Google Chrome ব্যবহার করেন? সাবাধান না হলে বিপদে পড়তে পারেন! সতর্ক করল সরকার, নিরাপদ থাকতে কী পরামর্শ?
- Published by:Ananya Chakraborty
- Reported by:Trending Desk
Last Updated:
Google Chrome-এ ধরা পড়েছে বড়সড় নিরাপত্তা ত্রুটি। ভারত সরকার CERT-In-এর মাধ্যমে ব্যবহারকারীদের জন্য জারি করেছে উচ্চ-স্তরের সতর্কতা। কীভাবে এই সমস্যা থেকে বাঁচবেন এবং আপনার ব্রাউজার সুরক্ষিত রাখবেন, তা বিস্তারিতভাবে জেনে নিন।
Google Chrome-এ আরও একটি বড়সড় নিরাপত্তাজনিত সমস্যা বা সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে। আর সেটাই তুলে ধরেছে সংশ্লিষ্ট সংস্থা। এবার ভারত সরকার দেশের লক্ষ লক্ষ ব্যবহারকারীদেরকে সতর্ক করেছে। চলতি মাসে Computer Emergency Response Team (CERT-In)-এর মাধ্যমে হাই সিভিয়ারিটি র্যাঙ্কিং-সহ এসেছে লেটেস্ট ক্রোম সিকিউরিটি ওয়ার্নিং। যা একেবারেই ভাল খবর নয়। বিশেষ করে যখন Chrome-এর মতো ব্যাপক ভাবে জনপ্রিয় প্রোডাক্টের প্রশ্ন আসে, তখন তো বটেই! Windows এবং Mac-এ যেসব ওয়েব ব্রাউজার চলে, সেটাই এই বিপদের মুখে পড়েছে। আর তা বিপজ্জনক ভাবে ব্যবহৃত হতে পারে।
advertisement
advertisement
এই ক্রোম ভালনারেবিলিটি সংক্রান্ত বিষয়ে CERT-In বুলেটিনে বলা হয়েছে যে, V8.A-তে আউট অফ বাউন্ডস রাইটের জেরে এই বিপদ বা ভালনারেবিলিটি অবস্থান করছে Google Chrome-এ। আর এই দুর্বলতাগুলিকে কাজে লাগাতে পারে রিমোট অ্যাটাকাররা। তারা টার্গেটেড সিস্টেমে বিশেষ ভাবে ক্র্যাফ্টেড বা তৈরি করা রিক্যুয়েস্ট পাঠিয়ে এগুলিকে কাজে লাগাতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
যেহেতু এই ড্রিল চলছে, তাই Google এই সমস্যাগুলি সম্পর্কে ওয়াকিবহাল এবং সেগুলির সমাধানের জন্য একটি নতুন ভার্সন প্রদান করছে। ব্যবহারকারীদের এখন Windows, macOS এবং Linux-এ Google Chrome-এর জন্য লেটেস্ট সফটওয়্যার আপডেট ডাউনলোড করা উচিত। এর জন্য ব্যবহারকারীদের প্রথমে Chrome-এর থ্রি-ডট মেন্যুতে যেতে হবে। তারপর Settings – About – Update Chrome-এ গিয়ে সহজেই আপডেট করে নিতে হবে এটি।