Vodafone-Idea-এর ১,১৯৭ টাকার প্রি-পেইড প্ল্যানে যোগ হল নতুন আকর্ষণীয় অফার

Last Updated:
1/6
আরও বিস্তৃত পরিসরে হাজির Vodafone-Idea-এর ১,১৯৭ টাকার প্ল্যান। দেশের নানা প্রান্তের আরও বেশি সংখ্যক গ্রাহকদের জন্য উপলব্ধ হচ্ছে এই প্ল্যানটি। My Vi ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ছয় মাস অর্থাৎ ১৮০ দিনের এই ১,১৯৭ টাকার প্ল্যানে আনলিমিটেড টকটাইম, ১.৫ GB করে মোবাইল ডেটা ও প্রতি দিন ১০০ টি করে SMS-সহ একাধিক আকর্ষণীয় অফার রয়েছে। এ বার বিশদে দেখে নেওয়া যাক অফারগুলি।
আরও বিস্তৃত পরিসরে হাজির Vodafone-Idea-এর ১,১৯৭ টাকার প্ল্যান। দেশের নানা প্রান্তের আরও বেশি সংখ্যক গ্রাহকদের জন্য উপলব্ধ হচ্ছে এই প্ল্যানটি। My Vi ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ছয় মাস অর্থাৎ ১৮০ দিনের এই ১,১৯৭ টাকার প্ল্যানে আনলিমিটেড টকটাইম, ১.৫ GB করে মোবাইল ডেটা ও প্রতি দিন ১০০ টি করে SMS-সহ একাধিক আকর্ষণীয় অফার রয়েছে। এ বার বিশদে দেখে নেওয়া যাক অফারগুলি।
advertisement
2/6
সংস্থার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত একটি নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের মধ্যেই সীমিত ছিল এই অফার। এ ক্ষেত্রে যাঁরা হোম ক্রেডিটের সাহায্যে ফোন কিনতেন, তাঁদের ক্ষেত্রে এই প্রি-পেইড প্ল্যানের পরিষেবা মিলত। তবে এ বার তা বেশি সংখ্যক গ্রাহকদের জন্য উপলব্ধ হচ্ছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত একটি নির্দিষ্ট সংখ্যক গ্রাহকের মধ্যেই সীমিত ছিল এই অফার। এ ক্ষেত্রে যাঁরা হোম ক্রেডিটের সাহায্যে ফোন কিনতেন, তাঁদের ক্ষেত্রে এই প্রি-পেইড প্ল্যানের পরিষেবা মিলত। তবে এ বার তা বেশি সংখ্যক গ্রাহকদের জন্য উপলব্ধ হচ্ছে।
advertisement
3/6
এ ক্ষেত্রে ১,১৯৭ টাকার প্রি-পেইড প্ল্যানে থাকছে Weekend Data Rollover পরিষেবার সুবিধা। এই Weekend Data Rollover স্কিমের অধীনে সপ্তাহভর জমা ডেটার সুবিধা পেতে পারেন গ্রাহকরা। উইক-ডে অর্থাৎ (সোমবার-শুক্রবার) কাজের দিনগুলিতে যে ডেটা বেঁচে যাচ্ছে, সেই অতিরিক্ত পরিমাণ ডেটা উপভোগ করতে পারেন গ্রাহকরা। এ ছাড়াও বিনামূল্যে Vi মুভিজ ও TV-র পরিষেবা পাওয়া যাবে। Airtel Xstream সার্ভিসের মতো Vi মোবাইল অ্যাপ, Vi মুভিজ ও TV-র নানা ধরনের শো দেখতে পারবেন গ্রাহকরা।
এ ক্ষেত্রে ১,১৯৭ টাকার প্রি-পেইড প্ল্যানে থাকছে Weekend Data Rollover পরিষেবার সুবিধা। এই Weekend Data Rollover স্কিমের অধীনে সপ্তাহভর জমা ডেটার সুবিধা পেতে পারেন গ্রাহকরা। উইক-ডে অর্থাৎ (সোমবার-শুক্রবার) কাজের দিনগুলিতে যে ডেটা বেঁচে যাচ্ছে, সেই অতিরিক্ত পরিমাণ ডেটা উপভোগ করতে পারেন গ্রাহকরা। এ ছাড়াও বিনামূল্যে Vi মুভিজ ও TV-র পরিষেবা পাওয়া যাবে। Airtel Xstream সার্ভিসের মতো Vi মোবাইল অ্যাপ, Vi মুভিজ ও TV-র নানা ধরনের শো দেখতে পারবেন গ্রাহকরা।
