Vodafone-Idea গ্রাহকদের জন্য সুখবর! দিতে হবে না কোনও IUC চার্জ

Last Updated:
অন্য নেটওয়ার্কে কল করলেও গ্রাহকদের কাছ থেকে কোনও চার্জ নেবে না Vodafone-Idea
1/5
রিলায়েন্স জিও থেকে অন্য নেটওয়ার্কে বিনামূল্যে কলিংয়ের দিন শেষ ৷ IUC চার্জ অর্থাৎ ইন্টারকানেক্ট ইউজেস চার্জ বসাচ্ছে জিও।
রিলায়েন্স জিও থেকে অন্য নেটওয়ার্কে বিনামূল্যে কলিংয়ের দিন শেষ ৷ IUC চার্জ অর্থাৎ ইন্টারকানেক্ট ইউজেস চার্জ বসাচ্ছে জিও।
advertisement
2/5
Vodafone-Idea জানিয়েছে যে তাঁরা অন্য নেটওয়ার্কে কল করলে কোনও চার্জ নেবে না গ্রাহকদের কাছ থেকে। Vodafone-Idea জানিয়েছে যে তাঁরা চায় না যে গ্রাহক যখন কাউকে ফোন করবে তখন তাঁকে জেন চিন্তা না করতে হয় যে সে কোন নেটওয়ার্কে ফোন লাগাছে।
Vodafone-Idea জানিয়েছে যে তাঁরা অন্য নেটওয়ার্কে কল করলে কোনও চার্জ নেবে না গ্রাহকদের কাছ থেকে। Vodafone-Idea জানিয়েছে যে তাঁরা চায় না যে গ্রাহক যখন কাউকে ফোন করবে তখন তাঁকে জেন চিন্তা না করতে হয় যে সে কোন নেটওয়ার্কে ফোন লাগাছে।
advertisement
3/5
জিও গ্রাহকরা অন্য নেটওয়ার্কে কল করলে প্রতি মিনিটে ৬ পয়সা হিসেবে চার্জ করবে সংস্থা ৷ ৯ অক্টোবর অর্থাৎ আজ থেকেই চালু হতে চলেছে এই নয়া নিয়ম ৷
জিও গ্রাহকরা অন্য নেটওয়ার্কে কল করলে প্রতি মিনিটে ৬ পয়সা হিসেবে চার্জ করবে সংস্থা ৷ ৯ অক্টোবর অর্থাৎ আজ থেকেই চালু হতে চলেছে এই নয়া নিয়ম ৷
advertisement
4/5
News18-এ দেওয়া সাক্ষাৎকারে Vodafone-Idea বলেছে যে IUC চার্জ অপারেটরদের মধ্যে ব্যাপার এর ভার গ্রাহকদের উপর পরা উচিৎ নয়।Vodafone-Idea আরও বলে যে কোম্পানি পুরো ভারতে গ্রাহকদের 2G, 3G, 4G সার্ভিস দিচ্ছে। এখনও ৫০ শতাংশ গ্রাহক 2G ফিচার ফোন ব্যাবহার করে। কিন্তু তাও কোম্পানি তাঁদের পরিষেবা দেয় যদিও তাঁদের কোনও লাভ হয় না।
News18-এ দেওয়া সাক্ষাৎকারে Vodafone-Idea বলেছে যে IUC চার্জ অপারেটরদের মধ্যে ব্যাপার এর ভার গ্রাহকদের উপর পরা উচিৎ নয়।Vodafone-Idea আরও বলে যে কোম্পানি পুরো ভারতে গ্রাহকদের 2G, 3G, 4G সার্ভিস দিচ্ছে। এখনও ৫০ শতাংশ গ্রাহক 2G ফিচার ফোন ব্যাবহার করে। কিন্তু তাও কোম্পানি তাঁদের পরিষেবা দেয় যদিও তাঁদের কোনও লাভ হয় না।
advertisement
5/5
Vodafone-Idea আরও বলেছে যে সংস্থার ৬০ শতাংশেরও বেশি গ্রাহক কম ব্যয় ব্র্যাকেটে পড়ে এবং কোম্পানি চায় না যে তাঁদের উপর অতিরিক্ত ভার দেওয়া হোক।
Vodafone-Idea আরও বলেছে যে সংস্থার ৬০ শতাংশেরও বেশি গ্রাহক কম ব্যয় ব্র্যাকেটে পড়ে এবং কোম্পানি চায় না যে তাঁদের উপর অতিরিক্ত ভার দেওয়া হোক।
advertisement
advertisement
advertisement