Vodafone Idea: ৮৪ দিনের এই ধামাকাদার প্ল্যানে বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন, দিচ্ছে কোন সংস্থা?

Last Updated:
Vodafone Idea: এক নজরে দেখে নেওয়া যাক জনপ্রিয় টেলিকম কোম্পানি Vodafone Idea-র এই ৮৩৯ টাকার প্ল্যানের সমস্ত খুঁটিনাটি।
1/5
ভারতে বিভিন্ন টেলিকম কোম্পানির মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় টিকে থাকতে বিভিন্ন টেলিকম কোম্পানি বিভিন্ন ধরনের প্ল্যান চালু করে চলেছে। গ্রাহকদের ধরে রাখতে এবং নতুন গ্রাহকের কাছে পৌঁছে যেতে এখন টেলিকম কোম্পানিগুলোর পাখির চোখ বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন। তারা বাজারে এমন ধরনের প্ল্যান আনছে যেখানে অন্যান্য বিভিন্ন সুবিধার সঙ্গে সঙ্গে গ্রাহকদের বিনামূল্যে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।photo source collected
ভারতে বিভিন্ন টেলিকম কোম্পানির মধ্যে চলছে তীব্র প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় টিকে থাকতে বিভিন্ন টেলিকম কোম্পানি বিভিন্ন ধরনের প্ল্যান চালু করে চলেছে। গ্রাহকদের ধরে রাখতে এবং নতুন গ্রাহকের কাছে পৌঁছে যেতে এখন টেলিকম কোম্পানিগুলোর পাখির চোখ বিভিন্ন ধরনের ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন। তারা বাজারে এমন ধরনের প্ল্যান আনছে যেখানে অন্যান্য বিভিন্ন সুবিধার সঙ্গে সঙ্গে গ্রাহকদের বিনামূল্যে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।photo source collected
advertisement
2/5
সম্প্রতি জনপ্রিয় টেলিকম কোম্পানি Vodafone Idea, সংক্ষেপে Vi তাদের ৮৩৯ টাকার প্ল্যানের সুবিধাগুলিকে রিফ্রেশ করেছে৷ এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, এই প্ল্যানটি আগে থেকেই গ্রাহকদের জন্য উপলব্ধ ছিল। এই প্ল্যানে ইতিমধ্যেই গ্রাহকদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়েছে। এখন এই প্ল্যানে বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশনও ৩ মাসের জন্য পাওয়া যাবে। এক নজরে দেখে নেওয়া যাক জনপ্রিয় টেলিকম কোম্পানি Vodafone Idea-র এই ৮৩৯ টাকার প্ল্যানের সমস্ত খুঁটিনাটি।photo source collected
সম্প্রতি জনপ্রিয় টেলিকম কোম্পানি Vodafone Idea, সংক্ষেপে Vi তাদের ৮৩৯ টাকার প্ল্যানের সুবিধাগুলিকে রিফ্রেশ করেছে৷ এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, এই প্ল্যানটি আগে থেকেই গ্রাহকদের জন্য উপলব্ধ ছিল। এই প্ল্যানে ইতিমধ্যেই গ্রাহকদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়েছে। এখন এই প্ল্যানে বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টারের মোবাইল সাবস্ক্রিপশনও ৩ মাসের জন্য পাওয়া যাবে। এক নজরে দেখে নেওয়া যাক জনপ্রিয় টেলিকম কোম্পানি Vodafone Idea-র এই ৮৩৯ টাকার প্ল্যানের সমস্ত খুঁটিনাটি।photo source collected
advertisement
3/5
জনপ্রিয় টেলিকম কোম্পানি Vodafone Idea-র এই বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টার মোবাইল সাবস্ক্রিপশনের অফার একটি Vi অ্যাপ ভিত্তিক এক্সক্লুসিভ প্ল্যান। অর্থাৎ, যে গ্রাহকরা অফিসিয়াল Vi অ্যাপের মাধ্যমে ৮৩৯ টাকার প্ল্যান ক্রয় করবেন, শুধুমাত্র তাঁরাই এই অফারের সুবিধা পাবেন। এই প্ল্যান ক্রয় চালু করার জন্য গ্রাহকদের Vodafone Idea অ্যাপে যেতে হবে।photo source collected