advertisement
4/6
এই মুহূর্তে Vodafone Idea-র ওয়েবসাইটে শুধুমাত্র এই ১,১৯৭ টাকার প্রি-পেইড প্ল্যানটি উপলব্ধ রয়েছে। যার বৈধতা ১৮০ দিন অর্থাৎ ছয় মাস। এ ছাড়া যে আনলিমিটেড প্ল্যানগুলি রয়েছে, সেগুলি সবক'টি এক বছর অর্থাৎ ৩৬৫ দিনের। এ ক্ষেত্রে ১৮০ দিনের বেশি ও ৩৬৫ দিনের প্ল্যান হিসেবে ২,৫৯৫ ও ২,৩৯৯ টাকার দু'টি প্রি-পেইড প্ল্যান রয়েছে।
এই মুহূর্তে Vodafone Idea-র ওয়েবসাইটে শুধুমাত্র এই ১,১৯৭ টাকার প্রি-পেইড প্ল্যানটি উপলব্ধ রয়েছে। যার বৈধতা ১৮০ দিন অর্থাৎ ছয় মাস। এ ছাড়া যে আনলিমিটেড প্ল্যানগুলি রয়েছে, সেগুলি সবক'টি এক বছর অর্থাৎ ৩৬৫ দিনের। এ ক্ষেত্রে ১৮০ দিনের বেশি ও ৩৬৫ দিনের প্ল্যান হিসেবে ২,৫৯৫ ও ২,৩৯৯ টাকার দু'টি প্রি-পেইড প্ল্যান রয়েছে।
advertisement
5/6
সংস্থার তরফে জানানো হয়েছে, ২,৩৯৯ টাকায় যে অফারগুলি মিলছে, সেই একই অফার মিলছে ১,১৯৭ প্রি-পেইড প্ল্যানে। পার্থক্য শুধু ভ্যালিডিটি পিরিয়ডের। তবে ২,৫৯৫ টাকায় কিছু বাড়তি সুবিধা মিলছে। এ ক্ষেত্রে এই প্রি-পেইড প্ল্যানের অধীনে প্রতি দিন ২ GB করে ডেটা ও এক বছর পর্যন্ত ZEE5-এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, ২,৩৯৯ টাকায় যে অফারগুলি মিলছে, সেই একই অফার মিলছে ১,১৯৭ প্রি-পেইড প্ল্যানে। পার্থক্য শুধু ভ্যালিডিটি পিরিয়ডের। তবে ২,৫৯৫ টাকায় কিছু বাড়তি সুবিধা মিলছে। এ ক্ষেত্রে এই প্রি-পেইড প্ল্যানের অধীনে প্রতি দিন ২ GB করে ডেটা ও এক বছর পর্যন্ত ZEE5-এর ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে।
advertisement
6/6
উল্লেখ্য, Vi ওয়েবসাইট, অ্যাপ অথবা Amazon Pay-এর মতো থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকেও এই ১,১৯৭ টাকার প্ল্যান পেতে পারেন Vi প্রি-পেইড কাস্টমাররা। তাই সমস্ত অফার, বেনিফিট খতিয়ে দেখার পর উপভোগ করা যেতে পারে এই দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যানটিকে।
উল্লেখ্য, Vi ওয়েবসাইট, অ্যাপ অথবা Amazon Pay-এর মতো থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকেও এই ১,১৯৭ টাকার প্ল্যান পেতে পারেন Vi প্রি-পেইড কাস্টমাররা। তাই সমস্ত অফার, বেনিফিট খতিয়ে দেখার পর উপভোগ করা যেতে পারে এই দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যানটিকে।
advertisement
advertisement
advertisement