Air Conditioner: সেকেন্ড হ্যান্ড এসি কেনা কি লাভ? অনেক টাকা বাঁচে, কী কী দেখে পুরনো AC কিনবেন!

Last Updated:
Air Conditioner: সেকেন্ড হ্যান্ড এসি কেনার আগে বিল চেক করবেন। সেই এসি কতদিনের পুরনো সেটা দেখে নেবেন। মেরামত করার প্রয়োজন হলে কোম্পানি থেকে সুবিধা পাবেন কি না সেটাও দেখে নেবেন।
1/7
সাধ থাকলেও সাধ্য নেই অনেকের। ফলে এই তীব্র তাপপ্রবাহের সময় অনেকেই এসি কিনতে পারছেন না। তবে অনেকে বুদ্ধিমানের মতো কাজ করছেন। কিনছেন সেকেন্ড হ্যান্ড এসি।
সাধ থাকলেও সাধ্য নেই অনেকের। ফলে এই তীব্র তাপপ্রবাহের সময় অনেকেই এসি কিনতে পারছেন না। তবে অনেকে বুদ্ধিমানের মতো কাজ করছেন। কিনছেন সেকেন্ড হ্যান্ড এসি।
advertisement
2/7
সেকেন্ড হ্যান্ড এসি ভাল অবস্থায় পেলে কেনাটা লাভের। তবে পুরনো এসি কেনার আগে কয়েকটি জিনিস দেখে নিতে হয়। সেগুলো যাচাই না করলে ঠকে যেতে পারেন।
সেকেন্ড হ্যান্ড এসি ভাল অবস্থায় পেলে কেনাটা লাভের। তবে পুরনো এসি কেনার আগে কয়েকটি জিনিস দেখে নিতে হয়। সেগুলো যাচাই না করলে ঠকে যেতে পারেন।
advertisement
3/7
সেকেন্ড হ্যান্ড এসি কেনার আগে সবার আগে দেখবেন সেটি কোন সংস্থার। পরিচিত ও ব্র্যান্ডেড সংস্থার এসি না হলে কেনাটা ঠিক নয়। আর দেখবেন এসি কতটা পুরনো! কতদিন ধরে সেটি ব্যবহার করা হয়েছে।
সেকেন্ড হ্যান্ড এসি কেনার আগে সবার আগে দেখবেন সেটি কোন সংস্থার। পরিচিত ও ব্র্যান্ডেড সংস্থার এসি না হলে কেনাটা ঠিক নয়। আর দেখবেন এসি কতটা পুরনো! কতদিন ধরে সেটি ব্যবহার করা হয়েছে।
advertisement
4/7
এসি কেনার আগে বিল চেক করবেন। সেই এসি কতদিনের পুরনো সেটা দেখে নেবেন। মেরামত করার প্রয়োজন হলে কোম্পানি থেকে সুবিধা পাবেন কি না সেটাও দেখে নেবেন। অনেক সময় খুব বেশি পুরনো এসি না কেনাই ভাল।
সেকেন্ড হ্যান্ড এসি কেনার আগে বিল চেক করবেন। সেই এসি কতদিনের পুরনো সেটা দেখে নেবেন। মেরামত করার প্রয়োজন হলে কোম্পানি থেকে সুবিধা পাবেন কি না সেটাও দেখে নেবেন। অনেক সময় খুব বেশি পুরনো এসি না কেনাই ভাল।
advertisement
5/7
এসির গ্যাস চেক করাবেন। ভবিষ্যতে গ্যাস লিক হলে সমস্যায় পড়তে পারেন। ইনভার্টার এসি কেনাটাই লাভজনক। অনেক ক্ষেত্রে আপনি সহজেই নন ইনভার্টার এসি পেতে পারেন। তবে নন ইনভার্টার এসি কিন্তু বিদ্যুতের বিল কিছুটা বাড়িয়ে দিতে পারে।
এসির গ্যাস চেক করাবেন। ভবিষ্যতে গ্যাস লিক হলে সমস্যায় পড়তে পারেন। ইনভার্টার এসি কেনাটাই লাভজনক। অনেক ক্ষেত্রে আপনি সহজেই নন ইনভার্টার এসি পেতে পারেন। তবে নন ইনভার্টার এসি কিন্তু বিদ্যুতের বিল কিছুটা বাড়িয়ে দিতে পারে।
advertisement
6/7
এসির ফিল্টার স্ট্যাটাস চেক করবেন। খুব বেশি পুরনো ফিল্টার লাগানো এসি কেনা লাভজনক নয়। এসির ক্ষেত্রে ফিল্টার-এর ঠিকঠাক কাজ করাটা বড় ফ্যাক্টর। সেটা চেক করে নেওয়াই ভাল।
এসির ফিল্টার স্ট্যাটাস চেক করবেন। খুব বেশি পুরনো ফিল্টার লাগানো এসি কেনা লাভজনক নয়। এসির ক্ষেত্রে ফিল্টার-এর ঠিকঠাক কাজ করাটা বড় ফ্যাক্টর। সেটা চেক করে নেওয়াই ভাল।
advertisement
7/7
এসির স্টার রেটিং দেখে নেবেন। ফাইভ স্টার হলে কোনও সমস্যা নেই। নিদেনপক্ষে থ্রি স্টারের এসি হলেও ক্ষতি নেই। তবে সেক্ষেত্রে এসির কার্যকারিতা কতটা, সেটা ভাল করে যাচাই করে নিতে হবে।
এসির স্টার রেটিং দেখে নেবেন। ফাইভ স্টার হলে কোনও সমস্যা নেই। নিদেনপক্ষে থ্রি স্টারের এসি হলেও ক্ষতি নেই। তবে সেক্ষেত্রে এসির কার্যকারিতা কতটা, সেটা ভাল করে যাচাই করে নিতে হবে।
advertisement
advertisement
advertisement