জনপ্রিয় টেলিকম কোম্পানি Vodafone Idea-র এই বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টার মোবাইল সাবস্ক্রিপশনের অফার একটি Vi অ্যাপ ভিত্তিক এক্সক্লুসিভ প্ল্যান। অর্থাৎ, যে গ্রাহকরা অফিসিয়াল Vi অ্যাপের মাধ্যমে ৮৩৯ টাকার প্ল্যান ক্রয় করবেন, শুধুমাত্র তাঁরাই এই অফারের সুবিধা পাবেন। এই প্ল্যান ক্রয় চালু করার জন্য গ্রাহকদের Vodafone Idea অ্যাপে যেতে হবে।photo source collected
advertisement
4/5
Vi-এর ৮৩৯ টাকার প্ল্যান আগে থেকেই গ্রাহকদের জন্য চালু ছিল। কিন্তু, এই টেলিকম কোম্পানি এখন এই প্ল্যানকে তাদের ওয়েবসাইটের হিরো আনলিমিটেড বিভাগে অন্তর্ভুক্ত করেছে। এখন গ্রাহকরা Vi অ্যাপ থেকে এই প্ল্যানটি রিচার্জ করে ডিজনি প্লাস হটস্টার মোবাইলের সুবিধা পাবেন।এই প্ল্যানে গ্রাহকদের আগে থেকেই সীমাহীন কল, প্রতিদিন ২ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০টি SMS-এর মতো সুবিধা দেওয়া হয়ে থাকে। এই প্ল্যান ৮৪ দিনের বৈধতার সঙ্গে আসে।photo source collected
Vi-এর ৮৩৯ টাকার প্ল্যান আগে থেকেই গ্রাহকদের জন্য চালু ছিল। কিন্তু, এই টেলিকম কোম্পানি এখন এই প্ল্যানকে তাদের ওয়েবসাইটের হিরো আনলিমিটেড বিভাগে অন্তর্ভুক্ত করেছে। এখন গ্রাহকরা Vi অ্যাপ থেকে এই প্ল্যানটি রিচার্জ করে ডিজনি প্লাস হটস্টার মোবাইলের সুবিধা পাবেন।এই প্ল্যানে গ্রাহকদের আগে থেকেই সীমাহীন কল, প্রতিদিন ২ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০টি SMS-এর মতো সুবিধা দেওয়া হয়ে থাকে। এই প্ল্যান ৮৪ দিনের বৈধতার সঙ্গে আসে।photo source collected
advertisement
5/5
এই সুবিধাগুলি ছাড়াও ৮৩৯ টাকার এই প্ল্যানে গ্রাহকদের Binge All Night (রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট), ২ জিবি মাসিক ব্যাকআপ ডেটা এবং সপ্তাহান্তে ডেটা রোলওভারের সুবিধা দেওয়া হচ্ছে। এর সঙ্গে Vi movies ও TV-রও বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। ৩ মাসের জন্য বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন Vi-এর ৩৯৯ টাকার প্ল্যান এবং ৪৯৯ টাকার হিরো আনলিমিটেড রিচার্জ প্ল্যানেও অফার করা হয়েছে। এই প্ল্যানগুলিতে গ্রাহকদের ৫ জিবি অতিরিক্ত ডেটাও দেওয়া হয়।photo source collected
এই সুবিধাগুলি ছাড়াও ৮৩৯ টাকার এই প্ল্যানে গ্রাহকদের Binge All Night (রাত ১২ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বিনামূল্যে ইন্টারনেট), ২ জিবি মাসিক ব্যাকআপ ডেটা এবং সপ্তাহান্তে ডেটা রোলওভারের সুবিধা দেওয়া হচ্ছে। এর সঙ্গে Vi movies ও TV-রও বিনামূল্যে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে। ৩ মাসের জন্য বিনামূল্যে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন Vi-এর ৩৯৯ টাকার প্ল্যান এবং ৪৯৯ টাকার হিরো আনলিমিটেড রিচার্জ প্ল্যানেও অফার করা হয়েছে। এই প্ল্যানগুলিতে গ্রাহকদের ৫ জিবি অতিরিক্ত ডেটাও দেওয়া হয়।photo source collected
advertisement
advertisement
advertisement