AC-র জল ফেলে দেন? না ফেলে এই কাজে লাগান এসির জল
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
সাধারণত আমরা সবাই একে 'এসি ওয়াটার' বলে থাকি। কিন্তু, খুব কম মানুষই জানেন যে, এসি ওয়াটার আসলে কাকে বলে!
বর্তমানে যে হারে গরম পড়া শুরু করেছে, তার থেকে বাঁচার একমাত্র উপায় হল এসি। কারও বাড়িতে যদি এসি থাকে বা কোনও অফিসে এয়ার কন্ডিশনার থাকলে অবশ্যই একটি বিষয় লক্ষ্য করা যায়। যখনই এসি চালু থাকে, তখনই তার পেছন থেকে অনবরত জল পড়ে। যাঁদের বাড়িতে এসি থাকে তাঁদের অনেকেই জানেন না যে, কেন এসির থেকে জল বের হয়।
advertisement
উইন্ডো এসি হোক বা স্প্লিট এসি, দুটোই ঠান্ডা বাতাস দেওয়ার কাজ করে। উভয় এসির মধ্যে কিছু পার্থক্য দেখা গেলেও, উভয়ের মধ্যে আবার অনেক মিল রয়েছে। দুটো এসিই ঘরে বাতাসের আর্দ্রতা কমিয়ে শুষ্ক বাতাস দেওয়ার কাজ করে। অনেকেই হয়তো লক্ষ্য করেছেন যে, যখন এসি চালু থাকে, তখন ইউনিটের পিছনের দিক থেকে অবিরাম জল ঝরতে থাকে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement









