Money Making Tips: বাড়িতে জমে রয়েছে পুরনো কাপড়, বিক্রি করে রোজগার করতে পারেন লাখ লাখ টাকা
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Ways to Make Money: পুরনো কারপর থেকে শুধু মুক্তি পাবেন না রোজগারও করবেন, জেনে নিন কী সেই উপায়
আজ কাল জামা কাপড়ের ফ্যাশন খুব তাড়াতাড়ি বদলাতে থাকে। এর ফলে লোক জন প্রায় দিন নতুন নতুন জামাকাপড় কিনতে থাকেন ফ্যাশন অনুযায়ী। কিন্তু পুরানো কাপড় দিয়ে কী করবেন? কারন অনেক সময় পুরনো কাপড় এতো পুরনোও হয় যা যে ওটা আপনি ফেলে দিতে পাড়বেন। আর নতুন কাপড় কেনার পর পুরনো গুলো পড়তে ইচ্ছে করে না। এর ফলে আপনার কাছে একটাই উপায় বাঁচে, কাপড়গুলো কাইকে দিয়ে দেওয়া
advertisement
কিন্তু আবার দামি কাপড় কাউকে এমনি দিয়ে দিতেও গায়ে লাগে। এবার আপার কাছে এমন একটি উপায় রয়েছে যার ফলে আপনি পুরনো কারপর থেকে শুধু মুক্তি পাবেন না রোজগারও করবেন। জেনে নিন কী সেই উপায়...
advertisement
Etashee একটি অনলাইন সাইট যেখানে আপনি আপনার পুরনো কাপড় বিক্রি করতে পাড়বেন। এখানে আপনি পানার পুরনো জামা কাপরের ভালো দাম পেয়ে যাবেন। কারন এই একটি ফ্যাশন ফোকাসড সাইট আর এর ফলে আপনি পুরনো কাপড় বিক্রি করে নতুন কাপড় কিনতেও পাড়বেন। আর আপনি চাইলে এই সাইটটি শুধু পুরনো কাপড় বিক্রির জন্যও ব্যবহার করতে পারেন।
advertisement
Elanic- দ্বিতীয় এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি পুরনো কাপড় বিক্রি করতে পাড়বেন। এর বিশেষত্ব এটা যে এখানে আপনি ক্রেতাদের সঙ্গে কোথাও বলতে পাড়বেন। এখন থেকে আপনি নিজেও সেকেন্ড হ্যান্ড কাপড় কিনতে পাড়বেন। এখনেও আপনি পুরনো কাপরের ভাল দাম পেয়ে যাবেন।
advertisement
Spoyl-এখানে আপনি জামা কাপড়ের সঙ্গে বিউটি প্রডাক্টও বিক্রি করতে পাড়বেন। এখানে আপনি পুরনো বই ও বিরি করতে পাড়বেন। এই সাইটের একটি অ্যাপও রয়েছে,তার সাহায্যে আপনি বেচা কেনা আর ক্রেতাদের সঙ্গে কোথাও বলতে পাড়বেন।
advertisement
Refashioner- এই সাইটে আপনি ব্যবহৃত জুতা, ব্যাগ, জামাকাপড় এবং অন্যান্য আইটেম বিক্রি করতে পারবেন। এখান থেকে আপনি খুব সহজেই মডেল এবং অভিনেতাদের জামা কাপড় কিনতে পাড়বেন।
advertisement
OLX-এই নামতা আমাদের কাছে নতুন নয়। এখানে আপনি পুরনো জামা কাপড় ছাড়া আরও অনেক কিছু বিক্রি করতে পাড়বেন। এখন থেকে আপনি নিজেও কেনা কাটা করতে পাড়বেন। কিন্তু এখান থেকে কোনও অ্যাপলায়েন্স কেনার সময় একটু সচেতন থাকতে হবে। কারন প্রায় দিন লোক ঠকানোর খবর সামনে আসে।
advertisement