুভ করতে বলা হবে।
advertisement
5/7
বিকল্প মেসেজিং অ্যাপের অনুমোদন: CAO-র থেকে আসা মেমো-য় Microsoft Teams, Amazon-এর Wickr, Signal, Apple-এর iMessage ও FaceTime-এর মতো বিকল্প মেসেজিং প্ল্যাটফর্মকে নিরাপদ বিকল্প বলে গণ্য করা হয়েছে। এমনটা জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। সেই সঙ্গে ফিশিং স্ক্যাম এবং অজ্ঞাতপরিচয় নম্বর থেকে আসা মেসেজের বিষয়েও সতর্ক করা হয়েছে।
বিকল্প মেসেজিং অ্যাপের অনুমোদন: CAO-র থেকে আসা মেমো-য় Microsoft Teams, Amazon-এর Wickr, Signal, Apple-এর iMessage ও FaceTime-এর মতো বিকল্প মেসেজিং প্ল্যাটফর্মকে নিরাপদ বিকল্প বলে গণ্য করা হয়েছে। এমনটা জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। সেই সঙ্গে ফিশিং স্ক্যাম এবং অজ্ঞাতপরিচয় নম্বর থেকে আসা মেসেজের বিষয়েও সতর্ক করা হয়েছে।
advertisement
6/7
এই নিষেধাজ্ঞার বিষয়ে জবাব দিয়েছে WhatsApp: WhatsApp-এর পেরেন্ট কোম্পানি Meta-র মুখপাত্র অ্যান্ডি স্টোন Axios-কে একটি বিবৃতিতে বলেন যে, সদস্য এবং তাদের কর্মচারীরা নিয়মিত WhatsApp ব্যবহার করেন বলেই আমরা জানি। আমরা আশা করি যে, হাউজের সদস্যরা তাঁদের সেনেট প্রতিপক্ষদের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে এটি করার ক্ষেত্রে যোগ দিতে পারবেন।
এই নিষেধাজ্ঞার বিষয়ে জবাব দিয়েছে WhatsApp: WhatsApp-এর পেরেন্ট কোম্পানি Meta-র মুখপাত্র অ্যান্ডি স্টোন Axios-কে একটি বিবৃতিতে বলেন যে, সদস্য এবং তাদের কর্মচারীরা নিয়মিত WhatsApp ব্যবহার করেন বলেই আমরা জানি। আমরা আশা করি যে, হাউজের সদস্যরা তাঁদের সেনেট প্রতিপক্ষদের সঙ্গে আনুষ্ঠানিক ভাবে এটি করার ক্ষেত্রে যোগ দিতে পারবেন।
advertisement
7/7
স্টোন আরও বলেন যে, WhatsApp-এর মেসেজ ডিফল্ট হিসেবেই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে। যার অর্থ হল, শুধুমাত্র মেসেজ প্রাপকই সেই মেসেজ দেখতে পাবেন। এমনকী সেই মেসেজ WhatsApp-ও দেখতে পাবে না। CAO-এর অনুমোদিত তালিকার বেশিরভাগ অ্যাপের তুলনায় এটি উচ্চস্তরের নিরাপত্তা প্রদান করে।
স্টোন আরও বলেন যে, WhatsApp-এর মেসেজ ডিফল্ট হিসেবেই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকে। যার অর্থ হল, শুধুমাত্র মেসেজ প্রাপকই সেই মেসেজ দেখতে পাবেন। এমনকী সেই মেসেজ WhatsApp-ও দেখতে পাবে না। CAO-এর অনুমোদিত তালিকার বেশিরভাগ অ্যাপের তুলনায় এটি উচ্চস্তরের নিরাপত্তা প্রদান করে।
advertisement
advertisement
advertisement